আজ : বুধবার: ৭ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ | ২১ মার্চ ২০১৮ ইং | ২ রজব ১৪৩৯ হিজরী | রাত ৩:১৫
sadinatadibosh-Logo

নূর-তারেক-সাঈদসহ পনের জনের ফাঁসি বহাল

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নূর হোসেন, র্যা ব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেনসহ ১৫ জনের মৃত্যুদ-ের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বাকি ১১ জনের মৃত্যুদ- পরিবর্তন করে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে।
রায়ে যে ২৬ জনের মধ্যে মৃত্যুদ- দিয়েছিল নারায়ণগঞ্জের নিম্ন আদালত তাদের মধ্যে প্রধান চার আসামী সহ ১৫জনের মৃত্যুদ- তথা ফাঁসির আদেশ বহাল রাখে হাইকোর্ট। মৃত্যুদ-প্রাপ্ত বাকি ১১জনকে সাজা কমিয়ে যাবজ্জীবন দ- দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) ও আপিলের ওপর রায় ঘোষণা করেন বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। যদিও নূরের সহযোগিদের ধারনা ছিল উচ্চ আদালতে মৃত্যুদন্ড মওকুফ হবে। কিন্তু তাদের ধারণাসহ সকল হিসাব নিকাশ পাল্টে গেছে।
ফাঁসি ১৫ জন
হাইকোর্টের রায়ে মৃত্যুদ- আসামীরা হলো প্রধান আসামী নূর হোসেন, র্যা বের চাকুরীচ্যুত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা (এমএম রানা), হাবিলদার এমদাদুল হক, ল্যান্সনায়েক বেলাল হোসেন, সিপাহী আবু তৈয়্যব, কনস্টেবল মো: শিহাব উদ্দিন, এসআই পুর্নেন্দ বালা, সৈনিক আবদুল আলীম, ল্যান্সনায়েক হীরা মিয়া, আরওজি-১ আরিফ হোসেন, সৈনিক মহিউদ্দিন মুন্সী (পলাতক), সৈনিক আলামিন শরিফ (পলাতক) ও সৈনিক তাজুল ইসলাম (পলাতক)।
যাবজ্জীবন ১১ জন
এ ১১ জনকে নি¤œ আদালত মৃত্যুদ- দিলেও হাইকোর্ট যাবজ্জীবন কারাদ- প্রদান করে। তারা হলো র্যা বের সদস্য আসাদুজ্জামান নূর, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, রহম আলী, আবুল বাশার, নূর হোসেনের সহযোগী মোর্তুজা জামান চার্চিল, নূর হোসেনের সহযোগি সেলিম, জামালউদ্দিন, এনামুল কবীর, সানাউল্লাহ সানা (পলাতক), শাহজাহান (পলাতক)।
কারাদ- ৯ জনের
অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রেপ্তার আসামিদের মধ্যে করপোরাল রুহুল আমিনের ১০ বছর, এএসআই বজলুর রহমানের ৭ বছর, হাবিলদার নাসির উদ্দিনের ৭ বছর, এএসআই আবুল কালাম আজাদের ১০ বছর, সৈনিক নুরুজ্জামানের ১০ বছর, কনস্টেবল বাবুল হাসানের ১০ বছর কারাদ- হয়েছে। পলাতক আসামিদের মধ্যে হাবিবুর রহমানের ১৭ বছর, কামাল হোসেনের ১০ বছর ও মোখলেসুর রহমানের ১০ বছর কারাদ- হয়েছে। হাইকোর্ট তাদের নি¤œ আদালতের রায় বহাল রেখেছে।
পলাতক, গ্রেপ্তার ও আত্মসমর্পণ
কারাদ- প্রাপ্তদের মধ্যে ৩ জন ও মৃত্যুদ- প্রাপ্তদের মধ্যে ৯জন ছিলেন পলাতক। মৃত্যুদ- প্রাপ্তদের মধ্যে একজন সার্জেন্ট এনামুলক কবিরকে গত ৫ ফেব্রুয়ারী মাগুরা থানা পুলিশ গ্রেপ্তার করে। এছাড়া গত ১২ ফেব্রুয়ারী সৈনিক আবদুল আলীম ও ১৪ ফেব্রুয়ারি ওয়াহিদুজ্জামান সেলিম আদালতে আত্মসমর্পন করেন। ১৭ বছরের কারাদ- প্রাপ্ত কনস্টেবল হাবিবুর রহমান হাবিবকে গত ৩১ মার্চ বরিশাল পুলিশ গ্রেপ্তার করে। ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন নূর হোসেনের ঘনিষ্ট সহযোগী মত্যৃদ-প্রাপ্ত আসামী জামাল উদ্দিন।
পেছনের ঘটনা
গত ১৬ জানুয়ারি সাত খুন মামলার রায় দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যা বের বরখাস্তকৃত তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানাসহ ২৬ জনকে মৃত্যুদ- দেন আদালত। মোট ৩৫ আসামির মধ্যে বাকি নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়।
গত ২২ মে এ মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের শুনানি শুরু হয়। প্রথমে বেশ কয়েকদিন আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করেন। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার যুক্তিতর্ক উপস্থাপন করেন।
শুনানি শেষে গত ২৬ জুলাই রায় ঘোষণার জন্য ১৩ আগস্ট দিন ধার্য করে আদেশ দেন আদালত। এরপর ১৩ আগস্ট আদালত রায় না দিয়ে তারিখ পিছিয়ে ২২ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেন।
আলোচিত সাত খুন নারায়ণগঞ্জের ইতিহাস তো বটেই দেশের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনার একটি। কলংক এটে দেওয়া হয় নারায়ণগঞ্জবাসীর ললাটে। প্রমাণ সহ মারাত্মক প্রশ্নবিদ্ধ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এলিট ফোর্স র্যা ব। ২০১৪ সালের ২৮ এপ্রিল অপহরণের সেই ঘটনা এখনো ভুলতে পারেনি রাজধানী লগোয়া শীতলক্ষ্যার তীরের মানুষ। ঘটনার পর র্যা বের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার, প্রধান আসামী নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা সহ টান টান উত্তেজনায় পার হয়ে গেছে পৌনে তিন বছর।
সেই ঘটনা
২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ করা হয়। একই সময়ে একই স্থানে আরেকটি গাড়িতে থাকা নারায়ণগঞ্জ আদালতের প্রবীণ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার চালককে অপহরণ করা হয়। ঘটনার তিন দিন পর বন্দর উপজেলা শান্তির চর এলাকায় শীতলক্ষ্যা থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাত জনের লাশ উদ্ধার করা হয়। প্রত্যেকের পেটে ছিল আঘাতের চিহ্ন; প্রতিটি লাশ ইটভর্তি দুটি করে বস্তায় বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছিল।
ওই ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম। তিন জন তদন্তকারী কর্মকর্তার ১১ মাসের দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ৮ এপ্রিল ভারতের কলকাতায় গ্রেপ্তার নূর হোসেন, র্যা বের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ ৩৫জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এজাহারভুক্ত ৫ আসামি অব্যাহতির আবেদন করা হয়। মামলায় ১২৭ জনকে সাক্ষী করা হয়। ১৬২ ধরনের আলামত উদ্ধার দেখানো হয়েছে। ২০১৪ সালের ১৪ জুন রাতে কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে কৈখালি এলাকার একটি বাড়ি থেকে নূর হোসেন ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ। পরে ওই বছরের ১৮ আগস্ট নূর হোসেন, ওহাদুজ্জামান শামীম ও খান সুমনের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বারাসাত আদালতে অভিযোগপত্র জমা দেয় বাগুইআটি থানা পুলিশ। ২০১৫ সালের ১২ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ দমদম কারাগার কর্তৃপক্ষ নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। ১৩ নভেম্বর নারায়ণগঞ্জ আদালতে উপস্থাপন করা হয় নূর হোসেনকে। গ্রেপ্তারকৃত ২৩ জনের উপস্থিতিতে ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে চার্জ গঠন সম্পন্ন হয়। শুনানীর সময়ে আসামী পক্ষের আইনজীবীরা ২৩ জনের অব্যাহতি আবেদন করলেও আদালতে সেটা নাকচ করে দেন। পলাতক ১২ জন সহ সাত খুনের দুটি মামলায় অভিযুক্ত ৩৫ জনের সকলের বিরুদ্ধেই আদালতে চার্জ গঠন করা হয়। ফলে ১২জনের অনুপস্থিতিতেই মামলার বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ১২ জনের পক্ষে ৫জন আইনজীবী নিযুক্ত করেন রাষ্ট্রপক্ষ।

শিক্ষার্থীকে পায়ে দড়ি বেঁেধ শাস্তি

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুরে কমর আলী হাই স্কুল এন্ড কলেজে স্কুল ফাকি দেয়ার অপরাধে দড়ি দিয়ে পা বেধে দাড় করে রাখার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, স্কুলের ৯ম শ্রেনীর ছাত্র মাহাফুজ গত রবিবার স্কুলে না এসে সস্তাপুর মোড়ে কাজী স্টোরে আড্ডা মারছিল। এ সময় কলেজ শাখার প্রভাষক আল মামুন দেখে মাহাফুজকে ধরে জিজ্ঞাসা করে কেন স্কুলে যায়নি। তখন মাহাফুজ জানায় সে ব্যাচ পড়তে এসেছে। শিক্ষক আল মামুন মাহাফুজের মা- বাবার মোবাইল নাম্বার চাইলে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শিক্ষক আল মামুন মাহাফুজকে স্কুলে নিয়ে পায়ে দড়ি দিয়ে বেধে মাঠে দাড় করিয়ে রাখে। অথচ সরকারী ভাবে নিষেধ আছে কোন ছাত্রকে শারিরীক ও মানসিক নির্যাতন করা যাবেনা। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আল মামুন বলেন, স্কুল ফাকি দিয়ে আড্ডা মারায় কাজী স্টোর হতে ধরে এনে একটু শাস্তি দেয়া হয়েছে যেন অন্যরা ভয় পায় এবং স্কুল না পালায়। এ ব্যাপারে কমর আলী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র নাথ ভদ্র বলেন, যখন ঘটনা ঘটে আমি স্কুলে ছিলাম না ঘটনাটি সর্ম্পকে পরে শুনেছি। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফি জুলি বলেন, আমাকে কেউ জানায় নি। এই মাত্র জানলাম বিষয়টি দেখবো। উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ বলেন, শিক্ষা অফিসার ঘটনা তদন্ত করে জানালে ব্যবস্থা নিব।

অবৈধ গরুর হাট বসানোর চেষ্টা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
অবৈধভাবে গরুর হাট দেওয়ার চেষ্টা করছেন সেভেন মার্ডার মামলার ফাঁসির দন্ড প্রাপ্ত আসামী নূর হোসেনের অন্যতম উপদেষ্টা সেই বহুল আলোচিত সাদেকুর রহমান সাদেক। নূর হোসেনকে কূপরামর্শ দিয়ে বিভিন্ন সময় নূর হোসেন থেকে অর্থ হাতিয়ে নেয়া সাদেকুর রহমান গত কয়েকদিন যাবত সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নং ওয়ার্ডের তাজ জুট এলাকায় অবৈধভাবে গরুর হাট দেওয়ার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এ উপলক্ষ্যে তাজ জুট মিলের সামনে বাঁশ দিয়ে গেইট তৈরীর জন্য গত সপ্তাহে দুই পাশে দুইটি করে চারটি বাঁশ দাঁড় করিয়ে রাখেন। বাকী কাজ শীঘ্রই শুরু করবেন বলে তার সাঙ্গপাঙ্গরা জানিয়েছেন। হাট উপলক্ষ্যে বর্তমানে তাজ জুট এলাকায় বহিরাগত লোকদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় ঐ এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেকুর রহমান সাদেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ওরফে পিচ্চি নজরুলকে সঙ্গে নিয়ে ইতোমধ্যে তাজজুট এলাকায় অবৈধ হাট দেয়ার জন্য অনেক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন। আদমজী জুট মিলের রিয়াজ উদ্দিন রেণুর সংগঠনের নেতা ছিলেন সাদেকুর রহমান। নেতাদের কারণে লোকসানের অজুহাতে আদমজী জুট মিল বন্ধ হয়ে পড়লে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় আস্তানা করে সাদেকুর রহমান সাদেক। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহণ করার পর নূর হোসেন এলাকায় ফিরে আসলে তার উপদেষ্টা বনে যায় সাদেকুর রহমান সাদেক। নূর হোসেন দিতে থাকে অনেক কূবুদ্ধি। বিনিময়ে নূর হোসেন থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় সাদেকুর রহমান সাদেক। সেভেন মার্ডারের পর নূর হোসেন ভারতে পালিয়ে গেলে গা ঢাকা দেয় সাদেকুর রহমান সাদেকও। পরবর্তীতে সে এলাকায় ফিরে আসলে একদিন চিটাগাং রোডের ডাচ বাংলার পিছনে একটি চায়ের দোকানে বসা থাকাবস্থায় সাদেককে শারীরিকভাবে লাঞ্চিত করেন সেভেন মার্ডারে নিহত নজরুল ইসলামের শ্যালক সাইদুর। সেই থেকে লজ্জা পেয়ে কিছুদিন আত্মগোপনে থাকে সাদেকুর রহমান সাদেক। একপর্যায়ে পূণঃরায় এলাকায় ফিরে আসে সাদেকুর রহামন সাদেক। পরবর্তীতে তিনি নিজের বিভিন্ন সুবিধার জন্য একেক বার সিদ্ধিরগঞ্জের একেক নেতার আশ্রয়ে যায়। নিজের স্বার্থের জন্য কখনো তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতির পিছনে কখনো সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, কখনো যুবলীগ নেতা মতিউর রহমান মতি এবং কখনো তাজিম বাবুর সাথে অন্তরঙ্গতা করেন সাদেকুর রহমান সাদেক। বর্তমানে তিনি নিজের অর্থনৈতিক স্বার্থের জন্য সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নং ওয়ার্ড এলাকার তাজ জুট মিল এলাকায় অবৈধ গরুর হাট দেয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে। এতে তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের যুবলীগ সভাপতি নজরুল ইসলম ও শিমরাইল মোড়ে চাঁদাবাজীর অভিযোগে ইতিপূর্বে র্যা বের হাতে গ্রেফতার হওয়া জহিরের সাথে আন্তরিকতা গড়ে তোলে। একপর্যায়ে তিনি ঐ এলাকায় বহিরাগত ক্যাডারদের জড়ো করতে থাকে বলে জানায় এলাকাবাসী। তাজ জুটের পাশেই নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিল মাঠে নাসিক থেকে বৈধ হাট দেয়া হয়েছে কিছুদিন পূর্বে। কিন্তু এ হাটের পিছনেই অবৈধভাবে আরেকটা হাট দেয়ায় পায়তারাকে এবং এ এলাকায় বহিরাগত ক্যাডারদের জড়ো করার ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। এলাকায় শান্তি ও সুন্দর আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এলাকাবাসী এ ঘটনায় প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, গত বছর গরুর হাট ও বালু ভরাটের ভাগ নিয়ে হাতাহাতি করেছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেকুর রহমান ও প্রচার সম্পাদক তাজিম বাবু। তাদের হাতাহাতি থামাতে অনেক বেগ পেতে হয়েছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানকে। গত বছরের ৫ অক্টেবর দিবাগত রাত ৮ টায় এ ঘটনা ঘটে সিদ্ধিরগঞ্জপুল এলাকার সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ কার্য্যালয়ে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে।

রায়ের বিরুদ্ধে আপিল করবেন নূর হোসেন

ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে রায় পড়া শুরু হয়। বেলা ১টায় এক ঘণ্টার জন্য বিরতিতে যান আদালত। বিরতির পর বেলা সোয়া ২টা থেকে ফের রায় পড়া শুরু করেন বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম। আলোচিত মামলার শুনানি শেষে গত ২৬ জুলাই রায় ঘোষণার জন্য ১৩ আগস্ট দিন ধার্য করে আদেশ দিয়েছিলেন আদালত। এরপর ১৩ আগস্ট আদালত রায় না দিয়ে তারিখ পিছিয়ে গতকাল মঙ্গলবার রায় ঘোষণার দিন ঠিক করেন। প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নাসিক কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তিনদিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে ছয়টি মরদেহ। পরদিন মেলে আরেকজনের মরদেহ। নিহত অন্যরা হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম। ঘটনার একদিন পর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা (পরে বহিষ্কৃত) নূর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

নিতাইগঞ্জে আবারও লোড আনলোড শুরু

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের অন্যতম বাণিজ্যিক শহর নিতাইগঞ্জের মূল সড়কটিতে ট্রাকে করে লোড-আনলোড সহ ট্রাক পার্কিংয়ের দৃশ্য অহরহ দেখা যাচ্ছে। মাসের শুরুতে এমপি সেলিম ওসমানের তত্ত্বাবধায়নে জনস্বার্থে ট্রাক স্ট্যান্ডটি সরিয়ে দেয়া হলেও কিছুদিন পার হতেনা হতে আবারো স্ট্যান্ডের সেই পুরনো দৃশ্যের অবতারণা ঘটতে যাচ্ছে। এতে করে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ লক্ষ্য করা গেছে। সম্প্রতি দুপুরে শহরের নিতাইগঞ্জ ও নিমতলা এলাকা সরেজমিনে ঘুরে এসব তথ্য পাওয়া যায়। সরেজমিনে ঘুরে দেখা গেছে, শহরের নিতাইগঞ্জ এলাকার মন্ডলপাড়া পুল থেকে শুরু করতেই চালের পাইকারী দোকানের সামনে একটি ছোট পিক আপ ভ্যান দাঁড় করিয়ে রাখতে দেখা যায়। এরপর ফায়ার সার্ভিস অফিসের পাশে দুটি ট্রাক পাশাপাশি দাঁড় করিয়ে রাখতে দেখা যায়। প্রথম ট্রাকটি মালামাল বিহীন খালি থাকলেও পেছনের ছোট ট্রাকটিতে ৮-১০ বস্তা দিয়ে ট্রাকের আংশিকটা পূর্ণ অবস্থায় পার্কিং করে রাখতে দেখা যায়। এরপর একটু সামনে যেতেই ওয়ালটন ফ্রিজের শো রুমের সামনের সড়কে ট্রাক থেকে মালামাল আনলোড করা হচ্ছিল। ১শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাহালের পাশে হাজী আলাউদ্দিন অ্যান্ড সন্স চাইলের পাইকারী দোকারেন সামনের সড়কে একটি ছোট ট্রাকে করে মালামাল লোড করা হয়। আরো একটু সামনে যেতে দেখা গেল, নিতাগঞ্জের মূল সড়কের শেষ প্রান্তে দুটি ট্রাকে করে মালামাল লোড-আনলোড করা হচ্ছিল। কিন্তু সামনে যেতেই ট্রাকগুলো চলে যায়। এরপর নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকা দিয়ে প্রবেশ করতে গিয়ে দেখা যায় ট্রাকে করে লোড-আনলোডের চিত্র। নিতাইগঞ্জের শুধুমাত্র এই স্থানটি নয়, ফায়ার ঘাট, দাদা ঘাট, কেরোসিন ঘাট সহ পুরো নিতাইগঞ্জের এলাকা জুড়ে ট্রাকে করে দিনের বেলা লোড আনলোড চলছে। এছাড়া অযথা ট্রাক পার্কিয়ের দৃশ্য চোখে পড়ে। এছাড়া নিমতলা এলাকার প্রধান সড়কে দুই পাশে অবৈধভাবে ট্রাক পার্কিং করে রাখা হয়েছে। প্রধান সড়কের দুই-তৃতীয়াংশ জুড়ে ট্রাক পার্কিং করে রাখা হয়েছে, যেকারণে প্রায়শই এই সড়কটি দিয়ে যানজটের সৃষ্টি হয়।
প্রসঙ্গত এ মাসের শুরুতে এমপি সেলিম ওসমান সকল ব্যবসায়ী সংগঠন সহ প্রশাসনকে নিয়ে নিতাইগঞ্জের গলারকাটা ট্রাক স্ট্যান্ডটি সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর স্ট্যান্ডটি সরিয়ে দেয়া হলেও কিছুদিন কাটতে না কাটতে আবারো মূল সড়ক সহ পুরো নিতাইগঞ্জ এলাকা জুড়ে ট্রাক স্ট্যান্ডটি আবারো ফিরে আসতে দেখা যায়। এতে করে এলাকাবাসীদের মধ্যে আবারো চরম ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে এলাকাবাসীরা ক্ষোভ জানিয়ে বলেন, ‘আবারো নিতাইগঞ্জের মূল সড়কে দিনের বেলা ট্রাকে করে লোড আনলোড সহ পাকিং করে রাখা হচ্ছে। এরা এত সহজে এখান থেকে যাওয়ার লোক না । তাই ওরা আবারো ফিরে এসেছে। এতো কিছু করার পরও স্ট্যান্ডটি কিভাবে আবার ফিরে আসে ঠিক বুছিনা। আমরা চাই, এই স্ট্যান্ডটি নিয়ে যেন কোন রকমের টালবাহানা না করা হয়। এটি যেন পুরোপোরিভাবে সরানো হয়।’

নূর হোসেন এখন মৃত্যুর প্রহর গুনছে

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নূর হোসেন, র্যা ব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেনসহ ১৫ জনের মৃত্যুদ-ের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বাকি ১১ জনের মৃত্যুদ- পরিবর্তন করে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে।
ভিন্ন এক রাজ্যের রাজা ছিলেন আলোচিত ৭ খুনের মামলার প্রধান আসামী নাসিকের বরখাস্তকৃত ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের বহিস্কৃত সহ সভাপতি নূর হোসেন চেয়ারম্যান। তার সা¤্রাজ্যে হাত বাড়ালেই মিলতো মাদক। কাউন্টার বসিয়ে বিকিকিনি হতো ফেনসিডিল, বিয়ার, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক। ছিল মিনি পতিতালয়ও। কয়েকটি জলসাঘরে ছিল প্রভাবশালীদের মনোরঞ্জনের সবধরনের ব্যবস্থা। চলতো জুয়ার আসর সঙ্গে যাত্রার নামে অশ্লীল নৃত্য। তাকে চাঁদা না দিয়ে ঘুরতো না কোন গাড়ির চাকা। চাঁদা নিয়ে লুকোচুরি হলে পরিবহন মালিকদের দেয়া হতো দন্ড। ফুটপাতের হকার থেকে শুরু করে শিল্পপ্রতিষ্ঠান এমনকি খাবার হোটেল থেকেও চলতো নিয়মিত চাঁদা আদায়। তার চলাফেরাও ছিল অনেকটা রাজকীয় স্টাইলে। নূর হোসেন যেখানেই যেতো সঙ্গে থাকতো তার বিশাল গাড়িবহর। যাতে থাকতো অন্তত ১৫ থেকে ২০টি গাড়ি। সঙ্গে বৈধ-অবৈধ অস্ত্রের বিশাল ভান্ডার। নিজের অনুগত ক্যাডার বাহিনীর সঙ্গে প্রশিক্ষিত গানম্যানতো থাকতোই। জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির নীতি নির্ধারনী পর্যায়ের লোকজন ছিল তার পকেটের লোক। তার সা¤্রাজ্যে অভিযান চালানোতো দূরের কথা বরং প্রশাসনকে ম্যানেজ করেই সবকিছু চলতো। রাজনৈতিক একাধিক শীর্ষ নেতা থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পদস্থরাও তার জলসাঘরের নিয়মিত অতিথি হিসেবে থাকতো। সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, ট্রাক স্ট্যান্ড, সিদ্ধিরগঞ্জ হাউজিং, কাঁচপুরের বালুমহাল, মৌচাক, বিদ্যুৎকেন্দ্র, আদমজী ইপিজেড পর্যন্ত বিস্তৃত ছিল নূরের সা¤্রাজ্য। কাউন্সিলর হলেও যাকে হোসেন চেয়ারম্যান হিসেবেই চিনতো। কেউ কেউ আড়ালে ডাকতো নব্য এরশাদ শিকদার হিসেবে।
যেভাবে উত্থান
স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে ১৯৮৫ অথবা ১৯৮৬ সালের ঘটনা। সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ইকবাল গ্রুপের ট্রাকের হেলপার হিসেবে কর্মজীবন শুরু করেন নূর হোসেন। পরবর্তীতে ড্রাইভারি শিখে একই গ্রুপে চাকরি করেছেন। ১৯৮৮ সালের দিকে শিমরাইলে আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের কার্যক্রম চালু করেন দাইমুদ্দিন নামক এক ট্রাক ড্রাইভার। তার হাত ধরেই নূর হোসেন হেলপার হিসেবে যোগ দিয়েছিল ইকবাল গ্রুপে। ১৯৮৯ সালের দিকে দাইমুদ্দিনকে বের করে দিয়ে শ্রমিক ইউনিয়নের দখল নেয় নূর হোসেন। যোগ দেয় জাতীয় পার্টিতে। কিন্তু ১৯৯১ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করে হয়ে যায় বিএনপির নেতা। গঠন করে সন্ত্রাসী বাহিনী।
দুর্নীতির অভিযোগ থাকলেও ছিল বহাল তবিয়তে
১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিদ্ধিরগঞ্জ এলাকার অপরাধ জগতের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত হয়ে ওঠেন নূর হোসেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় তার পরিচয় হয় হোসেন চেয়ারম্যান হিসেবে।
অনুসন্ধানে জানা গেছে, ইউপি চেয়ারম্যান থাকাকালে এলাকার স্থাবর সম্পত্তি বিক্রি, রাস্তায় ইট বিছানোর নামে পরিষদের তহবিল তসরুপ, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো অর্থ ও ত্রাণসামগ্রীর আত্মসাতসহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ জন্য অন্তত অর্ধশত বার তদন্ত হয়েছে। তদন্তে অভিযোগও প্রমাণিত হয়েছে। তাতে অবশ্য কিছুই হয়নি নূর হোসেনের। সে সময় ইউপি চেয়ারম্যান থেকে তার অপসারণ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশও করেছে তদন্ত টিম। ২০০১ সালের সংসদ নির্বাচনের পরই গা-ঢাকা দেয় হোসেন চেয়ারম্যান।
১৯৯২ সালের সিদ্ধিরগঞ্জ ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হন নূর হোসেনসহ ১৩ জন। শক্তিশালী প্রার্থী সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলামকে পরাজিত করতে মাঠে নামেন সাবেক এমপি গিয়াসউদ্দিন। দলবল নিয়ে পক্ষ নেয় নূর হোসেনের। দুই-আড়াইশ ভোটের ব্যবধানে নূর হোসেন জয়ী হয়। প্রভাব বিস্তার করে পুরো সিদ্ধিরগঞ্জে। ৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপি প্রার্থী হিসেবে পরবর্তী ইউপি নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রার্থী হন নূর হোসেন। আওয়ামী লীগ থেকে শামীম ওসমান প্রার্থী দেয় নজরুলকে। কিন্তু নূর হোসেন জয়ী হয়ে হাত মেলায় শামীম ওসমানের সঙ্গে। হয়ে যায় আওয়ামীলীগার। শুরু হয় নূর হোসেন চেয়ারম্যানের ডন হিসেবে আবির্ভাব।
আগেও ইন্টারপোলের রেড ওয়ারেন্টভুক্ত ছিল সে
নূর হোসেন ওরফে হোসেন চেয়ারম্যান ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। ২০০৭ সালের ১২ মার্চ আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে তার বিরুদ্ধে লাল নোটিস জারি করে। অবশ্য এর অনেক আগেই (২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর পরই) হোসেন চেয়ারম্যান তার বাহিনী নিয়ে ভারতে পালিয়ে যান। ২৩ মামলার গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘ সাত বছর হোসেন চেয়ারম্যান তার দলবল নিয়ে ভারতেই ফেরারি জীবন কাটায়। একটি মামলার রায়ে তার অনুপস্থিতিতে সাড়ে তিন বছরের কারাদন্ডও হয়েছিল।
আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে দেশের শাসন ক্ষমতায় আসলে হোসেন চেয়ারম্যানের ফেরারি জীবনের ইতি ঘটে। ২০০৯ সালের ২০জুন হোসেন চেয়ারম্যান ফেরেন নিজ এলাকা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।
এইচটি ইমামের সেই চিঠিতে বদলে যায় নূরের ভাগ্য
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম তার অতি জরুরী চিঠিতে নূর হোসেনকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন ‘ত্যাগী’ নেতা হিসেবে উল্লেখ করেছিলেন। এছাড়া নূর হোসেনকে সিদ্ধিরগঞ্জ পৌরসভার প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বরাবর। অনুলিপি দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর ও স্বরাষ্ট্রসচিব বরাবরে। যদিও ওই সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের বিরোধীতার কারণে নূর হোসেনের সিদ্ধিরগঞ্জ পৌরসভার প্রশাসক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। তবে ‘ত্যাগী আওয়ামীলীগ’ নেতা হিসেবে দেওয়া ওই চিঠির বদৌলতে বদলে যায় নূর হোসেনের ভাগ্য। ওই চিঠির বদৌলতে ২০১১ সালের ৪ মে নূর হোসেনের ইন্টারপোলের রেড ওয়ারেন্ট প্রত্যাহার করা হয়। প্রশাসনের বিভিন্ন সেক্টরে বাড়তে থাকে তার আধিপত্য। শুরু করে বেপরোয়া চাঁদাবাজী, দখলবাজী, টেন্ডারবাজি, ভূমিদস্যুতা ও কাউন্টার বসিয়ে প্রকাশ্যে মাদক বিকিকিনির মহোৎসব। প্রশাসনের লোকদের ম্যানেজ করে নিজের নামে দু’টি ও বাহিনীর নামে আরো ৯টি সহ মোট ১১ টি অস্ত্রের লাইসেন্স (পরে বাতিলকৃত) নিয়েছিল নূর হোসেন। এছাড়া অবৈধ অস্ত্রতো ছিলই।
সিদ্ধিরগঞ্জের সর্বত্র ছিল নূর হোসেনের চাঁদাবাজি
শিমরাইল ট্রাক টার্মিনাল থেকে প্রতিটি গাড়ির ট্রিপ বাবদ আদায় ৩৫০ টাকা চাঁদা আদায় করতো নূর হোসেন। সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৮টি জেলার প্রায় ৭০টি রুটের শতাধিক বাস কাউন্টার থেকে দৈনিক ৩০০ টাকা চাঁদা আদায় করা হতো। বেবি ট্যাক্সি, সিএনজি, টেম্পো স্ট্যান্ড, দুরন্ত পরিবহন, শীতলক্ষ্যা পরিবহন, নসিব পরিবহনসহ প্রতিটি পরিবহনের গাড়ি থেকে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত দিতে হতো। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (বি-৪৯৪) এর শিমরাইল পূর্বাঞ্চলীয় কমিটির রশিদে এ চাঁদাবাজী হতো। সংশ্লিষ্টদের মতে, প্রতি মাসে পরিবহন থেকে অন্তত ৪০ লাখ টাকার উপরে চাঁদা আদায় করা হতো। ফুটপাথের চাঁদাবাজি নিয়ন্ত্রন করতো নূর হোসেনের বিশ্বস্ত ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি পরিচয়দানকারী সেলিম রেজা। সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ও এর আশপাশ এলাকায় গড়ে ওঠা ১৪টি চুন উৎপাদনকারী কারখানা থেকে মাসে অন্তত ৪০ লাখ টাকা চাঁদা আদায় করতো নূর হোসেন। মন প্রতি ৩০ টাকা চঁাঁদা দিতে হতো নূর হোসেনকে। সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে নদী দখল ও ভরাট করে বালুর সা¤্রাজ্য গড়ে তুলেছিল নূর হোসেন ও তার ছোট ভাই নূরুজ্জামান জজ।
যে রকম ছিল নূর হোসেনের বাড়ি
শিমরাইল টেকপাড়া এলাকায় সড়ক সংলগ্ন অন্তত ১৫ কাঠার উপরে নূর হোসেনদের ৩টি দোতলা বাড়ি ও একটি নবনির্মিত ৭ তলা আলিশান বাড়ি। প্রবেশপথের একপাশে মাছের বাজার অন্যপাশে মসজিদ ও পুকুর। প্রবেশপথের দুপাশেই সারি সারি নারিকেল গাছ। সামনের পুকুর পাড় নানান ধরনের সৌন্দর্যবর্ধক গাছের সমারোহ। মূল ফটক পেরুতেই যে দোতলা বাড়িটিতে নূর হোসেন থাকতেন তার সামনে বিদেশী পাখির মিনি জাদুঘর। যাতে ছিল অন্তত ৩৬ প্রজাতির পাখি। খাঁচার পাখিগুলোর মধ্যে লাখ টাকার পাখিও দেখা গেছে। এর ঠিক পাশেই ছিল সারিবদ্ধ খোপে ৩ শতাধিক কবুতর। দোতলা ৩টি বাড়ির বাউন্ডারীর ঠিক পেছনেই ছিল নব নির্মিত আলিশান ৭ তলা ভবন।
জলসাঘরে চলতো অপকর্মের শলাপরামর্শ
২০১১ সালের ৩০ অক্টোবর নারায়নগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের জন্য দেয়া হলফনামায় নিজেকে মৎস্য ব্যবসায়ী হিসেবে তার বাৎসরিক আয় দেখিয়েছিলেন মাত্র ১৩ লাখ ৮৮ হাজার টাকা। নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করলেও পরবর্তীতে উচ্চ আদালত থেকে রায় এনে অবৈধ টাকার জোরেই কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন নূর হোসেন। শিমরাইলের টেকপাড়ার বাড়ির পিছনে প্রায় ৪০ বিঘা জমি নিয়ে ছিল মৎস্য খামার। এই খামারের মালিকদের বঞ্চিত করে নূর তার সহযোগী সুকশি এলাকার মনিরকে দিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে চাষ করে আসছিল। এই খামারের মধ্যে পানির ওপরে গড়ে তোলা ‘জলসাঘরে’ বসে নানা ধরনের অপকর্মের শলাপরামর্শ করতো নূর হোসেন ও তার বাহিনী। এছাড়া নূরের নির্দেশে ডিএনডি বাঁধও আটকে মাছ চাষ করে আসছিল মনির। অথচ ডিএনডি বাঁধে মাছ চাষের জন্য বরাদ্দ পায় মারিয়া ট্রেডার্স। এই মৎস্য খামারের সংলগ্ন একটি টিনসেড ঘরে বিক্রি হতো বিভিন্ন ধরনের মাদক। আর দেয়ালের ছিদ্র দিয়ে সরবারহ করা হতো মাদকসেবী ক্রেতাদের।
নূরের যতো সম্পদ
জানা গেছে, হলফনামায় নিজেকে মাছ ব্যবসায়ী পরিচয় দিলেও অঢেল সম্পদ করেছেন নূর হোসেন। শিমরাইলে ১১ শতাংশ জমির ওপর প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৫ তলা ফ্ল্যাট নির্মাণ করেছেন নূর হোসেন। এই ফ্ল্যাটের উপরের দুইতলায় করেছেন অত্যাধুনিক বিলাসবহুল ডুপ্লেক্স। এই বাড়িটিতে ব্যবহার করেছেন ইটালি থেকে আমদানি করা ব্রাউন কালার থাই গ্লাস। স্যানিটারি পণ্য দিয়েছেন ইটালি ও ভারতের। টাইলস এবং মার্বেল দিয়েছেন চীন ও নেপালের। ঝাড়বাতি দিয়েছেন জার্মানি থেকে আমদানি করা। শিমরাইলে ১০ শতাংশ জমির ওপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি ৬ তলা বাড়ি, ১০ তলা ফাউন্ডেশন দিয়ে ৬ তলা ভবন, রসুলবাগে সাড়ে ৮ কাঠা জমির ওপর ৭ তলা ভবনসহ ৫টি বিলাসবহুল বাড়ি ও ৪টি ফ্ল্যাটের মালিক নূর হোসেন। তার বাড়িগুলোতে জার্মান, চীন, ভারত ও নেপাল থেকে আমদানি করা স্যানিটারি সামগ্রী, টালইসসহ অত্যাধুনিক সব আসবাবপত্র ফিটিংস রয়েছে।
নূর হোসেনের মালিকানায় রাজধানীর গুলশান-২-এ রয়েছে ২টি ফ্ল্যাট। গুলশান লেকের অপজিটে ৩৬০০ স্কয়ার ফুটের ফ্ল্যাট দুটিতে বসবাস করতেন নূর হোসেন। এছাড়া বনানী ও ধানম-িতে আরও ২টি ফ্ল্যাট রয়েছে তার। নূর হোসেনের ঘনিষ্ঠজনদের দাবি ৪টি ফ্ল্যাটের গড় মূল্য অন্তত ৮ কোটি টাকা। এছাড়া স্থানীয়দের দাবি অন্তত ৫০ বিঘা জমির মালিক নূর হোসেন। এরমধ্যে বেশ কিছু সরকারী সম্পত্তিও রয়েছে। সিদ্ধিরগঞ্জ আঁটি মৌজায় ২ বিঘা জমি, আঁটি মৌজায় ৪২৮ দাগে ৩০ শতাংশ জমি, সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ের উল্টো পাশে ৪ বিঘা সরকারি জমি, সানারপাড় এলাকায় ৪ বিঘা জমি রয়েছে। স্থানীয়দের দাবি অনেককেই অস্ত্রের মুখে কম দামে জমি বিক্রি করতে বাধ্য করতেন নূর হোসেন। ডেমরা কলেজ সংলগ্ন আফজাল ডকইয়ার্ডে ৪ কোটি টাকা ব্যায়ে ৪টি জাহাজ তৈরীর অর্ডার দিয়েছিল নূর হোসেন। দু’টি ছিল নূর হোসেনের ভাইয়ের নামে ও অপর দু’টি ছিল তার সহযোগী মতিনের নামে। আফজাল ডকইয়ার্ডের মালিক আফজাল হোসেন মুঠোফোনে জানান, ৩ মাস পূর্বে ৪ কোটি টাকা ব্যায়ে ৪টি জাহাজ নির্মাণের অর্ডার দেয়া হয়েছিল। এর মধ্যে দু’টি ছিল নূর হোসেনের এক সহোদরের নামে। অপর দু’টি ছিল কুতুবপুরের মতিনের নামে। এর মধ্যে চারটি জাহাজের নির্মাণ কাজই দুই তৃতীয়াংশ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

হিজড়াদের অনুদান দিলেন জেলা প্রশাসক

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, ‘কোন বিভাজন নয়, মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে হবে, সবার আগে পরিচয় আমরা মানুষ। নারী, পুরুষ কিংবা হিজাড়াকে শব্দ দ্বারা বিভাজন করা চলবে না। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের আচরণ, ব্যবহারও শ্রেষ্ঠ হতে হবে। সকলকে সম্মান করতে হবে। কারণ কাউকে সম্মান করলেই আমি সম্মান পেতে পারি। আপনাদের যে কোন সমস্যায় আমাকে অবহিত করলে সে যেই হোক আমি সাথে সাথে পদক্ষেপ নিব। সৃষ্টিকর্তা ব্যতিত আমি কাউকে ভয় পাই না। আপনাদের ঐক্যবদ্ধ আবাসস্থল সৃষ্টিতে অচিরেই জেলা প্রশাসন নির্দিষ্ট একটি সরকারি জায়গা বরাদ্দের ব্যবস্থা করবে।’ গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সার্কিট হাউজের সম্মলন কক্ষে উদ্যোগে ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৬-১৭ অর্থ বছরের প্রশিক্ষণে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাব্বী মিয়া। এসময় ৫০ জন হিজড়ার পত্যেককে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক মো. হেলাল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. এহসানুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ছরোয়ার হোসেনসহ শতাধিক হিজার জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।

নাশকতার প্রস্তুতি কালে র্যা বের হাতে অস্ত্রসহ তিন জেএমবির সদস্য গ্রেফতার

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর ও রূপগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের তিন সক্রিয় সদস্যকে গতকাল মঙ্গলবার ভোর রাতে র্যা ব-১১ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে অস্ত্র গুলি ও জঙ্গিবাদি বই লিফলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতার কৃতরা র্যা বের কাছে স্বীকার করেছে নাশকতার উদ্দেশ্যে তারা মিলিত হচ্ছিল। নারায়ণগঞ্জে জেএমবির বর্তমান আমির সালাউদ্দিনের একাধিক অনুসারী আত্ম গোপনে রয়েছে বলে গ্রেফতার কৃতরা স্বীকার করেছে। গ্রেফতার কৃতরা হলো- ঢাকা কেরানীগঞ্জ এলাকার আবদুর রহমান ওরফে সুফিয়ান ওরফে রুবেল (২৭), চাঁদপুর শাহরাস্তি উপজেলার মোহাম্মদ ইমাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু উমামা আল বাহিরী (২৬) ও ময়মনসিংহ সদর উপজেলার সৈয়দ রায়হান আহমদ ওরফে নাসির (৩০)।
র্যা ব-১১ সিও লে. কর্ণেল কামরুল হাসান জানান, সোমবার ২১ আগস্ট সন্ধ্যা ৭টা হতে ২২ আগস্ট মঙ্গলবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ওই অভিযান চলে। অভিযানের শুরুতে বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় জঙ্গিরা সমবেত হয়েছে খবরে সেখানে প্রথম অভিযান চালানো হয়। ওই সময়ে র্যা ব সদস্যরা আবদুর রহমান ও ইমাম হোসেনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী রূপগঞ্জের তারাব এলাকা থেকে নাসিরকে গ্রেফতার করে র্যা ব। তিনজনের কাছ থেকে ৩ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল, একটি চাপাতি, একটি চাকু ও বেশ কিছু জঙ্গিবাদী বই লিফলেট উদ্ধার করা হয়েছে। র্যা ব আরো জানান, গ্রেফতারকৃতরা জঙ্গি বিভিন্ন মহাসড়ক ও নারায়ণগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল। এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আবদুর রহমান ওরফে রুবেল ওরফে সুফিয়ান (৩২) এবং মোহাম্মদ ইমাম হোসেন ওরফে রাশেদ ওরফে রফিক ওরফে আবু উমামা আল বাহিরী (২৭) এর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দুইটি করে মামলা রয়েছে।
গ্রেফতারের পরে র্যা বের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের জঙ্গীবাদে জড়ানোর কারণ জানিয়েছে ওই তিন জেএমবি সদস্য। র্যা বের কাছে দেয়া তথ্যে তারা জানিয়েছে কীভাবে তারা এ সংগঠনে জড়িয়ে পড়ল।
র্যা ব জানায়, আবদুর রহমান ওরফে রুবেল ওরফে সুফিয়ান (৩২) ২০০১ সালে লালবাগের একটি স্কুল হইতে ৮ম শ্রেনী পাশ করে। এরপর ২০১০ সাল পর্যন্ত সে ঢাকার বিভিন্ন এলাকায় কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে চাকুরীসহ ক্ষুদ্র ব্যবসা করে আসছিল। ২০১০ সালের পর ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীরর পাশাপাশি বিভিন্ন মাদরাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হতে খন্ডকালীন ও নৈশকালীন কোর্সে ভর্তি হয়ে আরবী ভাষার কলা কৌশল রপ্ত করে। ২০১৩ সালে জেএমবির শুরা সদস্য ও শীর্ষ স্থানীয় নেতা ইমরান আহমেদ এর মালিকানাধীন জীম টেক্স নামক পোষাক কারখানায় চাকুরী শুরু করে। এরপর ইমরান আহমেদের অনুপ্রেরণা এবং পৃষ্ঠপোষকতায় চাকুরী হতে ছুটি নিয়ে ২০১৪ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত ঢাকার রামপুরা এবং বনশ্রী এলাকায় বিভিন্ন ধর্মীয় শিক্ষকের কাছে আরবী শিক্ষা গ্রহণ করে। সর্বশেষ ২০১৭ সালে যাত্রাবাড়ির একটি মাদ্রাসা থেকে আরবীশিক্ষা শেষ করে। সে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন বাসায় আরবী পড়ানোর কাজ করছিল বলে জানিয়েছে। সে ২০০২ সালে তানজিম আল ইসলাম নামক মৌলবাদী সংগঠনের মাধ্যমে জিহাদের প্রতি আকৃষ্ট হয় এবং ২০০৪ সালে তার পিতার ঘনিষ্ঠ বন্ধু জনৈক দাউদ এর মাধ্যমে হানাফি মতাদর্শ থেকে সালাফি মতাদর্শে মতান্তরিত হয়। ২০০৬ সালে জনৈক এক ‘স্যার’ এর মাধ্যমে সে জেএমবিতে যোগদান করে দাওয়াতী কাজ করতে থাকে। আবদুর রহমান ওরফে রুবেল ওরফে সুফিয়ান জসিম উদ্দিন রাহমানির জঙ্গী সংক্রান্ত কর্মকান্ডের একান্ত সহকারী হিসেবে প্রায় ৪ বছর কাজ করেছিল এবং জসিম উদ্দিন রাহমানি গ্রেফতার হওয়ার পর সে মাওলানা আব্দুল হাকিম এর সহকারী হিসেবে প্রায় এক বছর কাজ করেছে। মূলত মাওলানা আব্দুল হাকিম গ্রেফতার হওয়ার পর থেকে ইমরান আহমেদ এর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করে আসছিল। আবদুর রহমান ওরফে রুবেল ওরফে সুফিয়ান ২০০৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ১১ বছর মূল জেএমবির সদস্য হয়ে কাজ করে জেএমবির সদস্য সংগ্রহ করেছে। পরবর্তীতে সে ২০১৬ সালে তার গুরু কথিত ‘স্যার’ এর মাধ্যমে জেএমবির (সারোয়ার-তামীম) গ্রুপে যোগদান করে দাওয়াতী শাখা থেকে সামরিক শাখায় আত্মপ্রকাশ করে। সে ইতিপূর্বে র্যা ব-১১ কর্তৃক গ্রেফতারকৃত শুরা সদস্য ইমরান আহমেদ এর জন্য অস্ত্র সংগ্রহ করার কাজ হাতে নিয়েছিল।
সৈয়দ রায়হানুল আহসান ওরফে নাফিস ২০০০ সালে গাজীপুরের একটি স্কুল হতে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি এবং ২০১৬ সালে ঢাকার একটি সরকারী কলেজ হতে ডিগ্রী পাশ করে। সে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিষয়ে সন্ধ্যাকালীন মাষ্টার্স এ অধ্যায়নরত। সৈয়দ রায়হানুল আহসান ওরফে নাফিস ২০০৫ সালে তার নিজ জেলা ময়মনসিংহে জেএমবিতে যোগদান করে কাজ করতে থাকে। পরবর্তীতে ২০০৬ সালে ময়মনসিংহ জেলার আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের কারনে সে আত্মগোপনে চলে যায় এবং ঢাকার নিউমার্কেট এলাকায় ছদ¥বেশে আশ্রয় নেয়। সেখানে একটি কম্পিউটার কম্পোজের দোকানে কাজ করা অবস্থায় অপর জেএমবি সদস্য গ্রেফতারকৃত আব্দুর রহমান ওরফে রুবেল ওরফে সুফিয়ান এর সাথে তার পরিচয় হয়। এরপর আব্দুর রহমানের মাধ্যমে সে জসিম উদ্দিন রাহমানির নিকট যাতায়াত শুরু করে। পরবর্তীতে ২০০৭ সালে জনৈক ‘স্যার’ এর মাধ্যমে পুনরায় জেএমবিতে সক্রিয় হয় এবং দাওয়াতী কাজ শুরু করে। কম্পিউটারের উপর দক্ষতার কারনে জেএমবির শীর্ষ পর্যায়ের অনেক সদস্যদের সাথে তার ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। ২০০৭-২০১৫ সাল পর্যন্ত সে মূল জেএমবির হয়ে ঢাকা অঞ্চলের দাওয়াতী ও সাংগঠনিক কাজ পরিচালনা করত। এর মধ্যে ২০০৭-২০১০ সাল পর্যন্ত তৎকালীন জেএমবির আমীর মাওলানা সাইদুর রহমান এর নেতৃত্বে কাজ করেছে। ২০১৫ সালের শেষ দিকে সে কথিত ‘স্যার’ এর মাধ্যমে জেএমবির (সারোয়ার-তামীম) গ্রুপে যোগদান করে এবং চাকুরীর অন্তরালে জঙ্গী সংগঠনটির সাংগঠনিক কাজ করতে থাকে। সে নিজ ঠিকানা গোপন করে বাগেরহাট জেলার ভুয়া ঠিকানা ব্যবহার করে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০০৮ সাল থেকে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর হিসেবে চাকুরী করে আসছে। সে দীর্ঘদিন যাবৎ এই চাকুরীর পাশাপাশি মূল জেএমবির ও পরবর্তীতে জেএমবি (সারোয়ার-তামীম) গ্রুপের দাওয়াতী, আইটি এবং গবেষনা শাখার একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিল।
মোহাম্মদ ইমাম হোসেন ওরফে রাশেদ ওরফে রফিক ওরফে আবু উমামা আল বাহিরী (২৭) ২০০৬ সালে হাজীগঞ্জ পাইলট হাই স্কুল হইতে এসএসসি, ২০০৮ সালে তেজগাঁও কলেজ ঢাকা হইতে এইচএসসি এবং ২০১৫ সালে ঢাকার একটি সনামধন্য বেসরকারী বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ঊঊঊ) বিষয়ে ¯œাতক পাশ করে একটি আইটি প্রতিষ্ঠানে কাজ করতে থাকে। ২০১৩ সালে জনৈক মোঃ তাওহীদুল ইসলাম ওরফে আবু সাদ এর সাথে তার পরিচয় হয় এবং যার মাধ্যমে সে হুজির পক্ষে কিছুদিন দাওয়াতী কাজ করে। পরবর্তীতে জনৈক সাজিদ ওরফে লাল ভাই এর সাথে পরিচয়ের সূত্রে জেএমবির সারোয়ার-তামীম গ্রুপে যোগদান করে। রাশেদ ওরফে আবু উমামা ইতিপূর্বে র্যা ব-১১ কর্তৃক গ্রেফতারকৃত জেএমবির (সারোয়ার-তামীম গ্রুপের) শরীয়াহ বোর্ডের প্রধান শায়েখ মামুনের সাথে ডেমরার মাদ্রাসায় নিয়মিত সাক্ষাত করত এবং সেখান থেকে হাতে লেখা জঙ্গীবাদী নোট নিয়ে কম্পিউটার কম্পোজ করে দিত বলে স্বীকার করেছে। এছাড়া সে ইতিপূর্বে গ্রেফতারকৃত শুরা সদস্য ইমরান আহমেদের বাসায় প্রায়ই অবস্থান ও গোপন বৈঠক করত এবং জঙ্গী হামলা সংক্রান্ত বিভিন্ন কলা-কৌশল ইন্টারনেট থেকে ডাউনলোড করে অন্য সদস্যদের মাঝে প্রচারের কাজ করত। রাশেদ ঊঊঊ এর ছাত্র হওয়ার কারনে সংগঠনে তার অনেক গুরুত্ব ছিল। তার বেশ কিছু সহযোগী গ্রেফতার হওয়ার পর গত জুন মাসের প্রথম দিকে সে আত্মগোপনে চলে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

জালকুড়িতে ময়লার ডাম্পিং স্পট

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লাস্থ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের পাশে যখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ময়লা ফেলা হতো তখন এনিয়ে রাজনীতিও কম হয়নি। সিটি মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে একপর্যায়ে মানববন্ধনসহ ময়লা ফেলতে যাওয়া পরিচ্ছন্ন কর্মীদের উপড়ও বাঁধার সৃষ্টি করেছিল ফতুল্লাবাসী। তখন এই ময়লা ফেলার কারনে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের তোপের মুখেও পড়তে হয়েছিল মেয়র আইভীকে। এরপর স্থানীয় জনসাধারনের দাবীর প্রেক্ষিতে সেখানে সিটি কর্পোরেশন ময়লা ফেলা বন্ধ করে দিলে সেই ময়লার বাগাড়ে ফুলের বাগান বানিয়ে চমক সৃষ্টি করেন শামীম ওসমান। তারপর সদর উপজেলার মালিকানাধীন এই জায়গাতে সাংসদ শামীম ওসমানের হস্তক্ষেপে মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের তত্ত্বাবধানে নির্মিত হয় নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ আলহাজ¦ নাসিম ওসমানের নামে মেমোরিয়াল পার্ক। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় এখন সড়কের দু’ধারে ফের ময়লার ডাম্পিং স্পট তৈরী করছে ফতুল্লা ও কুতুবপুর ইউনিয়ন। শুধু এই দু’িট ইউনিয়ন নয়, এখানে চাষাড়া থেকেও গাড়ীতে এনে ময়লা ফেলা হয় বলে নিউজ প্রাচ্যের ডান্ডিকে জানান, পরিচ্ছন্ন কর্মীরা। প্রতিনিয়ত এখানে ময়লা ফেলে পুনরায় পরিবেশ দূষিত করা হলেও নীরব রয়েছেন সাংসদ শামীম ওসমান বলে মন্তব্য করেন প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলরত একাধিক যাত্রী। তাদের মতে, আগে ফতুল্লা স্টেডিয়ামের পাশে ময়লা ফেলার কারনে দূর্গন্ধে মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হতো। এখন আবার নতুন করে জালকুড়িতে প্রধান সড়কের পাশে ফতুল্লা ও কুতুবপুর ইউনিয়নের ময়লা গুলো ফেলার কারনে দূর্গন্ধে বাসে যাতায়াত কালে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উক্ত স্থান দিয়ে চলাচলের সময় নাকে হাত দিয়ে দূর্গন্ধ থেকে পরিত্রানের চেষ্টা করা হলেও বাতাসের কারনে দূর্গন্ধ অনেক দূর পর্যন্ত নাকে আসছে। বেশ কয়েকজন সচেতন নাগরিক বলেন, ‘শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জে প্রতিদিনই অনেক বিদেশী বায়ার আসছেন। এমনকি কয়েকদিন পরে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু রাস্তার দু’ধারে এই ময়লা ফেলার কারনে বিদেশীদের কাছে নারায়ণগঞ্জের পরিবেশ এখন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে।’ তাই এব্যাপারে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান নীরব না থেকে শীঘ্রই এখানে ময়লা ফেলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সচেতন মহল।

শুভকে হত্যার আলামত মিলেছে

ডান্ডিবার্তা রিপোর্ট
মাসদাইরে নিহত গার্মেন্টস কর্মকর্তা শাখাওয়াত হোসেন শুভ’র ময়না তদন্ত শেষে খুনের আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা: আসাদুজ্জামান। আজ বুধবার ময়না তদন্তের কপি পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি। আর ডাক্তারের এই বক্তব্যের পর মামলা নিতে পুলিশের কোন আপত্তি থাকবে না বলে জানিয়েছে শুভ’র পরিবার। গার্মেন্টস কর্মকর্তা শুভ’র ময়না তদন্তের বিষয়ে ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, শুভ’র ময়না তদন্ত শেষ হয়েছে। তদন্তে হত্যার আলামত পাওয়া গেছে। শুভকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে এবং শুভ’র শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো। বুধবার তদন্ত রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এদিকে ময়না তদন্তের রিপোর্টে হত্যার ঘটনা প্রকাশ হওয়ায় শুভ’র পরিবারের আশংকাই সত্যি হলো বলে জানিয়েছে শুভ’র পরিবার। শুরু থেকেই পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিলো শুভকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিলো। কিন্তু একটি প্রভাবশালী মহল প্রচার করতে চাইছিলো, শুভ মাদক সেবনকালে ছাদ থেকে পরে মারা গেছে। ময়না তদন্তের রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেছে শুনে নিহত শুভ’র বাবা শাহাদাত হোসেন শিকদার নিউজ প্রাচ্যের ডান্ডিকে বলেন, আমরা এবার হত্যা মামলা দায়ের করবো। শুভ নিহত হওয়ার পর থেকেই আমরা বলে আসছি, আমার ছেলে ছাদ থেকে পরে মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। কিন্তু থানা আমার কথা বিশ^াস করেনি। তারা পোষ্ট মর্টেম রিপোর্টের অপেক্ষায় ছিলো। এখন রিপোর্টে খুনের বিষয় স্পষ্ট হয়েছে। তাই আমার মামলা নিতে তাদের আর কোন আপত্তি থাকার কথা না। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। শুভ’র পিতা শাহাদাত আশংকা প্রকাশ করে বলেন, একটা প্রভাবশালী মহল প্রথম থেকেই এই হত্যাকান্ডকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা এখনও সক্রিয় রয়েছে। তাই আমি আমার ছেলে হত্যার সুষ্ঠ বিচারের দাবীতে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের সুদৃষ্টি কামনা করছি। উল্লেখ্য, গত ১৫ আগষ্ট রাতে মাসদাইর নিবাসী শাহাদাত হোসেন শিকদারের বড় ছেলে গার্মেন্টস কর্মকর্তা শাখাওয়াত হোসেন শুভ’র লাশ নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় কয়েকজন যুবক। সন্দেহভাজন হিসেবে মাসদাইরের নাজমুল, জীবন ও মনাকে গ্রেফতার করে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করে ফতুল্লা মডেল থানা পুলিশ। আর হত্যাকান্ডের দিন ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শাহজালাল গনমাধ্যম কর্মীদের কাছে স্বীকার করেছিলেন, ‘ধারনা করা হচ্ছে শুভকে হত্যা করা হয়েছে। নিহতের মুখে আঘাতের চিহৃ রয়েছে।’