আজ : বুধবার: ৭ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ | ২১ মার্চ ২০১৮ ইং | ৩ রজব ১৪৩৯ হিজরী | সকাল ৮:৫৭
sadinatadibosh-Logo

সেলিম-শামীম-আইভীর ঐক্য নিয়ে চলছে ষড়যন্ত্র!

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জের রাজনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। বিশেষ করে উত্তর মেরু ও দক্ষিণ মেরু নিয়ে এতোদিন যে দ্বিমুখী দ্বন্দ্ব ছিল তা অনেকটা অবসানের পথে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাম্প্রতিক বাজেট উত্তর বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সেলিম ওসমান নারায়ণগঞ্জের উন্নয়ণে মেয়র সেলিনা হায়াত আইভীকে সব ধরণের সহযোগীতার আশ^াস দিলে মেয়র খোলা মনে সহযোগীতার আহবান জানানোর পর গত সোমবার শামীম ওসমান ১৫ আগষ্ট উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় বলেন, আইভী ও আমার মধ্যে কোন দ্বন্দ্ব নেই। আগামী শোক র‌্যালীতে আইভী আমার পাশে থাকবে প্রত্যাশা করে বলেন, সেদিন প্রমানিত হবে উত্তর-দক্ষিণ মেরু বলে নারায়ণগঞ্জে কোন মেরু নেই। এদিকে মেয়র আইভীর একাধিক ঘনিষ্ট সূত্র জানিয়েছে, উক্ত শোক র‌্যালীতে আইভী উপস্থিত থাকবে। যদিও আইভীর এই উপস্থিতি নিয়ে বামদের মধ্যে প্রতিযোগীতা চলছে। একটি পক্ষ চাইছে নারায়ণগঞ্জের উন্নয়ণে সকল বিভাজন দূর হোক। আর এই জন্য ঐই পক্ষটি শোক র‌্যালীতে মেয়র আইভীর উপস্থিতিকে সমর্থন করছে। কিন্তু কয়েকজন কট্টরপন্থি ওসমান পরিবার বিরোধী কোন অবস্থাতেই চাইছে না শোক র‌্যালীতে মেয়র আইভীর উপস্থিতি। এদিকে, সাংসদ সেলিম ওসমান গত রকিবার নগর ভবনে উপস্থিত হওয়ার পর মেয়র আইভী তাকে সাদরে গ্রহন এবং এক মঞ্চে বক্তব্য রাখার পর নারায়ণগঞ্জের অনেকের হিসেবে নিকেস পাল্টে গেছে। তারা চাইছে না সেলিম ওসমানের পাশাপাশি মেয়র আইভীর সাথে শামীম ওসমানেরও কোন প্রকার সমঝোতা হোক। আর এই লক্ষ্যে তারা গোপনে গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। অপর দিকে মেয়রকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাংসদ সেলিম ওসমান অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী এরিপোর্ট লেখার সময় ট্রাক স্ট্যাান্ড নিয়ে বুধবার রাতে সাংসদ সেলিম ওসমান ট্রাক শ্রমিক-মালিক ও ব্যবসায়ীদের নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে বৈঠক শুরু করেছেন। আশা করা যাচ্ছে সাংসদ সেলিম ওসমান অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদে একটি সিদ্ধান্তে পৌছতে পারবেন। নগরের দায়িত্বশীল ব্যাক্তিবর্গের বক্তব্য সাংসদ সেলিম ওসমান ও শামীম ওসমানের সাথে মেয়র আইভীর সমঝোতা হলে মধ্যসত্ব্যভোগীদের লুটপাট বন্ধ হয়ে যাবে এ আশংকায় তারা সমঝোতা বন্ধে বিভিন্ন ভাবে বক্তব্য রাখা শুরু করেছে। তবে নারায়ণগঞ্জের ভবিষ্যৎ উন্নয়ণ ও নগরবাসীর কাঙ্খিত আধুনিক নারায়ণগঞ্জ গড়তে এই তিন নেতৃত্বের সমঝোতার কোন বিকল্প নেই। নগরবাসীর প্রত্যাশা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোক র‌্যালীতে শামীম ওসমান ও আইভী একত্রে নেতৃত্ব দিবেন। নারায়ণগঞ্জবাসীর এ প্রত্যাশার প্রতি দুই নেতার বিরোধ মিমাংসায় নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে বলে অভিজ্ঞ মহলের ধারণা।

নিতাইগঞ্জে অবৈধ ট্রাক স্ট্যান্ড থাকছে না

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজেট অনুষ্ঠানে দেয়া সাংসদ সেলিম ওসমান তার ওয়াদা রাখলেন। গত চারদিন মেয়র আইভীকে দেয়া ওয়াদা পূরণের লক্ষ্যে আপ্রাণ চেষ্টার পর অবশেষে গতকাল বুধবার রাতে ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনার পর সমঝোতার  মাধ্যমে সেলিম ওসমান ঘোষনা করেন আগামী আগষ্ট মাসের প্রথম দিন থেকে শহরের নিতাইগঞ্জ এলাকায় বঙ্গবন্ধু সড়কের উপর কোন ট্রাক পার্কিং করা যাবে না। পাশাপাশি নিতাইগঞ্জের ব্যবসায়ীরা যাতে ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্থ না হয় এর জন্য নিতাইগঞ্জের খাল ঘাট এলাকায় দিনের বেলায় ৫০টি ট্রাক অবস্থান করে মালামাল লোড আনলোড করতে পারবে। কিন্তু কোন অবস্থাতেই ট্রাক বঙ্গবন্ধু সড়কের উপরে রেখে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করতে পারবে না। রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে আসন্ন ঈদ উল আযহা পর্যন্ত ওই এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে সংসদ সদস্য সেলিম ওসমান ব্যক্তিগত তহবিল থেকে ৪০ জন আনসার সদস্যের পারিশ্রমিক ব্যয় বহন করবেন। গতকাল বুধবার নারায়ণগঞ্জ ক্লাবের তৃতীয় তলায় শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে নিতাইগঞ্জ ও টানবাজার এলাকার ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এই সকল সিদ্ধান্ত বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা প্রদান করা হবে বলেও সভায় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান আশ্বাস প্রদান করেছেন। এর আগে গত ২৩ জুলাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়ে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। ওই বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী নিতাইগঞ্জে ট্রাক ষ্ট্রান্ডের জন্য নগরী সৃষ্ট যানজটের কথা তুলে ধরে নিতাইগঞ্জ থেকে ট্রাক স্ট্র্যান্ডটি সরাতে সংসদ সদস্যের সহযোগীতা কামনা করেন। পরিপ্রেক্ষিতে সেলিম ওসমান নিতাইগঞ্জ থেকে ট্রাক স্ট্র্যান্ড সরানোর ব্যাপারে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করে ছিলেন। ব্যবসায়ীদের সাথে আলোচনার মধ্য দিয়ে আগামী ১ আগষ্ট থেকে নিতাইগঞ্জে যানজটের কারনে সৃষ্ট জনদুর্ভোগ লাঘবে সংসদ সদস্যের প্রতি মেয়র আইভীর প্রত্যাশার প্রতিফলন ঘটতে যাচ্ছে। আলোচনা সভায় সেলিম ওসমান আরো বলেন, নিতাইগঞ্জ এলাকায় যেন কোন দালালের মাতব্বরি না থাকে। এ সিদ্ধান্ত নিয়ে যাতে করে কোন সুযোগ সন্ধ্যানী ব্যক্তি রাজনীতি না করতে পারে। শুধুমাত্র ওই এলাকার শ্রমিক নেতৃবৃন্দরাই শ্রমিকদের নেতৃত্ব দিবে। পাশাপাশি ট্রাকের মালিকেরাই তাদের ট্রাকের ভাড়া নির্ধারণ করে ব্যবসা পরিচালনা করবেন। কোন দালালের মাধ্যমে যাতে কোন ট্রাকের ভাড়া নির্ধারণ করা না হয়। যদি নিতাইগঞ্জে কেউ কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে বা কারো বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় সেলিম ওসমান, সিটি করপোরেশন থেকে পঞ্চবটিতে নির্মাণ করা ট্রাক স্ট্যান্ডটি ব্যবহার করার পরামর্শ দেন। শ্রমিক নেতৃবৃন্দও তাদের পক্ষ থেকে পঞ্চবটি ট্রাক স্ট্যান্ড ব্যবহার করার ব্যাপারে দাবী করেন। তবে এ ব্যাপারে ট্রাক মালিক পক্ষ যেন তাদেরকে রাস্তায় ট্রাক রাখতে বাদ্য না করে সেই ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন। সভায় সেলিম ওসমান সিটি করপোরেশন থেকে প্রেরিক্ষ একটি নকশা দেখিয়ে বলেন, আমি একজন ব্যবসায়ী। আমি কখনই চাইবো না নিতাইগঞ্জের ব্যবসায়ীরা নি:শ্ব হয়ে যাক। আমি এবং মেয়র মিলে একটি পরিকল্পনা নিয়েছি ওই পরিকল্পনা অনুযায়ী সিটি করপোরেশন থেকে একটি নকশা তৈরি করে পাঠানো হয়েছে। খুব দ্রুত এই নকশাটি ডিজিটাল আকারে তৈরি করা হবে। আপনারা সাময়িকভাবে কষ্ট সহ্য করে যদি কাজটি সম্পন্ন করতে সহযোগীতা করেন তাহলে দেখা যাবে আপনাদের মোকামের পাশেই ৬০০ ট্রাক ষ্ট্যান্ড করার ব্যবস্থা করা যাবে।  সিটি করপোরেশন থেকে প্রেরিত ওই নকশায় জল্লারপাড় এলাকায় রেলওয়ের একটি খালি জমির উপর ট্রাক স্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অটো ফ্লাওয়াল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ ওয়াজেদ আলী বাবুল। আরো উপস্থিত ছিলেন এসবিসিসিআই এর সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, বিকেএমইএ এর সহ সভাপতি(অর্থ) জিএম ফারুক, পরিচালক হুমায়ন কবির খান শিল্পী, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মাহফুজুর রহমান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ দিপু, চাল আড়ৎদার মালিক সমিতির সভাপতি লিয়াকত হোসেন, আটা ময়দা মিল মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম হাজী, লবন আড়ৎদার মালিক সমিতির সহ সভাপতি হাসান ভূইয়া, কামাল দেওয়ান, মনিহারী ব্যবসায়ী আব্দুল কাদির, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিউদ্দিন প্রধান, জেলা ট্রাক, ট্যাংকলরি কর্ভাট ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান মানিক সহ বিভিন্ন ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।

সিটি করপোরেশনের মেয়রের পক্ষ থেকে বুট খালের পাশের জায়গা ছাড়া কোথাও কোন ট্রাক দাড়াতে পারবে না। তবে ওই জায়গার একত্রে ৫০টির বেশি ট্রাক থাকতে পারবে না। প্রতিটি ট্রাক লোড আনলোডের জন্য ৩ ঘন্টা অবস্থান করতে পারবে। এর বেশি সময় সেখানে অবস্থান করলে পুলিশ ওই ট্রাকটিকে ৩ হাজার টাকা জরিমানা করবে। তবে বুট খালের পাশে কোন অবস্থাতেই রাস্তার উপর ট্রাক অবস্থান করতে পারবে না। পঞ্চবটি ট্রাক স্ট্যান্ডে ট্রাক থাকবে। ১ মাসের জন্য রাস্তায় নিজ খরচে আনসারদের ব্যয় বহন করবেন তিনি।

বিপুল পরিমান গুলি ও গ্রেনেড উদ্ধার

রূপগঞ্জ সংবাদদাতা

রূপগঞ্জের পূর্বাচল উপ শহরের ৫নং সেক্টর যেনো অস্ত্রভান্ডারে পরিনত হয়েছে। গত সোমবার ৬টি এমএসজি উদ্ধারের পর গতকাল বুধবার দুপুরে আরো বিপুল পরিমান আগ্নেয়াস্ত্রের গুলি, হ্যান্ড গ্রেনেড আর একটি  দুরবীন উদ্ধার করেছে পুলিশ। এর আগে দুইমাসের ব্যবধানে সোমবার বিকেল পর্যন্ত ৭৪ টি এসএমজিসহ বিপুল পরিমান  আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, গত ১০ জুন আনুষ্ঠানিক ভাবে অস্ত্র উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনার পর গত সোমবার ফের পূর্বাচল উপশহরের ৫নং সেক্টরের লেকের পাশে একটি ঝোপের ভিতর থেকে ৬টি এসএমজি উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। এ কারনে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে আবারো অস্ত্র উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২ টার দিকে পূর্বাচল উপশহরের ৫নং সেক্টরের লেকের আনুমানিক ৪‘শ গজ দুরে ঝোপের ভিতর থেকে ২‘শ রাউন্ড এসএমজির গুলি, ৪০ রাউন্ড শর্টগানের কার্টুজ, ১২টি তাজা হ্যান্ড গ্রেনেড ও একটি দুরবীন উদ্ধার করে  থানা পুলিশ।

উল্লেখ্য, গত ৩০ মে রূপগঞ্জ থানার এএসআই শাহজাহান খান দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকায় মোসলেউদ্দিনের ছেলে মাদক কারবারি শরীফের বসত ঘরে অভিযান চালিয়ে একটি এসএমজি উদ্ধার করেন। ঔদিন রাতে জেলা গোয়েন্দা পুলিশ নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে শরীফকে গ্রেফতার কর। তার দেয়া তথ্যমতে পহেলা জুন রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো ৩ জনকে গ্রেফতার করেন। পরে তাদের দেয়া তথ্যমতে পরের দিন সকালে ৩নং সেক্টরের ব্লু-সিটি নামে একটি আবাসন কোম্পানীর বালুর ভিতর থেকে ২টি এসএমজি , পূর্বাচলে ৫নং সেক্টরের লেকের পানি থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় ৬২টি এসএমজি, ২টি রকেট লাঞ্চার, ৪২টি হ্যান্ড গ্রেনেড, ৩টি হাই ফ্রিকোয়েন্সি নন ট্রেকার ওয়াকিটকি, ৫টি পিস্তল, ৬০ টি ম্যাগাজিন, ৫ বস্তা বিভিন্ন আগ্নেয়াস্ত্রের গুলি, ডেটোনেটর, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ঔদিন রাতেই উপজেলার ভোলাব ইউনিয়নের কুড়িয়াইল এলাকায় অভিযান চালিয়ে মুরাদ নামে একজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে ৩ জুন শীতলক্ষ্যা নদীর বাসুন্দা এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় ৫টি এসএমজি উদ্ধার করা করে জেলা গোয়েন্দা পুলিশ। এসব ঘটনায় ৬ জনকে আসামী করে ৫ জনকে গ্রেফতার ওএকজনকে পলাতক দেখিয়ে পৃথক ২টি মামলা দায়ের করেন পুলিশ। পরে গত ১০ জুন পূর্বাচল লেকের পানি সেচে ফেলার পর আনুষ্ঠানিকভাবে অস্ত্র উদ্ধার অবিযান সমাপ্ত ঘোষনা করেন পুলিশ। এরপর গত সোমবার থেকে ফের অস্ত্র উদ্ধার শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ বিএনপির প্রার্থী তালিকায় পরিবর্তন আসছে

ডান্ডিবার্তা রিপোর্ট

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের নির্বাচনী আসনগুলোতে পাল্টে যেতে পারে বিএনপি মনোনীত প্রার্থী তালিকা। বিগত নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের যোগ্যতা ও দুর্বলতাকে বিবেচনা করে এসব প্রার্থী বদল হবে বলে জানা গেছে। এছাড়া অনেক নেতা দলের আন্দোলন সংগ্রামে তেমন ভূমিকা না রাখার কারনে জনপ্রিয় নতুন প্রার্থীদেরকে দেখা যাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে।

জানা গেছে, জেলার ৫টি আসনের প্রার্থীতা পরিবর্তন করা হবে। দলের এ অবস্থান বুঝতে  পেরে এ সকল আসনে মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে এলাকাভিত্তিক গণসংযোগ এবং  নেতাকর্মীদের নিয়ে দলীয় কর্মসূচি পালন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

পাশাপাশি দলের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে গুলশান অফিস ও নয়াপল্টন অফিসে যাতায়াত বাড়িয়ে দিয়েছেন। ব্যবহার করছেন ফেসবুকসহ যোগাযোগের সকল মাধ্যম। আর এসব মাধ্যমে আগামী নির্বাচনে নিজের প্রার্থীতার বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তারা।

এদিকে নারায়ণগঞ্জ-১(রুপগঞ্জ) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনির এবং বিএনপির কেন্দ্রীয় যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বিএনপির দলীয় সমর্থন নিয়ে এ আসনে নির্বাচন করবে বলে শুনা যাচ্ছে। প্রত্যেক প্রার্থী তাদের নীজ নীজ কর্মী সমর্থকদের সাথে সাথে যোগযোগ রক্ষাসহ স্থাণীয় সাধারন মানুষের সাথে যোগাযোগ করা যাচ্ছেন এবং আওয়ামীলীগ সরকারের বিভিন্ন ইস্যুকে পুজি করে নির্বাচনী প্রচারনা চালিয়ে আসছেন।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির দলীয় সমর্থন নিয়ে সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এমএ বদরুজ্জামান খান খসরু নির্বাচন করবেন বলে জোড় লবিং চালিয়ে যাচ্ছে। আপন দুই ভাই হলেও রাজনৈতিক ক্ষেত্রে ছাড় দেওয়ার মনোভাব তাদের মধ্যে একটুও নেই। নির্বাচনকে সামনে  রেখে সহোদর দুই ভাই নীজ বলয়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ বৃদ্ধিসহ এলাকায় প্রচারনা চালিয়ে আসছে।

নারায়ণগঞ্জ-৩ আসন থেকে বিএনপির দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করার ইচ্ছা পোষন করেছেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল, সাবেক সাংসদ রেজাউল করিম, সোনারাগাঁ উপজেলা চেয়ারম্যান আজারুল ইসলাম মান্নান। তবে এখনো তারা মাঠে নামেননি। বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহনের মাধ্যমে সক্রিয় রেখেছেন তাদের অবস্থান।

নারায়ণগঞ্জ-৪ আসনে সাবেক সাংসদ আলহাজ¦ মোহাম্মদ গিয়াস উদ্দিন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ¦ মোহাম্মদ শাহ আলম দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করার জন্য দলীয় হাই কমান্ডের সাথে জোড় লবিং চালিয়ে যাচ্ছে। সে সাথে স্থাণীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষাসহ একাধিক সভা করেছেন এবং সাধারন মানুষের কাছে আওয়ামীলীগের নীতিবাচক বিষয়ে প্রচারনা চালাচ্ছেন।

নারায়ণগঞ্জ-৫ আসনে  বিএনপি থেকে চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমুর আলম খন্দকার এবং মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম ও মহানগর বিএনপির সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ স্থাপনাসহ প্রচার প্রচারনা চালিয়ে আসছে।

বিএনপির বিগত আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাদের অনেকেই নিষ্ক্রিয় থাকায় তৃনমূল অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি নারায়ণগঞ্জের প্রতিটি আসনে ত্যাগী ও নেতাকর্মীদের পাশে দাড়িয়েছেন এমন নেতাদেরই যেন মনোনয়ন পত্র দেওয়া হয়।

কেন্দ্রিয় বিএনপির সূত্র মতে, বর্তমান সময়ের জনপ্রিয় ও নতুন মুখকেই মনোনয়ন পত্র দেওয়া হবে বলে জানা যায়। ইতিমধ্যেই কেন্দ্রিয় বিএনপির নিযুক্ত গোয়ান্দারা নারায়ণগঞ্জের বিএনপির নেতাদের কার্যকলাপ পর্যবেক্ষন করছেন এবং তৃমূলের চাহিদার বিষয়টিও দেখছেন। তাদের পর্যবেক্ষন রিপোর্ট অনুযায়ী আগামী একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতাদের মনোনয়ন পত্র দেওয়া হবে।

আওয়ামীলীগ নতুন প্রার্থী দিলে সুবিধা নিবে বিএনপি!

ডান্ডিবার্তা রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মনোনয়নপ্রত্যাশীদের বিভিন্ন কর্মকান্ড আর নেতা-কর্মীকে চাঙা রাখতে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী এলাকা। আওয়ামী লীগের প্রার্থীরা মাঠে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নিজ নিজ অবস্থান থেকে নেতা-কর্মীদের ইতোমধ্যেই সক্রিয় করে ফেলেছেন। সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় বাড়তি যোগ হয়েছে সদস্য সংগ্রহে ফরম বিতরনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আসার সংবাদ।

মনোনয়নপ্রত্যাশীরা ইতিমধ্যে দলের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার প্রচারনা, উঠান বৈঠক, দলের সিনিয়র নেতৃবৃন্দের বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে দলীয় কোন্দল নিরসনে সর্বত্র চেষ্টাসহ মাঠপর্যায়ে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভ্যাব্য প্রার্থীরা। তবে প্রচারণায় বা দল গোছাতে বিএনপি প্রার্থীরাও কম নয়। তারাও সদস্য সংগ্রহ কার্য্যক্রম পুরোদমে চালাচ্ছে। তবে সদস্য সংগ্রহ কার্য্যক্রম চলাকালে ছাত্রদলের দুইগ্রুপের দ্ধন্ধে বিএনপির মধ্যে দলীয় কোন্দল প্রকাশ্যে চলে আসলেও নির্বাচনের আগ মুহুর্তে সবকিছু ঠিক হয়ে যাবে বলে দলের সিনিয়র নেতৃবৃন্দ দাবি করেছেন। তাছাড়া বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকায় এলাকায় সুবিধা করতে পারছেন না বলেও জানিয়েছেন তারা। উভয় দলের সম্ভাব্য প্রার্থীদের কাছে ঘুর ঘুর করছে নেতা-কর্মীরাও। এদিকে রাস্তার মোড়ে, নগর-বন্দর, হাট-বাজার, হোটেল-রেষ্টুরেন্টসহ বিভিন্ন মহলে চলছে নির্বাচনি আলোচনা-সমালোচনা। মনোনয়ন পেতে জেলার নেতৃবৃন্দ থেকে দলের হাইকমান্ডেও চালাচ্ছে জোর লবিয়িং। নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় স্থানীয়পর্যায়ের নেতা থেকে দলের সিনিয়র নেতাদের নাম উঠে এসেছে। স্থানীয় নেতা থেকে সাবেক প্রতিমন্ত্রী ও একাধিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নাম। রয়েছেন কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) থানা নিয়ে এ আসনটি সব সময়ই আওয়ামী লীগ অধ্যুষিত এবং নৌকা এগিয়ে। কিন্তু বর্তমান ক্ষমতাশীনদের দলীয় কোন্দল চরমে থাকায় বিএনপি সুযোগ নিতে পারে। কিন্তু বিএনপি প্রার্থীদের তেমন একটা মাঠে দেখা যায় না। এ আসনে মনোনয়নপ্রত্যাশীরা হলেন নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের বর্তমান সাংসদ একেএম শামীম ওসমান। এমপি থাকাকালীন সময়ে তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্œয়ন করেছেন। দলীয় কোন্দলে কোনঠাসা থাকা দলটিকে একক পতাকাতলে আনকে সক্ষম হয়েছে তার দক্ষ নেতৃত্বের ফলে। তবে গত কয়েকদিন ধরে কিছু মীরজাফর জাতীয় নেতা দলের ভিতর কোন্দল সৃষ্টিতে চেষ্টা করে যাচ্ছে। ঐ মীরজাফর জাতীয় নেতারা যে কোন মূল্যে সাংসদ শামীম ওসমানকে ঠেকাও মিশনে নেমেছেন। তবে গত সোমবার ফতুল্লার বাংলাভবন কমিউনিটি সেন্টারে দলের সকল নেতাকর্মীদের সাথে এক আলোচনা সভায় দলীয় নেতৃবৃন্দের স্ফুতস্ফত উপস্থিতি মীরজাফর জাতীয় সকল ষড়যন্ত্র নসাৎ করে দিয়েছে বলে সভায় যোগদানরত একাধিক নেতৃবৃন্দ তাদের মতামতে জানান। তারপরেও এ আসনে আওয়ামী লীগের প্রার্থীতায় আসতে পারে নতুন মুখ। তার পরে মনোনয়ন দৌড়ে যারা এগিয়ে আছেন তারা হলেন কেন্দ্রীয় শ্রমিকলীগের শ্রম কল্যান ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউছার আহাম্মেদ পলাশ, এশিয়ান টিভির মালিক বিশিষ্ট শিল্পপতি হারুন অর রশীদ।

বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশীরা হলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলম এবং সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দীন। তবে এ আসনের বিএনপি প্রার্থীদের মধ্যে এলাকায় থেকে নেতা-কর্মীর পাশে থেকে কাজ করছেন সাবেক এমপি গিয়াস উদ্দীন আর শাহ্ আলম ঢাকায় অবস্থান করায় দলীয় কর্মসূচিতে তেমন একটা অংশ নিতে এলাকায় আসেন না বলেও অভিযোগ নেতা-কর্মীদের। আর শিল্পাঞ্চলখ্যাত এ আসনে কেন্দ্র আওয়ামীলীগের নতুন প্রার্থীকে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দিলে এর সুবিধা নিতে পারে বিএনপি এমনটাই ধারনা রাজনৈতিক বিশ্লেষকদের।

 

উন্নয়নের ফিরিস্তি দিয়ে এগিয়ে যেতে চায় জাপা

ডান্ডিবার্তা রিপোর্ট

জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ সালের জানুয়ারীতে হতে পারে। ইতিমধ্যে সরকারী দল আওয়ামী লীগ কেন্দ্রীয় ভাবে দলের নেতা নির্বাচন করেছেন। তৃণমূল পর্যায়েও তাঁরা ঘর গুছিয়ে নিয়েছেন ভাল করে। বাকী দল গুলোর মধ্যে বড় দল বিএনপি, জাতীয় পার্টিও তাদের ঘর গোছাতে শুরু করেছে। অপরদিকে জামায়াতের অবস্থান বোঝা যাচ্ছে না। তবে ওরা বিএনপিকে সমর্থন দিয়ে যাবে তাতে কোন সন্দেহ নাই। বিএনপি ছাড়া জামায়াতের বিকল্প কোন রাস্তা এই মুহুর্তে খোলা নেই তাদের সামনে। জামায়াতের নীতি নির্ধারনী ও বড় মাপের নেতারা যারা দীর্ঘকাল জামায়াতকে দেশব্যপী ছড়িয়ে দিতে কার্যকরী ভুমিকা রেখেছিল ইতিমধ্যে যুদ্ধাপরাধের অপরাধী হয়ে ফাঁসিতে ঝুলেছেন। সে কারনে জামায়াত নির্বাচনী বৈতরনী পার হতে যে নেতৃত্বের প্রয়োজন সেটি তাদের এই মুহুর্তে নাই। তাই আগামী ২০১৯ সালের নির্বাচন ক্ষমতাসীন আওয়ামী লীগ জোট এবং বিএনপি ও তাদের দলীয় জোটের মধ্যেই সীমাবন্ধ থাকবে।

নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে জাতীয় সংসদের আসন রয়েছে তার মধ্যে নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনটি কোন না কোন কারনে ২ দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। নির্বাচন যতই ঘনিয়ে আসে ততই বড় ২ দলের কাছে এই আসনটির গুরুত্ব বিবেচনা করে উভয় দলের প্রার্থীদের বিজয় লাভের বাসনা থেকে যায়। ইতিমধ্যেই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ মহজোট ছাড়ার ঘোষনা দিয়েছেন। সে হিসেবে এই আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং বিজয় নিশ্চিত করতে হলে এবার ভাল কোন প্রার্থীকে নমিনেশন দেয়া প্রয়োজন হতে পারে। দশম জাতীয় নির্বাচনে এ আসনে মহাজোট সমর্থিত প্রার্থী নির্বাচন করায় নৌকা প্রতীকে কোন প্রার্থী নির্বাচন করেননি। তবে এবার নৌকা প্রতীকে প্রার্থী নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। তবে এ আসনে নৌকার কোন হেভিওয়েট প্রার্থী না থাকলেও জাতীয় পার্টির বর্তমান সাংসদ একেএম সেলিম ওসমানকে পরাজিত করতে পারে সেলক্ষ্য বিএনপি হেভিওয়েট প্রার্থী বাছাইয়ে নেমেছেন। এ আসনটির গুরুত্ব ও জাতীয়পার্টির দখলে থাকায় সরকারী দল চাইবে তাদের যোগ্য প্রার্থী পুনরায় বিজয় লাভ করুক। অপরদিকে হারানো আসনটি ফিরে পেতে বিএনপিও শক্তিশালী প্রার্থীর সন্ধান করবে এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে বিএনপি’র জন্য শক্তিশালী ও যোগ্য প্রার্থী নির্বাচন জরুরী। আবেগ নয় বাস্তবতাকে সামনে রেখে যোগ্য প্রার্থী হতে পারেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার উপদেষ্টা এড.তৈমুর আলম খন্দকার। এড.তৈমুর আলম খন্দকার দলের জন্য যোগ্য, পরীক্ষিত ও কর্মঠ একজন নেতা। কি করে এলাকার উন্নয়ন করে মানুষের সেবা করা যায় সেটি তার চাইতে আর ভাল কেউ জানেন না। দলের দুঃসময়ে নারায়ণগঞ্জের মাটিতে দলীয় কর্মসূচী পালনসহ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তাঁর রয়েছে বিশাল সুনাম। এলাকার উন্নয়নে বিগত দিনে যার বিশাল ভূমিকা রয়েছে তার মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাবেক সাংসদ একেএম নাসিম ওসমান। তিনি এখানকার উন্নয়নের রোল মডেল। তাঁর আমলে সদর ও বন্দর এলাকায় অভাবনীয় উন্নতি হয়েছে। তিনি সাংসদ নির্বাচিত হয়ে তার নির্বাচনী এলাকার নিচু জমি মাটি দিয়ে ভরাট অযোগ্য এলাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ নিয়েছিলেন। নাসিম ওসমান সাংসদ থাকাকালীন সময়ে দলীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধসহ জাতীয় পার্টিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে নারায়ণগঞ্জবাসীর কাছে পরিচিতি করে তুলেছেন। এমনকি তিনি সাংসদ থাকাকালীন সময়ে এ আসনে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সংগঠিত হয়েছে। পরবর্তীতে সাংসদ থাকাকালীন সময়ে নাসিম ওসমানের অকাল মৃত্যুতে এ আসনের সাংসদ নির্বাচিত হন তার ছোট ভাই একেএম সেলিম ওসমান। তিনিও সাংসদ নির্বাচিত হওয়ার পর পরই প্রয়াত সাংসদ নাসিম ওসমানের অসর্ম্পূনকাজ সমাপ্ত করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেন। বেকারত্ব দূরীকরনের লক্ষ্যে শিল্পপল্লী গড়ে তুলেন। এমনকি এলাকার রাস্তাঘাট সংষ্কার, শিক্ষাক্ষেত্রে তার ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান প্রদানের মাধ্যমে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মেধাবিকালে তার ভূমিকা অনস্বীকার্য। এক কথায় জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমান একজন রোল মডেল। এছাড়া নারায়ণগঞ্জের বিরাজমান রাজনীতিকে কোন্দল ও প্রভাবমুক্ত করার লক্ষ্যে কাজ করে গেছেন। বর্তমান নাসিক মেয়র সেলিনা হায়াত আইভীর সাথে এক টেবিলে বসে নারায়ণগঞ্জের উন্নয়নের প্রশ্নে কাধে কাধ মিলিয়ে কাজের অঙ্গীকারবদ্ধ হওয়া দক্ষ রাজনীতিবীদের প্রশংসার দাবিদার হয়েছেন তিনি। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে দলীয় মনোনয়ন দিলে আওয়ামী লীগ ও বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যে তুমুল প্রতিদ্বন্ধিতা সৃস্টি হবে। সেলিম ওসমান তাঁর কর্মের মাধ্যমে সাধারন মানুষের কাছে অভাবনীয় গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছেন। তাঁকে দলীয় মনোনয় দিলে দল ও নিরপেক্ষ ভোটার টানতে তিনি সক্ষম হবেন। তাতে করে তাঁর বিজয়রথ হয়তো দ্রুত পার হতে পারবে বলে সাধারন মানুষ মনে করেন। অপরদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড.তৈমুর আলম খন্দকারকে এ আসনে আগামী জাতীয সংসদ নির্বাচনে মনোনয়ন দিলে অনায়াসে একজন পরীক্ষিত ও সফল রাজনীতিবিদকে পেয়ে নির্ভার থাকবে। তাঁর বিজয় লাভের ব্যাপারে নিজ দল অবশ্যই শতভাগ নিশ্চিত থাকবে বলে দলের সিনিয়র নেতৃবৃন্দের আশা।

নারায়ণগঞ্জবাসীর দুর্ভোগ এখন বৃষ্টির জলজটে

ডান্ডিবার্তা রিপোর্ট

রাস্তা খোঁড়াখুঁড়ি, জলাবদ্ধতা আর যানজটে নাকাল হতে হচ্ছে নারায়ণগঞ্জবাসীদের। এই তিন যন্ত্রণা যেন নাসিকবাসীর প্রতিবছরের প্রাপ্তি হয়ে উঠেছে। টানা ভারি বর্ষণে নাসিক এলাকা জলে নিমগ্ন। ক্রমেই বৃষ্টি বাড়ছে। একইসঙ্গে বাড়ছে মানুষের দুর্ভোগও। কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর সমান পানিতে থই থই করছে বড় বড় সড়কসহ পাড়া-মহল্লার অলিগলি। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বেড়েছে দুর্ভোগ। ফলে দিশেহারা হয়ে পড়েছে নগরবাসী। গত সোমবার সকাল থেকে চলা অবিরাম বৃষ্টিতে শহরের চাষাড়া, ঢিআইটি, কালিরবাজার, ভন্দর, সিদ্ধিরগঞ্জসহ পুরোএলাকায় হাটু থেকে কোমর পানিতে পরিণত হয়েছে। বিশেষ করে আবাসিক এলাকায় সৃষ্ট এই জলাবদ্ধতায় বিপাকে ফেলেছে প্রয়োজনের তাগিদে বের হওয়া নগরবাসীদের। সড়কজুড়ে হাঁটুসমান পানিতে পথচারী ও যানবাহনের আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার ধারের অনেক বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে গেছে। জলাবদ্ধতার কারণে বেড়ে গেছে রিকশা ভাড়া বৃষ্টির কারণে নারায়ণগঞ্জের সরকারী বিভিন্ন দপ্তরের ভেতরে পানি জমে গেছে। তবে এখনো পর্যন্ত পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেয়নি সংশ্লি কতৃপক্ষ। এদিকে বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা দূর করতে করতে সিটি করপোরেশনে ইমার্জেন্সি টিম মাঠে নামানো হয়েছে বলে জানিয়েছেন নাসিকের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। তিনি বলেন, ‘যেসব এলাকায় বেশি পানি জমে আছে,তা অপসারণের জন্য কর্মীদের মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।’ এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় নারায়ণগঞ্জে ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ বিকেল থেকে বৃষ্টির মাত্রা কমতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গত ১৮ জুলাই থেকে সাগরে এই সংকেত ছিল।

শেষ রাত থেকে টানা বর্ষণে নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে কোথাও হাঁটুপানি, কোথাও কোমর ছাড়িয়েছে। জলজটের সঙ্গে যানজটে নগরজুড়ে ভোগান্তিতে পড়েছে মানুষ। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্নস্থানের মতো নারায়ণগঞ্জেও প্রবল বৃষ্টি হয়েছে। গত রোববার থেকে ভারি বর্ষণ চলছে। টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যানবাহনের গতি কমে সৃষ্টি হচ্ছে জট। বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের জন্য বেহাল রাস্তায় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। এর মধ্যে গণপরিবহন কম থাকায় চরম আকার ধারণ করেছে মানুষের দুর্ভোগ। সকালে বৃষ্টির মধ্যে প্রায় কেউই সময়মত কর্মস্থলে পৌঁছাতে পারেননি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে পঞ্চবটির বাসা থেকে চাষাড়াস্থ অফিসে পৌঁছেতে সময় লেগেছে সোয়া দুই ঘণ্টা। তিনি জানান, ভারি বৃষ্টির কারণে রাস্তায় যানবাহন অন্য দিনের তুলনায় কম। ফলে গাড়ি পেতেই সবার সমস্যা হচ্ছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ সড়কে জলাবন্ধতার কারণে যানজটে আটকে থাকতে হচ্ছে দীর্ঘ সময়।

না’গঞ্জে ফিরছেন জাকির খান!

ডান্ডিবার্তা রিপোর্ট

বেশ কয়েকটি মামলায় দ-প্রাপ্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বহুল আলোচিত জাকির খান নারায়ণগঞ্জে প্রায়শই যাতায়াত করছেন জানিয়েছেন তারই ঘনিষ্টজনেরা। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি নারায়ণগঞ্জের আদালতে আত্মসমর্পন করে জামিন চাইতে পারেন। জাকির খান ইস্যুতে নারায়ণগঞ্জের মানুষ ও নেতাকর্মীদের মধ্যে কী ধরনের ধারণা সেটা জানতেই ইতোমধ্যে তাঁর পক্ষে শুরু হয়েছে প্রচারণা।

সবশেষ গত শনিবার সকালে শহরের দেওভোগে জাকির খানের পক্ষে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয় যেখানে মহানগর বিএনপির ব্যানার থাকলেও সহ সভাপতি সাখাওয়াত হোসেন খান ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পূর্ণাঙ্গ প্রস্তাবিত কমিটিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নাম দিলেও সেখানে মন্তব্য হিসেবে বিরূপ প্রতিক্রিয়া দেখানো হয়েছে। আবুল কালামকে সভাপতি ও এটিএম কামালকে সেক্রেটারী গত ১৩ ফেব্রুয়ারী ২৩ সদস্যের মহানগর বিএনপির কমিটি ঘোষণা করে কেন্দ্র। পরে ওই কমিটিতে পরের ৩০ দিনের মধ্যে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

মহানগর বিএনপির একজন শীর্ষ নেতা জানান, ৩০ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে জাকির খানের নামও আছে। তবে ওই নামের পাশে ‘মামলা ও বিতর্কিত’ লেখা রয়েছে। ওই নেতা জানান, মহানগর বিএনপির কমিটি পরিচ্ছন্ন নেতাদের নিয়েই করতে চাচ্ছেন সভাপতি। এখানে সেক্রেটারীর কোন মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি। তাছাড়া জাকির খানের মত নেতাকেও শুরুতে অবজ্ঞা করা হয়। পরে অন্য নেতাদের সুপারিশে জাকির খানের নাম অন্তর্ভুক্ত করলেও নামের পাশে বিরূপ মন্তব্য দেওয়া হয়। কারণ জাকির খানের কোন দায়িত্ব নিতে রাজী না মহানগর বিএনপির বর্তমান নেতারা।

তাছাড়া ইতোমধ্যে জাকির খানের লোকজন বিষয়টি জানতে পেরে আবুল কালামের বিরুদ্ধে বিবৃতি ও শহরে জুতা মিছিলও করেছে।

বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছেন, জাকির খান নারায়ণগঞ্জে চিরস্থায়ীভাবে ফিরতে যাচ্ছেন। এজন্য সকল প্রস্তুতিও তলে তলে সম্পন্ন হতে যাচ্ছে। একটি প্রভাবশালী মহলের সঙ্গে সমঝোতা করে তিনি নারায়ণগঞ্জ ফিরতে যাচ্ছেন। বিনিময়ে তিনি ওই মহলের ‘পোষ্য’ হিসেবে কাজ করবেন। ইতোমধ্যে এ নিয়ে কয়েক দফা বৈঠকও হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে ভারত ছেড়ে রাজধানী ঢাকাতে অবস্থান করছেন জাকির খান। তিনি সেখানে একটি ফ্ল্যাট বাসায় থাকেন। প্রায়শই তিনি বেশ পাল্টে আসেন শহরের দেওভোগের নিজ বাসায়। মোবাইল ট্র্যাকিং এড়াতে ভাইবার ও ইমোতে হচ্ছে অনুগামীদের সঙ্গে যোগাযোগ।

জাকির খানের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, যেসব মামলায় জাকির খানের দ- হয়েছে সেগুলো থেকে তিনি জামিন নিতে আইনগত প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এসব মামলায় আত্মসমর্পন করে কারাভোগ শেষে সাচ্ছন্দ্যে জীবন যাপন করতে প্রয়োজন ক্ষমতাসীনদের সাপোর্ট। সে কারণেই তিনি চাচ্ছেন মুক্ত বিহঙ্গনে ফিরতে। কারণ ১৪ বছর পর তিনি আত্মগোপনে থাকতে গিয়ে তিনি বেশ মানসিকভাবে বিপর্যস্ত। তাছাড়া মহানগর বিএনপির বর্তমান নেতারাও জাকির খানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে রাজী না।

জানা গেছে, সবশেষ গত বছরের ২৮ জুলাই নারায়ণগঞ্জের পলাতক সন্ত্রাসী জাকির খান সহ তার আরো ৩ সহযোগীকে ৮ বছর সশ্রম কারাদন্ড বহাল রেখেছিল হাইকোর্ট। এর আগে সন্ত্রাসমূলক অপরাধ দমন আইনে নারায়ণগঞ্জ সন্ত্রাসমূলক অপরাধ দমন ট্রাইব্যুনাল জাকির খান সহ ৪ জনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড সহ প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ২বছর করে কারাদন্ডাদেশ দিয়েছিলেন।

মেয়র আইভীর ৩৫টি উন্নয়ন পরিকল্পনার তালিকা প্রকাশ

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ষ্ঠ বাজেট উপস্থাপনায় তিন মেয়াদে ৩৫ উন্নয়ন পরিকল্পনার তালিকা ঘোষণা করেছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল রোববার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ষ্ঠ বাজেট ও বর্তমান পরিষদের প্রথম বাজেট অনুষ্ঠানে ওইসকল পরিকল্পনার কথা তুলে ধরেন মেয়র আইভী। ওই তিনটি মেয়াদের মধ্যে ৫ বছর মেয়াদে ২০টি উন্নয়ন পরিকল্পনা, ১০ বছর মেয়াদে ৭টি উন্নয়ন পরিকল্পনা এবং ২০ বছর মেয়াদে ৮টি উন্নয়ন পরিকল্পনা রয়েছে।

৫ বছর মেয়াদী ২০টি উন্নয়ন পরিকল্পনায় যা রয়েছে

১.উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার জন্য শহরের ৫ নং ঘাট থেকে ইস্পাহানী ঘাট বরাবর শীতলক্ষ্য নদীর উপর সেতু নির্মাণ। ২. সবুজ ও পরিকল্পিত নগর গড়ে তোলার জন্য মাস্টারপ্ল্যান মোতাবেক সড়ক উন্নয়ন, সমন্বিত ড্রেনেজ সিস্টেম, পয়:নিষ্কাশন, জলাধার সংরক্ষণ সংস্কারের ব্যবস্থা গ্রহণ। ৩. বিদ্যমান ছোট, বড় ও মাঝারি সড়কসমূহ সম্প্রসারণ, পুন:নির্মাণ এবং প্রয়োজনে বর্ধিত করা হবে এবং প্রয়োজনীয় ব্রীজ ও কালভার্ট নির্মাণ। ৪. স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার জন্য শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা। ৫. সুপেয় পানি পানের জন্য পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন ৬. সিটি করপোরেশনের নাগরিক সুবিধা সুনিশ্চিত করার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি উন্নয়ন সাধনের মাধ্যমে সব কাজ অটোমেশন করা। ৭. দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ কর্মসূচির পরিধি সম্প্রসারণ করা। ৮. নাসিকের হতদরিদ্র পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বল্প ব্যয়ে আবাসন ব্যবস্থা চালু। ৯. নতুন বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল নির্মাণসহ সিটি সার্ভিস চালুর উদ্যোগ নেয়া। ১০. এনসিসির আয় বৃদ্ধির জন্য নিজস্ব ভূমিতে মার্কেট ও ফ্ল্যাট নির্মাণ এবং কাঁচাবাজারসমূহের উন্নয়ন করা। ১১. কবরস্থান ও শ্মশানের উন্নয়ন করা। ১২. কালচারাল এবং হেরিটেজ পার্কসহ বিনোদনের জন্য শিশু পার্ক নির্মাণ করা। ১৩. স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক, নগর হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা। ১৪. প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানসহ মেডিকেল কলেজ, টেকনিক্যাল কলেজ এবং আর্ট কলেজ প্রতিষ্ঠা করা।  ১৫. ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণের উদ্যোগ নেওয়া ১৬. নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া ১৭. সিটি করপোরেশনের সকল স্তরে সুশাসন নিশ্চিত করা। ১৮. জনসেবা নিশ্চিত করার জন্য তিনটি অঞ্চলে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা। ১৯. সিটি করপোরেশনের প্রতিটি শাখা কম্পিউটারাইজড করা এবং কর্মকর্তা-কর্মচারীদেরকে কম্পিউটার বিষয়ে সময়োপযোগী প্রশিক্ষণ প্রদান করা। ২০. সকল কর্মকর্তা-কর্মচারীদের কাজ মনিটরিংসহ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিদ্যমান সিসি টিভি ক্যামেরার পরিধি বৃদ্ধি করা।

১০ বছর মেয়াদী ৭টি উন্নয়ন পরিকল্পনায় যা রয়েছে

১.আধুনিক সুয়ারেজ সিস্টেম স্থাপন করে ড্রেনেজ সিস্টেমের আরও উন্নতি সাধন করা যাতে কোন প্রকার দূষিত পানি নদীতে পড়তে না পারে। ২. ৩-জ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত তরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে কার্বনমুক্ত, পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা। ৩. শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মুন্সিগঞ্জ মহাসড়কের সাথে সংযোগ স্থাপনকারী সার্কুলার রোড নির্মাণ। ৪. পর্যায়ক্রমে সিটি করপোরেশনের নিজস্ব ভূমিতে আরও আয় বর্ধনমূলক মার্কেট কাম ফ্ল্যাট নির্মাণ করা। ৫. নারায়ণগঞ্জকে মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত করে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন সাধনপূর্বক যানজট মুক্ত নগরী গড়ে তোলা। ৬. শীতলক্ষ্যা নদীর উপর রোপওয়ে এবং ওয়াটার সার্কুলার সার্ভিস চালু করা। ৭. সিটি করপোরেশন এলাকা সম্প্রসারণ করা।

২০ বছর মেয়াদী ৮টি উন্নয়ন পরিকল্পনায় যা রয়েছে

১.দুর্যোগের ঝুঁকি হ্রাস করার নিমিত্তে পানীয় জল হিসেবে ব্যবহারের জন্য ভুগর্ভস্থ পানি ব্যবহার পরিবার করে সার্ফেস ওয়াটার ব্যবহারের জন্য আধুনিক পানি শোধণাগার নির্মাণ করা। ২. গৃহস্থালী এবং পয়:নিস্কাশনের বর্জ্যযুক্ত পানি শতভাগ পরিশোধ করে নদীতে নিস্কাশনের ব্যবস্তা গ্রহণ করা। ৩. ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের জন্য সমন্বিত ইটিপি স্থাপন করা এবং এজন্য সমন্বিত পরিকল্পনা প্রনয়ণ করা। ৪. পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। ৫. শতভাগ শিল্প এবং গৃহস্থালি বর্জ্য পরিশোধনের জন্য সমন্বিত ইটিপি এবং পরিশোধনাগার স্থাপন করা। ৬. সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার জন্যে পানি শোধনাগার নির্মাণ করা। ৭. শীতলক্ষ্যা নদীর পানি দূষণমুক্ত রাখা নিশ্চিত করা। ৮. সিটি করপোরেশনের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা।

রাজউকের বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছে নাসিক

ডান্ডিবার্তা রিপোর্ট

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তথা রাজউকের বিরুদ্ধে আন্দোলনে যাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। শহরের বিভিন্ন জায়গা যেগুলো এখন সিটি করপোরেশনের আওতাধীন আছে সেগুলো বিক্রি কিংবা লিজের উদ্যোগী হওয়া রাজউকের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার সে ঘোষণাও আসছে। ইতোমধ্যে একজন কাউন্সিলর বলেছেন, ‘জীবন থাকতে রাজউকের আগ্রাসান মেনে নিব না’।

২০০৫-৬ সালে নারায়ণগঞ্জে রাউজক বিভিন্ন জমি নিজেদের দাবী করেছিল। ওই সময় থেকেই আন্দোলন শুরু হয় নারায়ণগঞ্জ। চাষাঢ়া শহীদ মিনারে অনশন করেন বিএনপি নেতা ও পরিবেশবাদী সংগঠন নির্ভীকের সমন্বয়ক এটিএম কামাল।

এছাড়া ২০০৭ এ ওয়ান এলেভেন সরকারের সময়েই ঢাকাতে গিয়ে রাজউক কার্যালয় ঘেরাও করেছিল নারায়ণগঞ্জের কাউন্সিলর ও জনগন। ওই সময়ে তাদের উপর লাঠিপেটাও করা হয়।

এরই মধ্যে গতবছর নারায়ণগঞ্জে বেশ তৎপর হয়ে উঠে রাজউক। শহরের বালুর মাঠে সিটি করপোরেশনের ইজারাকৃত ট্যাক্সিস্ট্যান্ড উঠিয়ে দিয়ে সে জায়গা দখল করে নেয় রাউজক। এ অবস্থায় রাজউক ৯টি প্লট ৯৯ বছরের জন্য ইজারা দিতে যাচ্ছে। এজন্য টেন্ডারও আহবান করা হয়েছে। আপাতত শহরের সলিমুল্লা সড়কে চাষাঢ়া হতে খানপুর মেট্রো হল মোড় পর্যন্ত ওই ৯টি প্লট ইজারা দেওয়া হবে। এজন্য শতাংশ প্রতি ৫০ লাখ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। ওই দরপত্র সম্পর্কে জানা গেছে, সলিমুল্লাহ সড়কে ৩নং প্লটে ৩দশমিক ৯২ কাঠা, ৪এ নং প্লটে ২ দশমিক ৭৫ কাঠা, ৫নং প্লটে ৭ দশমিক ৫১ কাঠা, ৬নং প্লটে ৬ দশমিক ৫ কাঠা, ৮ নং প্লটে ৪ দশমিক ৪৯ কাঠা, ১৫এ নং প্লটে ২ দশমিক ৫৬ কাঠা, ১৬নং প্লটে ৪ দশমিক ৬৬ কাঠা, ২১এ প্লট ১ দশমিক ৫৬ কাঠা ৯৯ বছরের জন্য লিজ দিতে নিলামে উঠানো হবে। প্রতি কাঠা ৭৫লাখ দর নির্ধারণ করা হয়েছে যা শতাংশে গিয়ে পড়বে ৫০ লাখ টাকা।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা রাজউকের অবৈধ আদেশ মানি না, মানবো না। বিধি মোতাবেক এই সম্পত্তির মালিক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। অবিলম্বে অবৈধ টেন্ডার বাতিল করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন করবো। প্রয়োজনে রক্ত দিব।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, অনেক কষ্ট করে সিটি করপোরেশনের অনেক জমি উদ্ধার করেছিলাম। কিন্তু রাজউক এখন সেসব জমি নিজেদের বলে বিক্রি করে দিচ্ছে। সিটি করপোরেশন থেকে চাষাঢ়ায় যে হকার্স মার্কেটটি নির্মাণ করা হয়েছে। সেটি বিক্রির জন্য ডেইলি স্টার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে টেন্ডার আহবান করা হয়েছে। এ ব্যাপারে আমি সংসদ সদস্যের সহযোগিতা কামনা করছি উনি যেন সংসদে গিয়ে বিষয়টি উপস্থাপন করেন। নারায়ণগঞ্জের সম্পদ নারায়ণগঞ্জেই থাকতেই হবে। আশা করবো এ ব্যাপারে সংসদ সদস্য সিটি করপোরেশনকে সহযোগীতা করবেন। জমিটি যাতে সিটি করপোরেশনের কাছেই থাকে।