আজ : বুধবার: ৭ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ | ২১ মার্চ ২০১৮ ইং | ৩ রজব ১৪৩৯ হিজরী | সকাল ৮:৫০
sadinatadibosh-Logo

তৃণমূলের পক্ষ থেকে খালেদা জিয়াকে চিঠি

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কর্মী সভায় দলের কর্মীরাই ছিলেন উপেক্ষিত। রূপগঞ্জ ও ফতুল্লার শ্রমিকদের ভীড়ে দলের কর্মীদের অসহায় হয়ে অনেককে চলে যেতে হয়েছে। অনেকে অবস্থান নিয়ে বসেছিলেন নিচে। আবার অনেকেই চুপচাপ বসেছিলেন পিছে।

গতকাল রবিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আদালতের পাশে হিমালয় চাইনিজ রেন্টুরেন্টে জেলা বিএনপির কর্মীসভায় এ ঘটনা ঘটে। কর্মীসভায় দেখা যায় জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমানসহ অনেকেই কিছু শ্রমিক নিয়ে মিছিল করে সভাস্থলে প্রবেশ করেছেন। দলীয় নেতাকর্মীরা স্থান সংকুলান না হওয়ায় ভিতরে বসতেও পারেননি। ছোট্ট একটি পরিসরে বৃহৎ একটি কর্মীসভা করায় এমন অবস্থা হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন। এদিকে জেলা বিএনপির কর্মীসভায় মহানগর বিএনপির নেতারা আসলেও তাদের সম্মান দেখাতে পারেনি জেলার নেতারা। এমনকি তাদের বসার জন্য কোন স্থানও দিতে পারেননি নেতারা।

কর্মীসভায় দলের অনেক কর্মীকেই দেখা গেছে আক্ষেপ করতে। কারণ দলের কর্মীসভা হলেও দলের কোন কর্মীকে বক্তব্য দিতে দেয়া হয়নি। জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ঘেষা রূপগঞ্জের নেতাকর্মীদের একের পর এক বক্তব্য দিতে দেয়া হয়েছে।

এদিকে উক্ত সভায় নিজের বক্তব্যে কাজী মনিরুজ্জামান বলেছেন আমরা অনেক চেষ্টা করেও এর চেয়ে ভালো কোন স্থান খুঁজে পাইনি। তার এ বক্তব্যের প্রতিবাদ করে সাথে সাথে উপস্থিত নেতাকর্মীরা। দলের নেতাকর্মীরা জানান, জেলার মত একটি বিশাল অংশের কর্মীসভা কোন মাঠে না করে কেন এভাবে ছোট একটি চাইনিজে করা হলো তা আমাদের বোধগম্য নয়। তবে এখানে নেতৃত্বের দুর্বলতা রয়েছে।

সভার এক পর্যায়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কথা বলার সুযোগ পায়নি অভিযোগ করে তুমুল হৈ চৈ করে। তখন প্রধান অতিথি কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান এম এ মান্নান কারণ জানতে চান। পরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম দলের চেয়ারপারসনকে দেওয়া একটি অভিযোগ ও চিঠির খাম তুলে দেন।

প্রতিনিধি সভায় আজাদ বিশ^াসকে গণধোলাই

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিনিধি সভায় তুমুল হট্টগোলে মারধরের শিকার হয়েছেন সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস। ওই সময়ে ধাওয়া দেওয়া হয়েছে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শিল্পপতি শাহ আলমের অনুগামী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান রনি ও পান্না মোল্লা। গতকাল রোববার দুপুর আড়াইটায় ওই ঘটনা ঘটে। এর আগে দুপুর ২টা হতেই নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে হিমালয় চাইনিজ রেস্টুরেন্টের সামনে এসে জড়ো হতে থাকে। দুপুর আড়াইটায় আবুল কালাম আজাদ বিশ্বাস, মশিউর রহমান রনি, পান্না মোল্লা সহ আরো কয়েকজন রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতে চাইলে সেখানে থাকা লোকজন ক্ষোভ দেখায় ও তাদেরকে ‘দালাল’ বলে আখ্যায়িত করে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে লোকজন আজাদ বিশ্বাসকে কিলঘুষি মারেন। লাঞ্ছনার শিকার হন রনি ও পান্না মোল্লাও। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব সহ অন্যরা এসে উত্তেজিতদের নিবৃত্ত করেন। এদিকে নানা টালবাহনার পরে রোববার সকালে পুলিশ প্রশাসন সভা করার অনুমতি দেন। ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, কোন ধরনের বিশৃঙ্খলা করবে না এ শর্তে বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে। জানা গেছে, দেশব্যাপী বিএনপির দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে ও দলে প্রাণ ফেরাতে দলের পক্ষ থেকে প্রতিটি জেলায় সাংগঠনিক সফরের অংশ হিসেবে রোববার আয়োজন করা হয় এ প্রতিনিধি সম্মেলন। বিএনপির একাধিক নেতা জানান, আবুল কালাম আজাদ বিশ্বাস মূলত আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত।

 

সন্মান পায়নি মহানগর বিএনপি

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কর্মীসভায় এসেছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়রসহ সভাপতি সাখাওয়াত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম শকুসহ মহানগর বিএনপির কয়েকজন নেতা। তবে নেতাদের কোন খোঁজ খবর নেয়নি জেলা বিএনপির নেতাকর্মীরা এমনকি তাদের বসার জন্য আলাদা কোন স্থানও দেয়নি জেলা বিএনপির নেতারা। পরে দলের নেতারা সভাস্থলের নিচে চেয়ার নিয়ে বসেছিলেন। মূলত কেন্দ্র থেকে নেতারা আসায় তাদের সম্মান জানাতেই তারা এখানে বসেছিলেন।

গতকাল রবিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আদালতের পাশে হিমালয় চাইনিজ রেন্টুরেন্টে জেলা বিএনপির কর্মীসভায় এমন দৃশ্য দেখা যায়। সভা শেষে দলের নেতারা চলে যান, সভা শেষ হবার পরও মহানগর বিএনপির নেতাদের খোঁজ নেননি তারা। এদিকে জেলা বিএনপির কর্মীসভায় এসে দুজন কর্মী পুলিশের হাতে আটক হলে মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ছুটে এসে দুজন কর্মীকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেন। পরে এ দুজন নেতাকর্মী সাখাওয়াতকে ধন্যবাদও জানান।

এদিকে জেলা বিএনপির কর্মীসভার আয়োজকরা কর্মীসভার শুরু থেকেই নিজেদের নিয়ে ব্যস্ত ছিলেন। কর্মীসভায় নেতাকর্মীরা কিভাবে বসবে, কোথায় বসবে কিছুই দেখিয়েও দেননি আয়োজকরা। এদিকে আয়োজকদের পরিচিতরা দলের নেতাদের জন্য বসার মঞ্চকে ঘিরে একেবারেই জড়ো হয়ে দাঁড়িয়ে ছিলেন। ফলে হলে বসা নেতাকর্মীরা উপস্থিত অতিথিদের দেখতে পারছিলেন না। এ ছাড়া মহানগর নয় জেলা অনেক নেতাকেই সঠিকভাবে সম্মান জানাননি তারা, এমনকি জেলা বিএনপির নেতাকর্মীদের একজনের প্রতি আরেকজনের অসম্মান ও হাতাহাতি উপস্থিত দলীয় নেতাকর্মীদেরকেই বিস্মিত করে।

জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন ‘সফল’

ডান্ডিবার্তা রিপোর্ট

প্রশাসনিক অনুমতি না থাকার অজুহাতে ভন্ডুল হয়ে যেতে পারে বিএনপির প্রতিনিধি সম্মেলন, কারো কারো মনে এমন শংকা থাকলেও অবশেষে শর্ত সাপেক্ষে প্রশাসনের গীণ সিগন্যাল পেয়েই অনুষ্ঠান করার সুযোগ পেয়েছিল জেলা বিএনপি। যেই কারনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও কর্মী সম্মেলনকে সফল বলে দাবী করেন নেতৃবৃন্দরা। গতকাল রবিবার দুপুর ৩ টায় নারায়ণগঞ্জ আদালতের বিপরীত পাশে অবস্থিত হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন। সম্মেলনে টিম লিডার হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান এম এ মান্নান ছাড়াও সাংগঠনিক টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান খসরু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কার্যকরী সদস্য গিয়াস উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, শাহ আলম, আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। সম্মেলনের পূর্বে সভা স্থল হিমালয় চাইনিজের মালিক মো: মোশারফ হোসেন নিরাপত্তার অজুহাতে বিএনপিকে সম্মেলন করতে না দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেও রবিবার বিএনপির পক্ষ থেকে সম্মেলনের জন্য প্রশাসনের কাছে আবেদনের ফটোকপি চাইনিজ কর্তৃপক্ষকে দেয়ার পর তারা মঞ্চ প্রস্তুতের অনুমতি দেয়। এব্যাপারে হিমালয় চাইনিজ রেস্টেুরেন্টের মালিক মো: মোশারফ হোসেন জানান, বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে সম্মেলন করার অনুমতি চেয়ে করা আবেদন পত্র পেয়ে আমি ডিএসবির (এএসপি) সাহেবের সাথে কথা বলেছি। তিনি আমাকে অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুতের জন্য অনুমতি দিয়েছেন। আর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমু বলেন, আমাদের বিরুদ্ধে অনেকে প্রোপাগান্ডা ছড়িয়েছে। কিন্তু আমরা তাতে শংকিত হই নাই। সম্মেলনের জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়েছি, মৌখিক ভাবে পেয়েছি। সম্মেলনের অনুমতি প্রসঙ্গে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) মো: ফারুক হোসেন জানান, যদিও আমরা বিএনপিকে অনুমতি দেইনি, কিন্তু যেহেতু ঘরোয়া পরিবেশে সম্মেলনটি অনুষ্ঠিত হবে সেহেতু এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কোন বাঁধা দেয়া হবে না বলে তাদের জানিয়ে দেয়া হয়। তবে সম্মেলন কে কেন্দ্র করে যদি কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি হতো তাহলে তা মোকাবেলা করার জন্য পুলিশ মোতায়েন ছিল।

২৭টি ওয়ার্ডে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত

ডান্ডিবার্তা রিপোর্ট

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে নৌকার ব্যাঙ তাড়াতে অত:পর মাঠে নামলো নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ। পূর্ব প্রস্তুতি অনুযায়ী মে-জুন মাস জুড়ে মহানগরের আওতাধীন ২৭টি ও ইউনিয়নে কর্মী সভা করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। যেই কমিটি ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীদের নিয়েই গঠিত হবে বলে জানান, মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন। যার প্রেক্ষিতে গত মে বন্দর থানাধীন মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদানকালে তিনি নৌকার মধ্যে থাকা ব্যাঙদের তাড়ানোর ঘোষণা দেন। আনোয়ার হোসেন বলেন, আমাদের নৌকার মধ্য কিছু ব্যাঙ আছে। দলকে বাঁচাতে হলে সেই ব্যাঙ তাড়াতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হন দেখবেন ব্যাঙ এমনিতেই সটকে পড়বে। তিনি দলের সুবিধাভোগীদের প্রতি হুঁশিয়ারী উচ্চারন করে বলেন, যারা হালুয়া রুটির আশায় রাজনীতি করেন তাদেরকে মাইনাস করতে হবে। কোন চাঁদাবাজ-সন্ত্রাসী কিংবা ভূমিদস্যূকে দলে ঠাই দেয়া হবেনা যাদের বিরুদ্ধে গডফাদারের অভিযোগ রয়েছে তাদের দলে কোন স্থান দেয়া হবে না। জানাগেছে, গত ২০১৫ সালের ২৬ নভেম্বর আলহাজ¦ আনোয়ার হোসেনকে সভাপতি ও এড. খোকন সাহাকে সাধারন সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে মহানগর আওয়ামীলীগের (সদর, বন্দর  ও সিদ্ধিরগঞ্জ) আওতাধীন ২৭টি ওয়ার্ড কমিটি গঠনে কোন উদ্যোগ নেয়নি ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। তাই পৌনে দুই বছর পর এবার ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে দলটি। মূলত প্রকৃত নেতাকর্মীদের নিয়ে তৃণমূলকে আরো সুসংগঠিত করতে এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান, মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন। তিনি আরো জানান, ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের লক্ষে কর্মী সভা শুরু হয়েছে, আলোচনা চলছে। মে মাস জুড়ে কমিটি গঠনের প্রস্তুতি চলবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে। যেহেতু মে মাস শুরু হয়েছে, আশা করা যাচ্ছে আগামী জুন মাস থেকে ২৭টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে আমরা কমিটি গঠনের কাজ শুরু করতে পারবো।

ধর্ম অবমাননার মামলার শুনানী ১৪ মে

ডান্ডিবার্তা রিপোর্ট

ধর্মীয় অবমাননার অভিযোগে নারায়ণগঞ্জে নাস্তিক রফিউর রাব্বির বিরুদ্ধে হেফাজত নেতার মামলার পরবর্তী শুনানী ১৪ মে অনুষ্ঠিত হবে। গতকাল রোববার সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে শুনানী শেষে আদালত এ আদেশ দেন।

এদিন মামলার বাদী জেলা হেফাজতের সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান উপস্থিত থাকলেও বিবাদী রফিউর রাব্বি উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষে আইনজীবী হিসেবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট নেতা অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু ও জিয়াউল হক কাজল উপস্থিত ছিলেন। অপরদিকে বাদী পক্ষে অ্যাডভোকেট সুলতান, হাসান ফেরদৌস জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

শুনানীতে বাদী পক্ষের আইনজীবীরা ওয়ারেন্টের দাবী তুললেও বিবাদী পক্ষের আইনজীবীরা এ ব্যাপারে আপত্তি করেন। উভয় পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, ১৪ মে শুনানী হবে।

রাব্বি হলেন নিহত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা। তিনি তেল গ্যাস খনিজ সম্পদ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার আহবায়ক। তিনি একই সঙ্গে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক।

জানা গেছে, ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলা আদালত গ্রহণ করে ৭ মে এর মধ্যে প্রতিবেদন জমা দিতে ডিবিকে নির্দেশ দেন। তবে গত ৫ মে আদালতে প্রতিবেদন দাখিল করে ডিবি যে প্রতিবেদনে রাব্বির বক্তব্যের সত্যতা পাওয়া গেছে মর্মে উল্লেখ করা হয়।

নগর ভবনে রাজনৈতিক পরিচয় ভুলে যাব

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমাদের মধ্যে দেশপ্রেম বাড়াতে হবে এবং যে কাজ গুলো সরকার করছে সেই ভালো কাজটা বলতেই হবে। ইতিহাসে কোন সরকার চিরস্থায়ী না। উন্নত দেশ গুলোতে এক সরকারের পরিবর্তন হলেও তাদের উন্নয়ন থেমে থাকে না বরং আরেক সরকার এগিয়ে নিয়ে যায়। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে সেটা উল্টো। এখানে এক সরকার উন্নয়ন করে অন্য সরকার তা বন্ধ করে দেয়। আমাদের কাউন্সিলররা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছেন। আমাদের নিজস্ব রাজনৈতিক পরিচয় আছে। তবে আমরা যখন সিটি করপোরেশনে ঢুকবো তখন পরিচয়টা রেখে আসবো। এখানে আমরা সকলই মানুষের জন্য, জনগণের জন্য কাজ করছি। আবার এখন থেকে ফিরে গিয়ে যে যার যার দলের জন্য কাজ করবো। এখানে যারা কাউন্সিলর হয়ে এসেছেন সকলেই বুদ্ধিমান। সকলেই বুঝেন পাবলিক ছাড়া কোন উপায় নাই। তাই জনগণের কাছে যেতে হলে তাদের কাজ দিয়েই যেতে হবে। কাজ দিয়েই প্রমাণ করতে হবে। আর নারায়ণগঞ্জ শহর সেটাই প্রমাণ করে। কাজের প্রমাণ দিয়েই আমি এখানে তিন বার নির্বাচিত হয়ে আসতে পেরেছি।’

গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি সিটি করপোরেশনের সম্পত্তি ব্যবস্থাপনার স্বযংক্রিয় সিস্টেম সফ্টওয়্যারের উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগিতায় প্রণীত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্পত্তি ব্যবস্থাপনার স্বয়ংক্রিয় সিস্টেম সফ্টওয়্যারের উদ্বোধন উপলক্ষ্যে ওই আলোচনা সভার আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

এর আগে তিনি বলেন, ‘অসম্ভবকে সম্ভব করে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে সজীব ওয়াজেদ জয়কেও অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদের বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। যাদের জন্য ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাস্তব।

মেয়র আইভী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা, নারীর ক্ষমতায়ন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়ার জন্য ঐকান্তিক ভাবে প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন। এজন্য জনপ্রতিনিধিদের মধ্যে যতবেশি দেশ প্রেম বেশি থাকবে এবং উদার হয়ে জনসেবায় মনযোগ দিবো তখনই সফল হবে। যদি দেশপ্রেম না বাড়ে তাহলে অনেক কিছুই করা সম্ভব হবে না।

অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, ‘এ প্রকল্পের মাধ্যমে দুর্নীতি, দালাল, মধ্যস্থ ভোগকারী, প্রভাব সকল কিছুই বন্ধ হয়ে যাবে। এখন আর কেউ ফাইল নিয়ে বিভিন্ন সরকারী দফতর ঘুরে বেড়াতে হবে না। বরং ঘরে বসে কম্পিউটার কিংবা হাতের স্মার্ট মোবাইল দিয়ে যেকোন কাজ করতে পারবেন। আর এ প্রকল্প নারায়ণগঞ্জে সুষ্ঠ ভাবে সফল হলে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। আমরা এখন সমাজিক ও নিরব বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছি। সবাই এতে শরীক হোন। যে যেই মতের হোন দেশের স্বার্থে এক হোন। জীবনের প্রতিটি স্তরে ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া পাবে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জেবিন বিনতে শেখ, ১৫ নংওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শারমীন হাবিব বিন্নী প্রমুখ।

শ্রমিকলীগের সভাপতি আব্দুল মান্নান মেম্বার

সোনারগাঁ প্রতিনিধি

সোনরাগাঁয়ে ৫ মে বিশাল শ্রমিক জনসভা সাফল্যপূর্ণ হওয়ায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেকলীগ ও সকল অংঙ্গসংগঠন সহ সকল জনগণকে জাতীয় শ্রমিকলীগ কাঁচপুর শিল্পাঞ্চল শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাইলেন  কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগের সভাপতি আব্দুল মান্নান মেম্বার। তিনি জানাইলেন সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার অকাল প্ররিশ্রমে ও সার্বিক সহযোগিতায় এ বিশাল জনসভা সাফল্য সাথে হয়েছে । গত ৫ ই মে জনসভায় কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, দেশ থেকে জঙ্গিবাদ নিমূর্লে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ দেশে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ প্রকাশের অধিকার এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশের ইতিহাসে একমাত্র শেখ হাসিনার সরকারই বিরাট ভূমিকা পালন করেছে। সোনারগাঁয়ে কাঁচপুর শিল্পাঞ্চলে ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় শ্রমিক লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সোনাগাঁয়ের সাবেক এমপি আব্দুল্লাহ আল-কয়সার হাসনাতকে জনগনের পাশে থাকার নির্দেশ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সভাপতি আব্দুল মান্নান মেম্বার। সভায় প্রধান বক্তা ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশেষ অতিথি ছিলেন, উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল-কয়সার হাসনাত, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই, কেন্দ্রীয় যুব মহিলা লীগ সাভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, তুরস্ক আওয়ামী লীগের সভাপতি এম এ ফারুক প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈনুদ্দীন বাবুল, জাতীয় শ্রমিকলীগ কাঁচপুর শিল্পাঞ্চলের সাধারণ সম্পাদক হাজী মো. ইসাহাক মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বয়ক নিজাম উদ্দিন আহ্ম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কমান্ডার মোঃ সোহেল রানা এবং ডেপুটি কমান্ডার মোঃ ওসমান গনী, জামপুর ইউনিয়নের আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন কবির মেম্বার, সোনারগাঁ থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শরীফ, সোনারগাঁ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা পজন্মলীগের সভাপতি মো. ফরিদ ভূইয়া, জামপুর ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সহ সভাপতি আল মামুন দেওয়ান, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন.সাধারণসম্পাদক প্রকৌশলী আহম্মদ আলী তানভীর, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মাহাবুব আলম, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সাধারণসম্পাদক জয়নাল আবেদীন মেম্বার, কাঁচপুর ইউ পি ৭ নং ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী মোর্শেদ, প্রমুখ ।

নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়া ঘাটে যাত্রী দুর্ভোগ চরমে

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জের সেন্ট্রাল ঘাটে  ট্রলার স্বল্পতা ও অদক্ষ্য ট্রলার চালকদের কারণে প্রায়শই দুর্ভোগসহ দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে  যাত্রীদের। এ নিয়ে যাত্রীদের অভিযোগের অন্ত নেই। তবে ঘাটের অব্যবস্থাপনাকে দুর্ভোগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ঘাট কর্তৃপক্ষের অবহেলা। সেন্ট্রাল ঘাটের ট্রলার নিয়ে অভিযোগের শেষ নেই, যেকারণে দুর্ভোগও পিছু ছাড়ছেনা যাত্রীদের। সেন্ট্রাল ঘাটে যাত্রী পারাপারে নতুন ৮টি ট্রলার থাকার কথা থাকলেও বাস্তবে দেখা গেল মাত্র ৪-৫টি ট্রলার। আর যে কয়টি ট্রলার থাকে সেসব ট্রলার ভিড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা পল্টুনে না থাকার কারণে অনেক সময়ই ট্রলার চালকেরা তাদের গতি হারাচ্ছে। কারণ ভাড়ায় চালিত এতগুলো ট্রলারের জন্য মাত্র একটি পল্টুন দেয়া হয়েছে। আর তাতে যেটুকু জায়গা রয়েছে তাতে ৪ টি ট্রলারই যথযথ ভাবে ভিড়াতে পারেনা। যেকারণে ঘাটের পল্টুনে যাত্রীদের ভিড় লেগেই থাকে। তবে এই ভিড় যেন ব্যস্ততম সময়ে যাত্রীদের দুর্ভোগকে ক্ষোভে পরিণত করে তুলছে। যেকারণে ২ টাকা ট্রলার ভাড়া গুণলেও যাত্রীদেরকে ঠিকই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আর যাত্রীরা বলে বেড়াচ্ছেন টাকা দিয়ে দুর্ভোগ কিনে নিচ্ছি। যাত্রী পারাপারে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ২টি ফ্রি ট্রলার থাকার কথা থাকলেও বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। কখনো ফ্রি একটি ট্রলার, কখনো ফ্রি ট্রলারই নেই, এমন পরিস্থিতিতে  ভাড়ায় চালিত ট্রলারে নদী পারাপারে বাধ্য করে যাত্রীদের পকেট কেটে বাড়তি টাকা গুণছেন ঘাটের কর্তৃপক্ষ। দুপুর কিংবা ছুটির দিনে দ’ুটি ট্রলারের পরিবর্তে একটি ট্রলার চলাচল করতে দেখা যায়। অদক্ষ্য চালকদের দিয়ে ট্রলার চালানোর কারণে প্রায়ই ঘটছে নৌ-দুর্ঘটনা। এই ট্রলার চালকেরা পল্টুনে ঠিক মত ট্রলার ভিড়াতে অনেকটাই অপারগ। আবার ট্রলারের হেল্পারেরা ট্রলার ভিড়ানোর সময় ঠিকমত কাজ করতে পারেনা। যেকারণে ট্রলার ভিড়াতেও নানা সমস্যয় পড়তে হয়। যাত্রীরা উঠা-নামা করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয়। অদক্ষ চালক-হেল্পার দিয়ে ট্রলার চালালেও কেউ কিছু বলছেনা। ট্রলার দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রী ও মহানগর শ্রমিক লীগের সহ সভাপতি মো. আলী হোসেন জানান, গত শনিবার রাতে নদী পারাপারের সময় ট্রলার স্বল্পতার কারণে হাজারো যাত্রীদের মত তিনিও ঘাটে প্রথমে নৌকার অপেক্ষায় থেকে নৌকা  না পেয়ে ট্রলার ঘাটে এসে প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর একটি ট্রলারে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। ট্রলার চালক যাত্রী না নামতেই ট্রলার ছেড়ে দেয়ার পলে যাত্রীরা তাড়াহুড়ো করে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিরীহ মানুষকে ইয়াবা দিয়ে ব্লাকমেইলিং করাই তার কাজ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ মানষের কাছে এক আতংকের নাম এসআই ওমর ফারুক। সিদ্ধিরগঞ্জ থানা থেকে একাধিকবার এসআই ওমর ফারুককে অনত্র বদলি করা হলেও মোটা অংকের টাকা দিয়ে বদলী স্থগিত করে সিদ্ধিরগঞ্জ থানায় থাকছেন। এতে এলাকার সাধারন নিরীহ মানুষের মধ্যে দেখা দিয়েছে এক ধরনের আতংক। তার নাম শুনলেই সাধারন মানুষের গা শিউরে উঠে এই বুঝি আসল ওমর ফারুক। মাদক সাধারন নিরীহ মানুষকে মাদক দিয়ে ব্লাকমেইলিং এবং ওয়ারেন্টের আসামীকে মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেয়াসহ অসংখ্য অভিযোগের পাহাড় রয়েছে তার বিরুদ্ধে। গত ২৬ এপ্রিল মোঃ আলী, ওমর ফারুক ও ইমরান নামে ৩ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওমর ফারুক। পরে তাদের ছেড়ে দিতে ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করে এসআই ওমর ফারুক। ওই এসআই চাহিদা মতো টাকা ৫০ হাজার টাকা উৎকোচ দিলেও পর দিন ৩ জনের বিরুদ্ধে মোবাইল কোর্টে দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাদেরকে গ্রেফতার করে আনা হলেও থানায় নিয়ে ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মোবাইল কোর্টে মামলায় প্রত্যেকের ৩ মাসের কারাদ- দেওয়া হয়েছে। গত শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে আছমা বেগম (৫০) এসব অভিযোগ করেন। এ বিষয়ে গত ৩০ এপ্রিল পুলিশ সুপারের কার্যালয়ে একটি অভিযোগও জমা দেওয়া হয়েছে বলে জানান।

এছাড়াও এলাকাবাসী জানায়, এসআই ওমর ফারুকের রয়েছে একাধিক সোর্স। ওই সোর্স দিয়ে দেহ ব্যবসা, ইয়াবা ব্যবসা পরিচালনা ও নিরীহ মানুষকে ইয়াবা দিয়ে ব্লাকমেইলিং করার অভিযোগ উঠেছে। এসআই ওমর ফারুকের অপকর্মের প্রতিবাদ করলেই বিএনপি-জামায়াত কর্মী অথবা মাদক ব্যবসায়ী বানিয়ে গ্রেফতার করার ভয় দেখায়। তাছাড়া সিদ্ধিরগঞ্জের ২ শতাধিক মাদক ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিতি মোটা অংকের টাকা মাসোহারা আদায় করার অভিযোগ রয়েছে এসআই ওমর ফারুকের বিরুদ্ধে। এতে ব্যহত হচ্ছে, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও জেলা পুলিশ সুপারের মাদক নির্মূলের প্রতিজ্ঞা।

নাম প্রকাশ না করার শর্তে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার এক আওয়ামীলী নেতা জানান, কিছু অসৎ পুলিশ অফিসারের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে সিদ্ধিরগঞ্জের সাধারন মানুষের দাবি, এ ধরনের পুলিশ অফিসারদের যেন থানা থেকে প্রতাহার করা হয়।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওমর ফারুকের সাথে কথা হলে তিনি জানান, কারা অপরাধী, মাদক ব্যবসায়ী আমরা কিভাবে চিনবো? তাই সোর্স ব্যবহার করতে হয়। অন্যান্য দারোগা যেমনি সোর্স রাখে, আমিও আসামী ও মাদক ব্যবসায়ী ধরতে সোর্স রাখি। তবে মাদক ব্যবসায়ীদের শেল্টার ও মাসোহারা আদায়ের বিষয়টি তিনি অস্বীকার করেছেন। এ বিষয়ে এলাকাবাসী জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছে।