আজ : বুধবার: ৭ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ | ২১ মার্চ ২০১৮ ইং | ২ রজব ১৪৩৯ হিজরী | রাত ২:৫৮
sadinatadibosh-Logo

সাংসদ সেলিম ওসমানের বিকল্প কি নেই?

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহর-বন্দর আসনে আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে মাঠ গরম করে ফেলেছে। আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী নিজেদেরকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে দাবী করলেও তাদের এই দাবী শুনে নিজ নিজ দলে মাঠপর্যায়ের নেতাকর্মীরা মুচকি হাসি হাসছে। শহর-বন্দর আসনে বর্তমান সাংসদ সেলিম ওসমান এখনও নিজের প্রার্থীতা ঘোষণা করেনি। যদিও ব্যবসায়ী মহলসহ সদর-বন্দর আসনের সাধারণ মানুষ সেলিম ওসমানকে আবারও সাংসদ হিসেবে চাইছে। যদিও আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনভাবেই এখনও সাংসদ সেলিম ওসমান আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা হলে কোন দল থেকে হবেন তা স্পষ্ট করে এখনও কিছু বলছেন না। তবে প্রয়াত সাংসদ নাছিম ওসমানের আকস্মিক মৃত্যুর পর উপ-নির্বাচনে সেলিম ওসমান জাতীয় পার্টির মনোনয়নে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে বিগত প্রায় সাড়ে তিন বছরে নিজস্ব অর্থায়নে ৭টি হাই স্কুল নির্মান, কদমরসুল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপদান, নারায়ণগঞ্জ কলেজকে আধুনিকিকরণসহ বন্দরের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহন করেন। বিশেষ করে সেলিম ওসমান সাংসদ নির্বাচিত হওয়ার পর পরই নারায়ণগঞ্জ থেকে অপরাজনীতি দুরীকরনের লক্ষ্যে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা চালান। যার ফল¯্রুতিতে ওসমান পরিবার ও চুনকা পরিবারের মধ্যে ইতিমধ্যে বরফ গলতে শুরু করেছে। বিগত আট বছরে মেয়র সেলিনা হায়াৎ আইভি বারংবার চেষ্টা করেও অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করতে না পারলেও মেয়র আইভি সাংসদ সেলিম ওসমানের সহযোগিতা চাওয়ার পর নারায়ণগঞ্জের জঞ্জাল হিসেবে পরিচিত অবৈধ ট্রাকস্ট্যান্ডটি ইতিমধ্যে উচ্ছেদ হয়েছে। যানজট নিরসনসহ আধুনিক নগরী গড়তে সাংসদ সেলিম ওসমান মেয়র আইভিকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে নাসিম ওসমানের স্বপ্নের শীতলক্ষ্যা সেতুর কাজ শুরু হয়েছে। সর্বশেষ বিকেএমই’র সভাপতি নির্বাচিত হওয়ার পর ব্যবসায়ী সম্প্রদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ সেলিম ওসমান পেশাদার সাংবাদিকদের সাংবাদিকতার পাশাপাশি খন্ডকালিন চাকুরি ও তাদের মাথা গোজার ঠাই করে দেওয়ার আশ্বাস দেন। সব মিলিয়ে সাংসদ সেলিম ওসমান বিগত সাড়ে তিন বৎসরে সরকারি অর্থ ব্যক্তিগত অনুদান ও ব্যবসায়ীদের সহযোগীতায় শহর-বন্দর আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করেছেন। তারপরও অদ্যবদি সাংসদ সেলিম ওসমান আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেননি। যদিও ইতিমধ্যে আওয়ামী লীগ থেকে খোকন সাহা, আরজু রহমান ভূঁইয়া ও আনিসুর রহমান দিপু আওয়ামী লীগের মনোনয়ন লাভের চেষ্টার পাশাপাশি নিজেদেরকে আগামী নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করে সভা সমাবেশ উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। বিএনপির প্রার্থী হিসেবে এড. আবুল কালাম, এড. সাখাওয়াত হোসেন খান ও মাকসুদ আলম খোরশেদ ইতিমধ্যে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও আবুল কালাম তার বাসভবনে কিছু অনুগামীদের নিয়ে মাঝে মধ্যে সভা করেন। অপরদিকে সাখাওয়াত হোসেন খান প্রায় প্রতিদিনই বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে কোন না কোন কর্মসূচী পালন করে যাচ্ছেন। এইসব কর্মসূচীতে তিনি আগামী নির্বাচনে নিজেকে বিএনপির প্রার্থী দাবি করে ধানের শীষ মার্কায় ভোট চাচ্ছেন। পাশাপাশি মাকসুদ আলম খন্দকার খোরশেদ আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার যে ঘোষণা দিয়েছিল প্যানেল মেয়র নির্বাচনে তার শোচনীয় পরাজয়ে অনুসারীরা হতাশ। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আওয়ামী লীগের শাসনামলে বর্তমান মেয়াদের সাড়ে তিন বছরের কর্মকান্ডে সাংসদ সেলিম ওসমান আগামী নির্বাচনে এ আসনে প্রার্থী হবে এটা অনেকটাই নিশ্চিত বলে তার ঘনিষ্ট সূত্র দাবী করেছে। কারন এ পর্যন্ত যারা প্রার্থী হিসেবে নিজেদের ঘোষণা দিয়েছেন তাদের সিংহভাগই সেলিম ওসমানের এক সময়কার আজ্ঞাবহ হিসেবে পরিচিত। তাছাড়া সেলিম ওসমান জাতীয় পার্টির সাংসদ হলেও সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডে তিনি আওয়ামী লীগ ও বিএনপিসহ সকল রাজনৈতিক নেতাদের মুল্যায়ন করে থাকেন। তাই আওয়ামী লীগ ও বিএনপির দায়িত্বশীল নেতাদের বক্তব্য শহর-বন্দর আসনে সাংসদ সেলিম ওসমানের বিকল্প প্রার্থী এখনও খুজে পাওয়া যায় নি।

শিশু অপহরণ চক্রের মূল হোতা সাহাবুদ্দিন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র্যাব-১১ বাহিনীর অভিযানে সংঘবদ্ধ শিশু অপহরণ ও পাচারকারী চক্রের মূল হোতা মো: সাহাবুদ্দিন ওরফে সেলিম ওরফে সাহেদ ওরফে সোনামিয়া (৪২) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টায় র্যাব-১১’র একটি বিশেষ আভিযানিক দল রাজধানী ঢাকার গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি পাসপোর্ট ও ১টি মোবাইল উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়। ধৃত মো: সাহাবুদ্দিন ওরফে সেলিম ওরফে সাহেদ ওরফে সোনামিয়া নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রামনগর এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে। সংবাদ সম্মেলনে র্যাব-১১’র অধিনায়ক লে: কর্নেল কামরুল হাসান (পিএসসি) বলেন, গ্রেফতারকৃত সাহাবুদ্দিনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশাদার শিশু অপহরণ ও পাচারকারী সংঘবদ্ধ চক্রের একজন সক্রিয় সদস্য। সাহাবুদ্দিনের জন্ম নারায়ণগঞ্জ জেলার ফতুল¬া থানাধীন রামনগর গ্রামে হলেও বেড়ে উঠেছে মু›িসগঞ্জ জেলার চর মুক্তারপুর এলাকায় তার খালার বাসায়। সে পেশায় ছিল ট্রাক ও টেম্পুর চালক। ১৯৯৫ সালে সে তার খালাতো বোনকে বিয়ে করে। সেই সংসারে তাদের ২টি সন্তান রয়েছে। ১৯৯৯ সালে সে বন্দর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার হয়ে চার মাস জেল খাটে। পরে ২০০৬ সালে নিজের নাম পরিবর্তন করে সেলিম ছদ¥নামে পাসপোর্ট করে সৌদি আরব চলে যায়, কিন্তু মাত্র ২৭ দিন পর দেশে ফেরত এসে নারায়ণগঞ্জের ফতুল¬া থানাধীন মেট্রো সিমেন্ট ফ্যাক্টরীতে ড্রাইভার হিসেবে চাকুরী নেয়। সেখানেও ৪’শ ব্যাগ সিমেন্ট আত্মসাৎ করে অন্যত্র বিক্রি করার অপরাধে ফতুল¬া থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হলে সে পালিয়ে চাঁদপুরে তার আতœীয়ের বাড়িতে আত্মগোপন করে। পরে তার আতœীয়ের শ্যালিকার সাথে প্রেমের সম্পর্ক করে ২০০৭ সালে পালিয়ে বিয়ে করে। পরবর্তীতে ঢাকায় ট্যাক্সি চালানোর পাশাপাশি সে শিশু অপহরণ ও পাচারকারী চক্রের সাথে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে। এই সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্য জাকির, টিটু, জেসমিন, বানেছা, বেলু ও আসলাম গংদের পারস্পারিক যোগসাজসে ঢাকার সদরঘাট, কমলাপুর, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জসহ অন্যান্য এলাকা হতে শিশু অপহরণ করত, যার মধ্যে বেশ কয়েকজন শিশুকে বিদেশে পাচার করা হয়েছে বলে সে স্বীকার করেছে। গ্রেফতারের সময় জব্দকৃত তার পাসপোর্ট পর্যালোচনা করে এবং তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০১৪ সালে সে মোঃ সাহেদ ছদ¥নামে পাসপোর্ট করে অক্টোবর ২০১৪ সাল হতে জানুয়ারি ২০১৬ সাল পর্যন্ত ১৫ মাসে মোট ৬ বার ওমানে যাতায়াত করেছে। কোন বারই সে এক মাসের বেশি সময় ওমানে অবস্থান করেনি। এ সময় টাকার বিনিময়ে লাকী, আশা ও শিলা নামের ৩ জন মহিলাকে সে ওমানে নিয়ে যায়। এছাড়াও বিদেশ নেওয়ার নামে অনেকের টাকা আত্মসাৎ করেছে বলে সে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ সকল কারনে এলাকায় সে প্রতারক সাহাবুদ্দিন নামে পরিচিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, জাকির, টিটু, বানেছা ও জেসমিনসহ এই অপহরণকারী চক্রের কাছ থেকে দুই ধাপে সে মোট ৫টি শিশুকে ৪ লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে গুলিস্তান থেকে গ্রহন করে দুইজন মহিলার কাছে পৌঁছে দেয়। এই মামলায় ইতিপূর্বে গ্রেফতারকৃত টিটু, জেসমিন ও বানেছার স্বীকারোক্তিতেও একই ধরনের তথ্য পাওয়া যায়। এই কাজের জন্য সাহাবুদ্দিন ২ লক্ষ টাকা পায় বলে জানায়। গ্রেফতারকৃত আসামী মোঃ সাহাবুদ্দিন @ সেলিম @ সাহেদ এর বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র ও ডাকাতি এবং ফতুল¬া থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে বলে সে জানায়। ইতিপূর্বে সে বেশ কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে জেল খেটেছে মর্মেও স্বীকার করেছে। র্যাব আরো জানায়, ইতিপূর্বে ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে এই চক্রটি ১৭টি শিশু অপহরণের কথা স্বীকার করে। যার মধ্যে ৯ জনকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে, বেশ কয়েজনকে বিদেশে পাচার করেছে এবং মাত্রাতিরিক্ত ঔষধের ব্যবহারে ২টি শিশু মৃত্যুবরণ করে যাদের লাশ তারা নদীতে ফেলে দিয়েছে বলে জানায়। এছাড়া গত ৪ জানুয়ারি ২০১৭ তারিখে ডেমরা থানাধীন ঢাকা-চিটাগাং মহাসড়কের সাইন বোর্ড এলাকার অদুরে রাজধানী ফিলিং স্টেশনের পাশের্¡ পুকুরে ভাসমান অবস্থায় ডেমরা থানা পুলিশ একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জুয়েল @ জাবেদ(১৮) নামের এই যুবককে হত্যার পর লাশ ফেলে যাবার ব্যাপারে গ্রেফতারকৃতরা স্বীকারোক্তি দেয়। এ ব্যাপারে মোঃ সাহাবুদ্দিন @ সেলিম @ সাহেদ এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব জানায়।

সিদ্ধিরগঞ্জে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিল গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার বিকালে ও রাতে সিদ্ধিরগঞ্জ পুল ও গোদনাইল চিত্তরঞ্জন মিলের পিছন থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় পুলিশ চেক পোষ্টে একটি হোন্ডা আরোহীকে তল্লাশী করার জন্য সিগন্যাল দেয়া হলে মাদক ব্যবসায়ী আবুল হোসেন (৩৫) হোন্ডা রেখে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে দৌড়ে আটক করে। এসময় তার কাছ থেকে একটি ২ লিটার বোতলে ২০ লিটার সমপরিমান ফেন্সিডিল এবং একটি সুজুকি মোটর সাইকেল (ঢাকা মেট্টো-ল ৩৩-৫০৬২) উদ্ধার করা হয়। ধৃত আবুল হোসেন নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া আইলপাড়া এলাকার আব্দুল খালেক মুন্সির ছেলে। অপরদিকে একই দিন বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) শরফুদ্দিন আহমেদের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নাসিক ১০ নং ওয়ার্ডের চিত্তরঞ্জন মিলের পিছনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২’শ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল হোসেনের স্ত্রী মাদক ব্যবসায়ী সন্ধ্যা (৪২) ও খোরশেদ আলমের স্ত্রী মাদক ব্যবসায়ী ফরিদা (৪০) কে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুস সাত্তার মিয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুকুর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

রূপগঞ্জ প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার সকালে নিখোঁজের তিন দিন পর উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাম্মণগাঁও এলাকার একটি পুকুর থেকে শাহেদ মিয়া নামে তিন বছরের শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় শিশু সাহেদ নিখোঁজ হয়। নিখোঁজের পর বিভিন্ন স্থানে খোজাখুজি করে কোথাও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ব্রাম্মণগাঁও এতিমখানা মসজিদের পুকুরে শিশু সাহেদ মিয়ার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে। শিশু শাহেদ উপজেলার তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকার আরিফ মিয়ার ছেলে। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে রূপগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নেদারল্যন্ড এম্বেসি’র ফার্ষ্ট সেক্রেটারি প্রশংসা

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশে নেদারল্যন্ড এম্বেসি’র ফার্ষ্ট সেক্রেটারি ডঃ এ্যানি ডেসচেন্স বলেছেন, বাংলাদেশের গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানের নারী শ্রমিকদের প্রজনন স্বাস্থ সম্পর্কে সচেতনতা তৈরীতে সরকারি-বেসরকারি যৌথভাবে যেসব উদ্যোগ নেয়া হচ্ছে তা প্রশংসনীয়। আমরা আশা করি প্রতিটি শিল্প কারখানার শ্রমিকরাই এ সম্পর্কে সচেতন হবে। এতে শ্রমিকদের সংক্রমিত হওয়ার হার কমবে। যা প্রতিষ্ঠানের উৎপাদন বাড়াতে সহায়তা করবে। এছাড়া প্রতিষ্ঠানে চিকিৎসার সূযোগ থাকলে শ্রমিকরা অপচিকিৎসার হাত থেকেও রক্ষা পাবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায় অবস্থিত নীট কনসার্ন গার্মেন্ট এর শ্রমিকদের জন্য নির্মাণ করা মেডিক্যাল সেন্টার ও নব-নির্মিত ডে-কেয়ার সেন্টার এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন জানান, নতুন করে তৈরী করা ডে-কেয়ার সেন্টারে ষাট জন বাচ্চাকে রাখা যাবে। এর সাথে রয়েছে আলাদা ব্রেষ্ট ফিডিং কক্ষ। এখানে অবস্থান করা শ্রমিকদের শিশুদের প্রতিষ্ঠানেরই গরুর ফার্ম এর দুধ পান করানো হয়। মেডিক্যাল সেন্টারে পাঁচজন ডাক্তার প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চিকিৎসা দেবেন। এছাড়া রয়েছে শ্রমিকদের জন্য বারোটি বেডের ব্যাবস্থা। প্রজনন স্বাস্থের চিকিৎসার জন্য স্থানীয় ইউএনও অফিস, ফুলকি, মেরিষ্টোপস এর সহযোগিতায় রয়েছে আলাদা চিকিৎসা কেন্দ্র। বিকেলে নেদারল্যন্ডস এম্বেসি’র ফার্ষ্ট সেক্রেটারি ডঃ এ্যানি ভেসচেন্স গোমতি নীট ওয়্যার, মডেল ডি ক্যাপিটালসহ নারায়ণগঞ্জের বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে যৌন ও প্রজনন স্বাস্থ, অধিকার ও জেন্ডার বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ‘মেরিষ্টোপস’ ও ‘ফুলকি’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসব পরিদর্শন ও অনুষ্ঠানে তার সাথে ছিলেন নেদারল্যান্ডস এম্বেসি’র অর্থ নিয়ন্ত্রক রবার্ট টেন জিথফ, নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জেসমিন বিনতে শেখ, এম্বেসির যৌন, প্রজনন স্বাস্থ ও অধিকার বিষয়ক সিনিয়র এডভাইজার মাশফিকা জামান সাটিয়ার, নিরাপদ-২ প্রজেক্ট এর টিম লিডার খালেদা ইয়াসমিন ইতি, মেরিষ্টোপস এর জেনারেল ম্যানেজার ইমরুল হাসান খান, ফুলকি’র ম্যানেজার সালমা পারভীন, সুরাইয়া হক, প্রমুখ।

ডিএনডি সংস্কার বাজেট হাজার কোটি টাকার উপরে

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমার নির্বাচনী এলাকায় শিক্ষা, যোগাযোগ ও আইন শৃংখলা এই ৩ টি কাজে গুরুত্ব দিয়ে কাজ করছি। পাশাপাশি মসজিদ, মন্দিরেও। সরকার চাচ্ছেনা আর কোন আরসিসি রাস্তা হোক। আগামী সপ্তাহে আমার নির্বাচনী এলাকায় কি কি উন্নয়ন হয়েছে তার তালিকা প্রদানের জন্য উপজেলার সব কটি দপ্তর প্রধানদের নির্দেশ দেন। লিংক রোডের উভয় পার্শ্বে বিভিন্ন জেলার গাড়ী রাখা হয়েছে যার রোড পারমিট নেই। সদর উপজেলা অযোগ্য আখ্যা দিয়ে বলেন, এখানে ভাল কোন ভবন নেই, ওয়াশ রুম নেই। সকল দপ্তরের অফিস রক্ষনাবেক্ষনের জন্য ডিও লেটার দিতে নির্দেশ দেন। ডিএনডি বাজেট একহাজার কোটি টাকার উপর ছাড়িয়ে যাবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা সমন্ধয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শামীম ওসমান আরও বলেন, চেয়ারম্যানরা প্রচুর বরাদ্ধ পেয়ে থাকেন। এ অর্থে কি কি কাজ হয় আমি জানিনা। যেহেতু আমি উন্নয়ন কাজ করি আমার সাথে সমন্ধয় করে নিতে হবে। সারা বাংলাদেশের মধ্যে আমি বেশী টাকা এনেছি আমার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য। যে কাজ করার জন্য টাকা দেয়া হয়েছে সেই কাজ না হলে আমি এলাকায় গিয়ে বলে আসব চেয়ারম্যান খেয়ে ফেলেছে। যে চেয়ারম্যান যত টাকা দিবে সেই হারে আমিও দিব। ইউনিয়ন পরিষদ ৬ কোটি টাকার উপর পাবে। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, এনায়েত নগর ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, আলীরটেক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন, বক্তাবলী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,কাশিপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী, উপজেলা প্রধান প্রকোশলী তারিক জামান প্রমুখ। সদর উপজেলার চেয়ারম্যান আজাদ বিশ্বাস বলেন, ২০১৩ সাল হতে ১% হতে আদায় হলেও এ টাকা ব্যয় না হওয়ায় ২২ কোটি টাকা জমা হয়েছে। এ অর্থ আসে জমি ক্রয় বিক্রয়ের উপর ও রাজস্ব আদায়ের উপর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল গফফার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গনি, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বেলাল হোসেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা নারায়ন চন্দ্র, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ চন্দ্র রায় প্রমুখ। সভাপতি তাসনিম জেবিন বিনতে শেখ সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।

বন্দর থেকে চলে যাচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি এমভি আকরাম

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলার সোনাকান্দায় শীতলক্ষ্যা নদীতে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এমভি আকরাম জাহাজটি সংরক্ষণের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জেলা নদী বন্দর। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে সংস্কার করার জন্য কর্ণফুলি ডকইয়ার্ডে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, জাহাজটি শীতলক্ষ্যা নদীতে সোনাকান্দা এলাকার শাহেন শাহ’র মালিকানাধীন ডকইয়ার্ডে অর্ধনিমজ্জিত অবস্থায় পড়ে আছে। ইতোমধ্যে জাহাজটির ভিতরে থাকা পানি সেঁচে কমিয়ে ফেলা হয়েছে। এছাড়াও জাহাজটির ভিতরে থাকা ময়লা আবর্জনাও পরিস্কার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ ৯ বছর ধরে পড়ে থাকার সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী মহল জাহাজটি এক তৃতীয়াংশ কেটে নিয়ে যায়। বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার ড্রেজারে বালু ব্যবসায়ী মোক্তার হোসেন, মনির হোসেন, সানোয়ার হোসেন, মফিজুল ইসলাম ও আব্দুল করিম একত্রে শিল্প ব্যাংক থেকে নিলামে ২০০৮ সালে চাঁদপুরের লন্ডন ঘাট থেকে এমভি আকরাম নামে একটি ডুবন্ত কার্গো জাহাজ কেনেন। এরপর ওই বছরের ১৪ নভেম্বর ডাকাতিয়া নদী থেকে জাহাজটি তোলে বন্দর উপজেলার সোনাকান্দায় শীতলক্ষ্যা নদীর তীরে শাহেন শাহ’র মালিকানাধীন ডকইয়ার্ডে এনে রাখা হয়। পরে নথি পর্যালোচনা করে দেখা যায়, মুক্তিযুদ্ধের সময় পাক হানাদাররা এই জাহাজে অস্ত্র ও গোলাবারুদ বহন করত। তাই মুক্তিযোদ্ধারা জাহাজটি ডুবিয়ে দেন। জাহাজটি ১৯৬৫ সালে হল্যান্ডের রটারন্ডের রটারডাম বন্দরে নির্মিত হয়। ইউনাইটেড ট্রেডিং করপোরেশন ও ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক অব পাকিস্তান জাহাজটির মালিকানায় ছিল। স্বাধীনতার পর এটি তৎকালীন বাংলাদেশ শিল্প ব্যাংকের অধীনে চলে যায়। পরে জাহাজটি মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে সংরক্ষণের জন্য মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবি উঠলে ২০০৯ সালের ১৭ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে জাহাজটি ওই ডকইয়ার্ডে রক্ষিত রয়েছে। ২৯ জুন মুক্তিযোদ্ধা পরিচয়দানকারী নূরে আলম ও জসিম নামের দুই ব্যক্তি জাহাজটি কাটা শুরু করে। এ ঘটনায় ৫ জুলাই মোক্তার হোসেন বন্দর থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে জাহাজ কাটা বন্ধ করে দেয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, ‘জাহাজটি যাতে কেউ কেটে নিতে না পারে সে বিষয়ে নিয়মিত প্রতিদিন দুই ভাগে পুলিশ পাহারা দিয়ে যাচ্ছে। এছাড়াও ইতোমধ্যে জাহাজটির যেসব কিছু ছুরি হয়েছে সেগুলোও উদ্ধারও অপরাধীদের ধরতে চেষ্টা অব্যাহত আছে।’ বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী বলেন, ‘সরকারি ভাবে জাহাজটি সংস্কারের জন্য নির্দেশ দিয়েছে। তাই আমরা গত দুই দিনে জাহাজটির ভিতরের পানি সেঁচে কমিয়ে ফেলেছি। আগামী সপ্তাহে জাহাজটি নতুন করে সংস্কার করার জন্য শাহেন শাহ’র মালিকানাধীন ডকইয়ার্ড থেকে কর্ণফুলি ডকইয়ার্ডে নিয়ে যাওয়া হবে। সেখানে সব কাজ শেষ হলে সংরক্ষণ করা হবে।’

অচিরেই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা হচ্ছে

ডান্ডিবার্তা রিপোর্ট
অচিরেই জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হবে। ইতোমধ্যে কমিটি চূড়ান্ত। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, প্রধানমন্ত্রী দেশে আসলেই কমিটি ঘোষণা করার সম্ভাবনা আছে। ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হতে পারে কেন্দ্র থেকে। এর আগে গত অক্টোবরে আবদুল হাইকে সভাপতি, আবু হাসনাত শহীদ বাদলকে সেক্রেটারী ও আইভীকে সহ সভাপতি করে কেন্দ্র কমিটি ঘোষণা করে। এর পর একাধিকবার উদ্যোগ নিয়েও তিনজনের বসা হয়নি। বরং সভাপতি ও সেক্রেটারী আলাদা কর্মসূচী করায় দলের নেতাকর্মীরা রয়েছে বিভক্ত। এদিকে সভাপতি ও সেক্রেটারী একাধিক বৈঠক করলেও সেখানে নেতৃত্ব ও কমিটিতে স্থান নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। ফলে আর কমিটি আগাতে পারেনি। সূত্রমতে, ২ মাস আগে আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে পৃথক দুটি কমিটির খসড়া কেন্দ্রে জমা পড়েছে। ওই দুটি খসড়া কমিটি দলের হাইকমান্ডের টেবিলে। এরমধ্যে খসড়া কমিটিতে অন্তর্ভুক্ত অনেকের বায়োডাটা জানতে চাওয়া হয়েছে কেন্দ্র থেকে। এখন চলছে যাচাই-বাছাই। ওই দুটি খসড়া কমিটি কাটছাঁট করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিবেন হাইকমান্ড। এদিকে তিনের মধ্যেই আটকে আছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। কিন্তু দীর্ঘ এ সময়ে পূর্ণাঙ্গ কমিটি হয়নি। কমিটি না হওয়ার পেছনে রয়েছে অভ্যন্তরীণ কোন্দল, ঘোষিত আংশিক কমিটির তিন নেতার মধ্যে অনৈক্য, পছন্দের লোককে অন্তর্ভুক্ত করার মিশনসহ নানা কারণ। দলীয় একটি সূত্রমতে, পূর্ণাঙ্গ কমিটির খসড়া দলের হাইকামান্ডের টেবিলে জমা দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীকে অভ্যর্থণা জানাতে নারায়ণগঞ্জে প্রস্তুতি

ডান্ডিবার্তা রিপোর্ট
২০ দিনের সফর শেষে আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই কেন্দ্রীয় আওয়ামীলীগের পাশাপাশি প্রধানমন্ত্রীকে অভ্যর্থণা জানাতে নারায়ণগঞ্জ আওয়ামীলীগেও শুরু হয়েছে প্রস্তুতি। দলীয় স্থানীয় সূত্রে জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিমান বন্দরে অভ্যর্থণা জানাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ ব্যতীত আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরাও নিজেদের কর্মীদের সক্রিয় করতে বেশ তোড়জোড় শুরু করে দিয়েছেন। জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর বীর প্রতিক, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ¦ নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে আড়াইহাজার থানা আওয়ামীলীগ, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের পক্ষে জেলা, মহানগর ও ফতুল্লা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে অভ্যর্থণা জানাবে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই জানান, ‘শনিবার প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে অভ্যর্থণা জানানো হবে। এই লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের যথা সময়ে খিলগাঁও ফ্লাইওভারের নীচে গিয়ে সমবেত হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।’ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন জানান, ‘নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে বিপুল পরিমান নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থণা জানানো হবে। তবে অভ্যর্থণা জানাতে গিয়ে যেন দলীয় নেতাকর্মীদের কারনে জনদূর্ভোগের সৃষ্টি না হয়, সেজন্যও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।’
আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থণা জানাতে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে ঢাকা বিমান বন্দরে যাওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।’ উল্লেখ্য, প্রাথমিক সূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর ২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার গলব্লাডারে অস্ত্রোপচার করায় দেশে ফেরার তারিখ পেছানো হয়।
জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ সেপ্টেম্বর শেখ হাসিনা সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন। তার আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন এবং বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে ২১ সেপ্টেম্বর ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়ায় যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে তার রওনা হওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ‘গলব্লাডারে অস্ত্রোপচারের’ সিদ্ধান্ত নেন। ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রোপচার হয়।

বিসিকে অসহনীয় যানজটে দূর্ভোগ চরমে

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ মহাসড়কের পঞ্চবটি থেকে মুক্তারপুর অংশে যানজট তীব্র আকার ধারন করেছে। আর এতে করে দূর্ভোগ চরমে উঠেছে বিসিক শিল্পাঞ্চলের মালিক-শ্রমিকসহ মুন্সিগঞ্জগামী যাত্রীসাধারনের। সেই সাথে শিল্প প্রধাণ এই এলাকার ব্যবসায়ীদের পণ্য সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে শিল্প মালিক ও সাধারণ ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীণ হচ্ছেন বলেও জানা গেছে। আর তাই গুরুত্বপূর্ণ এই সড়কটির যানজট নিরসনে আশু পদক্ষেপ দাবী করেছেন তারা।
জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ মহাসড়কটির পঞ্চবটি থেকে মুক্তারপুর অংশ দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন যাতায়াত করে। বাস, ট্রাক, কাভার্ডভ্যানের পাশাপাশি রিকসা, ভ্যান গাড়ি ও ইজিবাইকের মতো যানবাহনও দুই লেনের এই ছোট সড়কটি দিয়ে নিয়মিত চলাচল করছে। তাছাড়া বিসিক শিল্প নগরীর প্রায় ১২০০ মিল ফ্যাক্টরীর লক্ষাধীক শ্রমিকের পথচলাও এই একটি সড়ককে কেন্দ্র করে। আর এ বিশাল চাপ সামলে যানবাহনসহ মানুষের পথচলা নির্বিঘœ করতে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের প্রয়োজনীয় তৎপরতার অভাবে ব্যস্ত এই সড়কে যানজট যেনো নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। হাজার হাজার মানুষের নিদারুণ এই দূর্ভোগ থেকে মুক্তির জন্য তাই নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ¦ একেএম শামীম ওসমানের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি জনগন। সরেজমিনে গতকাল বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, মুন্সীগঞ্জ জেলা থেকে প্রতিদিন আলুসহ প্রায় সব ধরনের সবজি নিয়ে ২০০-৩০০ শ’ ট্রাক এ রুটে চলাচল করে। যানজটের কবলে সঠিক সময়ে কাঁচামাল বোঝাই শত শত ট্রাক যনজটের কবলে পরে সঠিক সময়ে পৌঁছতে পারছে না। তাছাড়া বিসিক শিল্পাঞ্চলের তৈরী পোষাক ও কাঁচামাল পরিবহনে সময় নষ্ট হওয়ার প্রভাব পরছে শিপমেন্টের সময়। আর এসব ফ্যাক্টরীর বিদেশী বায়াররা যানজটের কারনে অর্ডার কমিয়ে দিচ্ছে। ফলে ক্ষতির সম্মুখীণ হচ্ছে বৃহৎ এই শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা।
এ বিষয়ে বিসিকের জনৈক শিল্প মালিক অভিযোগের সুরে বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশীক আয় আসে নীট শিল্প থেকে। যার বেশীলভাগই রপ্তানী হয় এই বিসিক থেকে। অথচ এই বিসিকের অবকাঠামো ব্যবস্থাপনায় কখনো নজর দেয়নি প্রশাসন। বিসিকের ভিতরের সড়কগুলো ভাঙ্গা। সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পরে। আর যানজটের কারনে পঞ্চবটি থেকে মোক্তারপুর সড়ক পার হয়ে বিসিকে আসতে সময় লাগে প্রায় এক ঘন্টা। দুই দশক আগের পরিকল্পনা অনুযায়ী নির্মাণ করা সড়কটি আজও একমুখী অবস্থায় রয়েছে। সড়কটি প্রসস্ত করে মাঝে সড়ক দ্বীপ তৈরী করে কয়েক দফা সংস্কার কাজের পরিকল্পনা নিয়েও বাস্তবায়ন করা হয়নি। তাই পঞ্চবটি-মুক্তারপুর সড়কের যানজট নিরসন ও বিসিকের অভ্যন্তরের রাস্তাগুলি পুন:নির্মাণসহ বিসিক শিল্পাঞ্চলের সামগ্রিক অবকাঠামো আন্তর্জাতিক মানে উন্নীত করতে আমরা স্থানীয় সাংসদ একেএম শামীম ওসমানের সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে সেখানে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল হক বলেন, ভাংঙ্গা চোরা রাস্তা আর স্লো গাড়িগুলো রানিং গাড়ির সাথে সমানতালে চলায় এই যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আবদুর রশিদের মুঠোফোনে কল করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।