আজ : মঙ্গলবার: ৬ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ | ২০ মার্চ ২০১৮ ইং | ২ রজব ১৪৩৯ হিজরী | সকাল ৬:০৪
sadinatadibosh-Logo
শিরোনাম
হাইব্রিডরা দলকে ধ্বংস করছে : শামীম ওসমান-❋-বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে কাউন্সিলর খোরশেদ আটক-❋-প্রবাসেও সোনারগাঁয়ের তানভীনার সাফল্য-❋-নারীরা সারাবিশ্বে দাবড়িয়ে বেড়াচ্ছে : মেয়র আইভী-❋-ভাষা সৈনিক ওসমান আলীর ৪৭তম মৃত্যুবার্ষিকীতে  দু:স্থদের মাঝে কাপড় বিতরণ ও দোয়া-❋-আজও কি ফটোসেশন করবে না’গঞ্জ বিএনপি ?-❋-জামিন স্থগিতে ক্ষুব্ধ নারায়ণগঞ্জ বিএনপি-❋-অলি গলিই না’গঞ্জ বিএনপির একমাত্র ভরসা-❋-না’গঞ্জে উন্নয়ণ করেও পিছিয়ে ক্ষমতাসীনরা-❋-ফ্যাশন ওয়ার্ড টোকিও মেলায় অংশ গ্রহণ নিয়ে বিকেএমইএর প্রস্তুতি মূলক সভায় সেলিম ওসমান জাপানে বাংলাদেশী নীট পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জে হকার ইস্যুকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুটি অংশের দ্বন্দ্ব ও জেলা-মহানগর আওয়ামীলীগের নীরবতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে বিএনপি। আগামী নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে দলটি। ইতোমধ্যে এ সময়টাকে কাজে লাগিয়ে তারা মহানগর বিএনপির কর্মীসম্মেলন করে ফেলেছেন। অপরদিকে দলের দুটি পক্ষের এমন অবস্থানে একেবারেই নীরব দেখা গেছে জেলা ও মহানগর আওয়ামীলীগকে।  দুটি সংগঠনের শীর্ষ নেতাদের এ ব্যাপারে এখন পর্যন্ত সমঝোতার উদ্যোগ নিতে কিংবা আহত হওয়া নেতাদের পক্ষে কোন বিবৃতি দিতে দেখা যায়নি। এর আগেই সংঘর্ষের ব্যাপারে ধারনা করতে পেরেও দুটি পক্ষেও কাউকেই এ ব্যাপারে চুপ থাকতে কিংবা ঘটনার দিন মাঠে না থাকতে অনুরোধ করেনি নেতারা। জানা যায়, সংঘষের্র দিন জেলা আওয়ামীলীগের একজন সাংগঠনিক সম্পাদক, একজন যুগ্ম সম্পাদক সহ একাধিক নেতা আহত হন। আহত নেতাকর্মীদের ব্যাপারেও কোন বিবৃতি দেয়নি জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আইভী নিজেও ওইদিন আহত হয়ে হাসপাতালে রয়েছেন। তবে তার ব্যাপারেও নীরব দেখা গেছে দলটিকে। এদিকে সংঘষের্র ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার মহানগর বিএনপির কর্মীসম্মেলন করে ফেলেছে। এতে দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল। কর্মী সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম বলেছেন, আজকে শত বাধা উপেক্ষা করেও আমরা আমাদের সম্মেলন করেছি। দলীয় প্রধান নির্বাচনে যাকে মনোনীত করবেন তার হয়েই আমরা কাজ করবো। আমি বিগত তিনবার এখানে নির্বাচন করেছি। আমি আমার জন্য কাজ করিনা, দলের জন্য করি। আমি দলের সম্পদ-আপনাদের সম্পদ। আপনাদের জন্যই আমি কাজ করছি, করবো। বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে খালেদা জিয়া ছাড়া আমরা মূল্যহীন। খালেদা জিয়াকে আগামীর প্রধানমন্ত্রী বানাতে আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। এখন বিভাজনের সময় নয়। আমরা দলকে এক করতে কাজ করে যাচ্ছি। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, আজকে রাজনীতির সুযোগ দিয়ে দেখেন, মানুষ বিএনপির সকল কর্মসূচী জনসভায়-গণসভায় পরিনত করে দেবে। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই আমরা সবাই মিলে কাজ করবো। রাজনীতি তো মানুষের জন্য, সেই রাজনীতিকে আজকে নিজেদের পকেটের রাজনীতিতে পরিনত করে দেশকে দুর্নীতি ও আগ্রাসনের কেন্দ্রে পরিনত করেছে আওয়ামীলীগ। একই সময়ে দলের ৫টি ইউনিয়ন কমিটিও ঘোষণা করে ফেলবেন বলে জানান মহানগর বিএনপির সভাপতি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৫টি ইউনিয়নের কমিটি প্রস্তুত রয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম। তিনি বলেন, আমরা আমাদের কমিটিগুলো করার জন্য সার্চ কমিটি করে দিয়েছিলাম। আমাদের সকল কমিটিই প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে দুটি ইউনিয়ন গোগনগর ও আলীরটেকের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আরো ৫টি ইউনিয়নের কমিটি একেবারেই প্রস্তুত রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যেই আমরা তা ঘোষণা করে দেব এবং তার একটি কপি আপনার (মওদুদ আহমেদ) কাছে পৌছে দেব। পর্যায়ক্রমে ইউনিয়ন কমিটিগুলো হয়ে গেলে আমরা দ্রুতই আমরা ওয়ার্ড কমিটিগুলো ঘোষণা করে দেব। কমিটির জন্য কাউকে লবিং তদবির করতে হবেনা। যারা দলের জন্য কাজ করেন, নিবেদিতপ্রান তারাই দলীয় পদ পদবি পাবেন। আমরা দলকে এক করতে কাজ করে যাচ্ছি। আগামী ১০ বছর যারা দলের জন্য কাজ করবে এমন নতুন ডেডিকেটেড নেতৃত্ব আমরা প্রস্তুত করছি। গত ২৫ ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ শুরু করে সিটি করপোরেশন। এরপর থেকেই হকাররা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। আন্দোলনের মাঝে তারা একাধিকবার সাক্ষাৎ করেন মেয়র সেলিনা হায়াত আইভী, সংসদ সদস্য সেলিম ওসমান, জেলা প্রশাসক রাব্বি মিয়ার সাথে। কারো কাছে কোন সদুত্তর না পেয়ে এবং বসতে না পেরে সর্বশেষ তারা পরিবার নিয়ে সংসদ সদস্য শামীম ওসমানের কাছে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। গত ১৫ জানুয়ারি হকাররা শহরে তাদের বসতে দেওয়ার জন্য বিশাল সমাবেশ করেন। উক্ত সমাবেশে শামীম ওসমান হকারদের বসতে দিতে সংশ্লিষ্টদের ২৪ ঘন্টার সময় দেন এবং ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তাদেরকে বসতে দিতে বলেন। তিনি এর মধ্যে সবাইকে নিয়ে হকারদের জন্য কোন একটা ব্যবস্থা করবেন বলেন জানিয়েছিলেন। গত মঙ্গলবার শহরের চাষাঢ়ায় উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে মেয়র সেলিনা হায়াৎ আইভীর লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এতে যোগ দেন। এতে আহত হন সাংবাদিক, আওয়ামী লীগ নেতা, হকারসহ অন্তত অর্ধশত লোকজন।

মেয়র আইভী এখন সুস্থ্য কেবিনে স্থানান্তর চিকিৎসার খোঁজ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা

ডান্ডিবার্তা রিপোর্ট

এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আগামীকাল হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। মেয়র আইভীর শারীরিক অবস্থা এখন অনেকটাই ভাল। তবে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে রাজধানীর ল্যাব এইড হাসপাতাল ছাড়লেও তাকে অন্তঃত ১৫ দিন পূর্ন বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক বরেণ চক্রবর্তী।  গত শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু হাসপাতালে মেয়র আইভীকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। ল্যাবএইড হাসপাতালের সিনিয়র কনসালট্যন্ট ডা. বরেণ চক্রবর্তী শনিবার রাতে সাংবাদিকদের বলেন, মেয়র আইভীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তার মাথার পেছনের আঘাত ছিল। তবে খারাপ কিছু নেই। তার সকল পরীক্ষা নিরিক্ষাই ভাল। আশা করি, তিনি দু’-একদিনের মধ্যেই হাসপাতাল ছাড়তে পারবেন। পনের দিন পর আবার তাকে চেকআপের জন্য আসতে হবে। অধ্যাপক বরেণ চক্রবর্তী আরও জানান, তাকে গতকাল রোববার সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। আইভীর চিকিৎসার জন্য গঠিত বোডের্র অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া (নিউরোলজিস্ট), অধ্যাপক ডা. আশরাফ আলী (নিউরোলজিস্ট), অধ্যাপক ডা. মাসুদ আনোয়ার (নিউরোসার্জন) ও অধ্যাপক ডা. আবুল জাহেদ (কার্ডিওলজিস্ট)। এদিকে মেয়রের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন জানান, গতকাল রবিবার দুপুরে মেয়রকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি এখন সুস্থ। মেয়র আইভি এখন স্বাভাবিক ভাবেই কথাবার্তা বলছেন। তবে চিকিৎসকরা তাকে পূর্ন বিশ্রামে থাকতে বলেছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

মামলা দায়েরের জন্য দুদক চেয়ারম্যানকে কারণ দর্শানোর নির্দেশ

ডান্ডিবার্তা রিপোর্ট

কেন্দ্রীয় যুবলীগ নেতা ও নারায়ণগঞ্জ-৩ আড়াইহাজার আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এড. ইকবাল পারভেজের বিরুদ্ধে দায়ের করা দুদকের মামলাটি স্থগিত করে দিয়েছেন সুপ্রিম কোর্ট বেঞ্চ। গতকাল রোববার সুপ্রীম কোটের্র প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে ক্রিমিনাল পিটিশন নং-১৪৬৭/১৭, আইটেম নং-৫ ইকবাল পারভেজের বিরুদ্ধে দূদকের দায়ের করা মামলার আপীলটি শুনানী হয়। শুনানী শেষে দূদকের আপীলটি খারিজ করে দেন সুপ্রীম কোর্ট। এতে করে হাইকোর্টে ইকবাল পারভেজের পক্ষে দেওয়া আদেশ বহাল রহিল। মামলার সমস্ত কার্যক্রম স্থগিত ও কেন মামলাটি বাতিল করা হবে না দূদকের চেয়ারম্যানকে দেওয়া কারন দর্শানোর নোটিশটি বহাল হয়। গত ৭ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের কোর্টে ইকবাল পারভেজের মামলা স্থগিত হয়ে যায় এবং কেন মামলাটি বাতিল করা হবে না ৪ সপ্তাহের মধ্যে কারন দর্শানোর নোটিশ জারী করেন আদালত। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে দূদক গত ৯ জানুয়ারি  আপীল বিভাগের চেম্বার আদালতে আপীল করেন। আপীল শুনানী শেষে চেম্বারকোর্ট হাইকোর্টের আদেশ বহাল রাখেন। গতকাল রোববার পুনরায় দুদক সুপ্রীমকোর্টের পূর্নাঙ্গ বেঞ্চে আপীল করিলে উভয় পক্ষের শুনানী শেষে দুদকের আপীলটি সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে ক্রিমিনাল পিটিশন নং-১৪৬৭/১৭ মামলাটি খারিজ করে দেন। আদালত বলেন ইকবাল পারভেজের বিরুদ্ধে দুদকের দায়েলকৃত মামলায় কোন মেরিট নাই। তাই খারিজ করা হলো। দূর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খোরশেদ আলম। ইকবাল পারভেজের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এস.এম রেজাউল করিম। আদালতে অ্যাডভোকেট এস.এম রেজাউল করিমের দেয়া বক্তব্য হাইকোর্ট, চেম্বারকোর্ট এবং সুপ্রীম কোর্টের পূর্নাঙ্গ বেঞ্চে শুনে আইনজীবী শম রেজাউল করিম বলেন যে, ইকবাল পারভেজ সর্বোচ্চ শিক্ষা অর্জন করেন তিনি এলএলবি, বিবিএ, এমবিএ এবং এমএসএস (প্রিভিয়াস) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সহকারী সচিব মর্যাদায় চাকুরী করেন। চাকুরী শেষে তিনি অরভিট গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর একজন সফল ব্যবসায়ী ও চেয়ারম্যান হিসেবে নিয়োজীত আছেন। তিনি ২০০৭ সাল থেকে সরকারকে নিয়মীত আয়কর প্রদান করে আসছেন। ব্যবসার পাশাপাশি ইকবাল পারভেজ প্রগতীশীল রাজনীতিবীদ ও সমাজ সেবক। তিনি স্থানীয়, জাতীয় এবং আর্ন্তজাতিক নানা সমাজ সংস্থার সঙ্গে সম্পৃক্ত। তিনি স্বক্রিয়ভাবে  রাজনীতি করেছেন ছাত্রজীবন থেকেই। ইকবাল পারভেজ বলেন, তিনি ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সরকারী তিতুমীর কলেজের এ.জি.এস ছিলেন।  তিনি আড়াইহাজারের কবি নজরুল স্কুল এন্ড কলেজের তৃতীয় বারের মত গর্ভানিং বডির সভাপতি এবং বাড়ৈপাড়া নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি। বাড়ৈপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এবং মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর একজন সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক। অ্যাডভোকেট শম রেজাউল করিম সুপ্রীম কোর্টে বলেন যে, ৪ বছর আগে আড়াইহাজারের মানুষের চাহিদা অনুযায়ী সুখ-দুঃখে পাশে থাকার জন্য যখন আড়াইহাজার থেকে এমপি পদপ্রার্থী হয়েছেন তখনই ইকবাল পারভেজের জনপ্রিয়তায় ঈর্ষানীত হয়ে দলীয় অভ্যন্তরীন রাজনৈতিক কোন্দলের শিকার হন তিনি। ইকবাল পারভেজ এর প্রতিপক্ষের মিথ্যা তথ্যের দ্বারা দুদকে মিথ্যা মামলার শিকার হন। ইকবাল পারভেজের জনপ্রিয়তায় হ্রাস করার জন্য পারিবারিক, সামাজিক মান স¤œান নষ্ট করার জন্য এবং রাজনৈতিক ভাবে ঘায়েল কার জন্য দুদক এই মামলা দায়ের করে। দূদকের আইন অনুযায়ী এই মামলা দায়ের করা হয়নি। দুদক আইনে বলা আছে, কারও বিরুদ্ধে মামলা দায়ের করার পূর্বে আতœপক্ষ সর্মথনের সুযোগ দিয়ে ২৬(১) ধারার নোটিশ করতে হবে। কিন্তু দুদক ইকবাল পারভেজকে ২৬(১) ধারার কোন নোটিশ না করেই মামলা দায়ের করেছেন। দূদকের এজাহারে যে সমস্ত সম্পত্তির বর্ননা করা হয়েছে তার প্রত্যেকটি সম্পত্তির টাকার উৎস, আয় ব্যায়ের হিসাব, কোন বৎসর আয়কর বিবরণীতে প্রদর্শন পূর্বক আয়কর বিভাগ কর্তৃক অনুমোদন নেওয়া আছে বিস্তারিত ভাবে উল্লেখ করেছি। দূদকের মামলায় একটি সম্পত্তি ও আয়কর বিভাগের বাহিরে নাই। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, অন্যের মালিকানাধীন সম্পত্তিতে ইকবাল পারভেজকে মালিক দেখাইয়া এই মামলা দায়ের করা হয়। দুঃখের সহিত আদালতকে বলতে হয় দূদক স্ব-উদ্দেগে ইকবাল পারভেজের বিরুদ্ধে অনুসন্ধান করে পর পর ৩ বার ফাইনাল রিপোর্ট দাখিল করেছিল। দূদকের ১ম অনুসন্ধানী রিপোর্ট ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি দাখিলকৃত।

দুদকের ১ম অনুসন্ধান রির্পোটের সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় ইকবাল পারভেজ, সহকারী পরিচালক,  রাজউক, ঢাকায় ২৪/৪/১১ ইং তারিখ চাকুরীতে যোগদান করেন। ৮/৬/১১ তারিখ শ্যামপুরে মেরাজনগরে প্লান পাশ পূর্বক ৭ তলা বাড়ীর নির্মান কাজ স্ত্রী মরিয়ম আক্তারের নামে শুরু করে। ২০১২ সালের মধ্যে স্বামী স্ত্রী এক কোটি নব্বই লক্ষ টাকা ব্যাংক ঋণ ও ভাইয়ের নিকট থেকে ব্যক্তিগত ঋণ, ব্যবসা ও চাকুরীর সঞ্চয় দিয়ে উক্ত বাড়ির নির্মান কাজ শেষ করে। তার বাবা জাবেদ আলী ভূইয়া জীবিত। নিজের ও পিতার ব্যবসার আয় দ্বারা চাকুরীতে যোগদানের পূর্বেই অর্জিত অর্থ দিয়ে নিজ গ্রামে বিভিন্ন সময়ে পিতা আঃ রহিম প্রধান কর্তৃক তার নিজ নামে ছেলের নামে ধানী জমি খরিদ করেন। তার টি.আই.এন ০৮৪-১১৩-১৯২০, সার্কেল-২৭০, কর অঞ্চল ১৩, ঢাকা। আয়কর মামলা ২০১৩-১৪ করবর্ষ পর্যন্ত নিষ্পত্তি করা হয়েছে। চাকুরীতে যোগদান করার পূর্বেই ইকবাল পারভেজের নিজ নামে ও স্ত্রীর নামে পিতা কর্তৃক দান সূত্রে প্রাপ্ত হয়ে বর্ণিত সম্পদ অর্জন করেন। এ ক্ষেত্রে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের বর্হিভূত সম্পদ অর্জনের বিষয়টি প্রমাণিত হয়নি। ২৪/৪/১১ তাং রাজউকে সহকারী পরিচালক পদে যোগদান করে। ৮/৬/১১ তাং বাড়ির প্লান অনুমোদন করান। এতে প্রতীয়মান হয়  চাকুরীর অবৈধ উপার্জন দ্বারা উক্ত বাড়ি নির্মাণ করা সম্ভব নয়। তার ব্যবসা, ধার-দেনা ও ব্যাংক ঋণ দিয়ে উক্ত বাড়ি নির্মাণের বিষয়টি গৃহীত মর্মে প্রতীয়মান হয়। উভয়ের সম্পত্তি আয়কর বিভাগে ঘোষিত। দুদক, প্রধান কার্যালয়, ঢাকার স্বারক নং-২১২৩২ তাং ১৫/৭/১৪ এর অফিস পরিপত্রের আদেশ অনুযায়ী তাদের স্থাবর-অস্থাবর সম্পদের বছরভিত্তিক পরিবৃদ্ধি ও পারিবারিক ব্যয়ের সাথে অর্জিত আয়ের সংগতি যথাযথ মর্মে প্রতীয়মান হয়।

এমতাবস্থায়, ইকবাল পারভেজ, সহকারী পরিচালক (আইন), রাজউক এর বিরুদ্ধে পূর্বাচলে অবৈধভাবে টাকা আদায়ের মাধ্যমে শতাধিক প্লটের মালিক হওয়ার বিষয়ে আমাদের অর্থনীতি তাং ১৭/৮/১৩ পত্রিকায় যে অভিযোগ আনয়ন করা হয়েছে তা অনুসন্ধানকালে ভিত্তিহীন মর্মে প্রতীয়মান হয়। এছাড়া তাদের জ্ঞাত আয়ের বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ যথাযথ বিবেচিত না হওয়ায় অভিযোগটি নথিভূক্ত করা যেতে পারে। দূদকের ২য় অনুসন্ধানী রিপোর্ট গত ১১/৯/২০১৫ তারিখে দাখিলকৃত।

দুদকের ২য় অনুসন্ধানকালে অত্র কার্যালয়ের স্মারক নং-৯১৭০৪ তারিখ ২১/০৪/২০১৫ ইং অনুযায়ী প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, পূর্তভবন, সেগুনবাগিচা, ঢাকার নিকট চাহিদা পত্র দেয়া হয়। পরবর্তীতে গণপূর্ত অধিদপ্তর হতে প্রয়োজনীয় রের্কডপত্র এর ফটোকপি সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্রাদী পর্যালোচনান্তে দেখা যায় যে, মেসার্স ইকবাল পারভেজ নামীয় প্রতিষ্ঠানের মালিক জনাব ইকবাল পারভেজ, অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়,ঢাকা গণপূর্ত জোন, ঢাকার স্মারক নং-৪৩১৭/১(৪৬১) তারিখ ৩০/০৬/২০১০ ইং অনুযায়ী ঢাকা গণপূর্ত জোন ঢাকার অধীনে ২য় শ্রেনীর সিভিল ও সেনিটারী ঠিকাদার হিসেবে তালিকাভুক্ত করা হয়। যার তালিকাভুক্তির ক্রমিক নং- ১১৯/২০১০-১০। অনুসন্ধানকালে ২০১১ কর বৎসরে ঢাকা গণপূর্ত সার্কেল-১ ঢাকা -১ এর অধীনে ইকবাল পারভেজ এর মালিকানাধীন মেসার্স ইকবাল পারভেজ খঞগ পদ্ধতিতে আহবানকৃত দরপত্রের ভিত্তিতে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী কর্তৃক ঘড়ঃরভরপধঃরড়হ ড়ভ অধিৎফ দেয়া হয়। উক্ত কাজগুলির প্রাক্কলিত অর্থের পরিমাণ প্রায় ৩/৪ লক্ষ টাকা এবং অধিকাংশ কাজই ঢাকাস্থ বেইলী রোডে অবস্থিত মিনিস্টার্স এপার্টমেন্ট এর রক্ষণাবেক্ষণ ও মেরামত সংক্রান্ত। কাজগুলি প্রায়  ৩/৪ বৎসর পূর্বে সম্পন্ন হয়েছে বিধায় বর্তমানে উক্ত কাজগুলির সঠিকতা ও বাস্তব পরিমাপ বর্তমানে নিরুপন করা সম্ভব নয়। তাছাড়া অভিযোগটি মূলত: অস্পষ্ট ও ঢালাও ধরনের। অনুসন্ধানকালে আলোচ্য অভিযোগটি প্রমাণযোগ্য হিসেবে প্রতীয়মান হয়না।” দূদকের ৩য় অনুসন্ধানী রিপোর্ট গত ৩/১/২০১৬ তারিখে দাখিলকৃত।

দুদকের ৩য় অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় আরও দেখা যায় ইকবাল পারভেজ, সহকারী পরিচালক, রাজউক ঢাকা ২৪/৪/১১ ইং তারিখ চাকুরীতে যোগদান করেন। ৮/৬/১১ তারিখ শ্যামপুরে মেরাজনগরে তার স্ত্রী প্লান পাশপূর্বক ৭তলা বাড়ীর নির্মাণ কাজ স্ত্রী মরিয়ম আক্তারের নামে শুরু করে। ২০১২ সালের মধ্যে স্বামী স্ত্রী এক কোটি নব্বই লক্ষ টাকা ব্যাংক ঋণ ও ভাইয়ের নিকট থেকে ব্যক্তিগত ঋণ, ব্যবসা ও চাকুরীর সঞ্চয় দিয়ে উক্ত বাড়ির নির্মান কাজ শেষ করে। তার বাবা জবেদ আলী ভূঁইয়া জীবিত। নিজের ও পিতার ব্যবসার আয় দ্বারা চাকুরীতে যোগদানের পূর্বেই অর্জিত অর্থ দিয়ে নিজ গ্রামে বিভিন্ন সময়ে পিতা আঃ রহিম প্রধান কর্তৃক তার নিজ নামে, ছেলের নামে ধানী জমি খরিদ করেন। তার টি/আই.এন ০৮৪-১১৩-১৯২০, সার্কেল-২৭০, কর অঞ্চল ১৩, ঢাকা। আয়কর মামলা ২০১৩-১৪ করবর্ষ পর্যন্ত নিষ্পত্তি করা হয়েছে। চাকুরীতে যোগদান করার পূর্বেই ইকবাল পারভেজের নিজ নামে ও স্ত্রীর নামে পিতা কর্তৃক দান সূত্রে প্রাপ্ত হয়ে বর্ণিত সম্পদ অর্জন করেন। এ ক্ষেত্রে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি প্রমাণিত হয়নি। ২৪/৪/১১ তাং রাজউকে সহকারী পরিচালক পদে যোগদান করে। ৮/৬/১১ তারিখ বাড়ির প্লান অনুমোদন করান। চাকুরীর মাত্র ২ মাসের মধ্যে অবৈধ উপার্জন দ্বারা ৭ তলা বাড়ি নিমার্ণ করা সম্ভব নয়। চাকুরীতে যোগদানের পূর্বেই উক্ত জায়গা খরিদ ও বাড়ি নিমার্ণের প্লান করেছেন। তার ব্যবসা, ধার দেনা ও ব্যাংক ঋণ দিয়ে উক্ত বাড়ি নির্মানের বিষয়টি গৃহীত মর্মে প্রতীয়মান হয়। স্বামী-স্ত্রী উভয়ের সম্পত্তি আয়কর বিভাগে ঘোষিত ও আয়কর মামলা নিষ্পত্তিকৃত। দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার স্মারক নং ২১২৩২ তাং ১৫/৭/১৪ এর অফিস পরিপত্রের আদেশ অনুযায়ী তাদের স্থাবর-অস্থাবর সম্পদের বছরভিত্তিক পরিবৃদ্ধি ও পারিবারিক ব্যয়ের সাথে অর্জিত আয়ের সংগতি যথাযথ মর্মে প্রতীয়মান হয়। এমতাবস্থায়, সার্বিক বিষয়াদি পর্যালোচনায় ইকবাল পারভেজ, সাবেক সহকারী পরিচালক (আইন), রাজউক গত ২৪/৪/২০১১ তারিখ সরকারী চাকুরীতে যোগদান করে। অর্জিত সম্পদ যোগদানের পূর্বে ও পরে ক্রয়কৃত। চাকুরীতে প্রবেশের পূর্বে এবং ২০১২-১৩ সালেই অধিকাংশ জমি খরিদকৃত। অনুসন্ধানে প্রতীয়মান হচ্ছে পূর্বে অর্জিত অর্থ দ্বারাই উক্তরুপ সম্পত্তি স্বামী-স্ত্রী অর্জন করেছেন। এছাড়া ইকবাল পারভেজ এর নামে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের একাধিক অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত না হওয়ায় অভিযোগটি নথিভুক্ত করা যেতে পারে।” পুনরায় অনুসন্ধান পূর্বক পরপর ৩ বার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের সত্যতা না পাওয়ায় ফাইনাল রির্পোট দেওয়ার পর মামলা হয়  কিভাবে।এটিএকটি মিথ্যা মামলা, হয়রানী মামলা। এই মামলার কোন ভিত্তি নাই। আদালতে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ পূর্বক প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রীম কোর্টের পূর্নাঙ্গ বেঞ্চে ইকবাল পারভেজের বিরুদ্ধে দায়েলকৃত দূদকের মামলাটি খারিজ করে দেন।  এ ব্যাপারে ইকবাল পারভেজের সাথে যোগাযোগ করা হইলে তিনি বলেন যে, আমার বিরুদ্ধে দূদকের দায়েলকৃত মামলাটি সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন হয়রানীমূলক। দূদক আমাকে পর পর ৩ বার অব্যহতি দেওয়ার পরে কিভাবে মামলা হয় আমার বোধগম্য নয়। দূদক অন্যের সম্পত্তিতে তাকে মালিকানা তৈরি করে মামলা করেছে। দূদকের এজাহারে যে সকল সম্পত্তির বর্ননা দেওয়া হয়েছে সকল সম্পত্তির টাকার উৎস, আয় ব্যয়ের হিসাব এনবিআর কর্তৃক অনুমোদনকৃত। তার নির্বাচনী এলাকা আড়াইহাজারে প্রতিপক্ষ নজরুল ইসলাম বাবু বিভিন্ন সভা সমাবেশে, অনুষ্ঠানে, বাজারে, বন্দরে বলে বেড়াতো তাকে দূদকের মামলা দিয়েছে, সে জেলে যাচ্ছে, আর বেরোতে পারবেনা। ইকবালের রাজনীতি করার সকল শখ মিটিয়ে দিয়েছি। বাবুর এ ধরনের বক্তব্য মনে হয় আড়াইহাজারে তার জনপ্রিয়তায় ঈর্ষানীত হয়ে রাজনৈতিক ভাবে তাকে ঘায়েল করার জন্য এমপি বাবুর দেয়া মিথ্যা তথ্য উপাত্তের উপরে নির্ভর করে হয়রানী করার জন্য এই মামলা করে দুদক।

পারভেজের পথেই কি নিয়াজুল?

ডান্ডিবার্তা রিপোর্ট

মঙ্গল বারের সংঘর্ষের পর থেকে কোথায় আছে শামীম ওসমান পন্থী নিয়াজুল ইসলাম? পুলিশ তাঁকে খুঁজলে পাচ্ছে না। শহর কিংবা শহরতলীর কোথাও তাঁকে দেখা যায়নি। পরিবারের কেউ বলছে ‘চিকিৎসার জন্য ভারত গেছেন’। কেউ বলছেন ‘জানিনা’। আবার শোনা যাচ্ছে বেনাপোল বর্ডার হয়ে ভারতে পালিয়েছেন অস্ত্রধারী এই ব্যক্তি। তবে, প্রকৃত সত্যি আসলে কী? তা নিয়েই শহরজুড়ে চলছে নানা আলোচনা। ত্বকী হত্যার পর উত্তপ্ত হয়ে ওঠেছিলো নারায়ণগঞ্জ। আওয়ামী লীগের একটি অংশও সেসময় এই হত্যার বিচার দাবিতে আন্দোলনের মাঠে ছিলো সরব। তখন শামীম ওসমান সহ তাঁর পরিবারের দিকেই ত্বকী হত্যার অভিযোগের তীর ছিলো। ফলশ্রুতিতে শামীম ওসমান পন্থীরা বেশ ক’বার ত্বকী হত্যার বিচার দাবিকারীদের ওপর হামলাও চালায়। সর্বশেষ শহীদ মিনারে কৃষক লীগের সিনিয়র নেতা রোকন উদ্দিনের দিকে অস্ত্রসহ তেড়ে যান সেসময়কার দুর্দান্ত সন্ত্রাসী শামীম ওসমানের ঘনিষ্ঠজন জহিরুল ইসলাম ভুঁইয়া পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজ। ওই সময় সে ঘটনার দু’দিন পর থেকেই নিখোঁজ হয় পারভেজ। তখন কেউ বলছিলেন ‘চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি’। কেউ বলেছিলেন ‘জানি না’। কেউ বলেছিলেন ‘ভারতে পালিয়ে গেছে’। এরপর তো আর ফিরেই আসেনি পারভেজ। বলা হয়েছিলো গুলশান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছিলো। এখন বলা হচ্ছে পারভেজ গুমের শিকার! এদিকে পারভেজের ঘটনার সাথে অনেকটাই মিল আছে নিয়াজুলের ঘটনার। এবার হকার ইস্যুতে চলমান উত্তেজনায় মঙ্গলবারে সংঘর্ষের সৃষ্টিই হয়েছিলো নিয়াজুলের অস্ত্র উঁচিয়ে আইভীর দিকে তেড়ে যাওয়াকে কেন্দ্র করে। তখন সে গণধোলাইও খেয়েছিলো। এ ঘটনার পর পুলিশ তাঁকে খুজলেও কোথাও পাচ্ছে না। অর্থাৎ ওই ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে এই অস্ত্রধারী। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, পারভেজের ভাগ্যে যে পরিণতি হয়েছিলো এবার নিয়াজুলও কি সেই পরিণতি বরণ করতে যাচ্ছে? নাকি গ্রেফতার এড়াতে অস্ত্রধারী নিয়াজুল আত্মগোপন করে আছেন? প্রসঙ্গত, হকার ইসুুকে কেন্দ্র করে গত ১৬ জানুয়ারি নগরীর বঙ্গবন্ধু সড়কে মেয়র আইভী ও  সাংসদ শামীম ওসমান অনুসারীদের মাঝে ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় নিয়াজুল অস্ত্র হাতে মেয়র আইভী’র দিকে তেড়ে গেলে গনপিটুনির শিকার হন। পরবর্তীতে সেই ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ ইলেট্রিক ও প্রিন্ট মিডিয়ায় ভাইরাল হয়ে উঠে। শুধু তাই নয়, ওই ঘটনায় অস্ত্র প্রদর্শনকারীদের গ্রেফতারের দাবী ওঠে সর্ব মহল থেকে। সরকার তথা আওয়ামী লীগের শীর্ষ নেতারা পর্যন্ত বিব্রতবোধ করেন।

শামীম ওসমানের বক্তব্যে শহরজুড়ে তোলপাড়

ডান্ডিবার্তা রিপোর্ট

‘আওয়ামী লীগের টিকেটে আইভী বিএনপি নেতা’ এক গণমাধ্যমে করা শামীম ওসমানের এমন বক্তব্য নিয়ে শহরজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই বলছে, আইভী যদি বিএনপি-জামাতের এজেন্ট হন, তাহলে শেখ হাসিনা কীভাবে তাঁর হাতে নৌকা প্রতীক তুলে দেন আবার জেলা কমিটির সিনিয়র সহসভাপতি করেন? খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মনোনয়ন এবং জেলা কমিটিতে সহসভাপতি করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভীকে। তাই প্রশ্ন ওঠেছে, শামীম ওসমান কি অমন বক্তব্যের মাধ্য প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ভুল (?) তাই বোঝাতে চাইছেন? এমন প্রশ্ন এখন দল ও দলের বাইরে অনেকের মাঝেই শোনা যাচ্ছে। তবে অনেকই বলছেন, যা হচ্ছে বা ইতোপূর্বে যা হয়েছে আইভী-শামীমের মাঝে তা সম্পূর্ণ ব্যক্তিগত রেশারেশি। তাঁদের এই রেশারেশির কারণ একদিকে দল ও অন্যদিকে নগরবাসীর শৃঙ্খলা নষ্ট হচ্ছে। আবার কারো মতে, আইভী’র জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে শামীম ওসমান একটু বাড়াবাড়িই করছেন। হতে পারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আইভী’র কাছে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার প্রতিশোধ তুলছেন শামীম। কথা হচ্ছিলো নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই’র সাথে। তাঁর কাছে শামীম ওসমানের করা মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “শামীম ওসমান এমন বক্তব্য করেছেন কিনা আমার জানা নেই। কারন, আমাদের নেত্রী আইভীকে নাসিক নির্বাচনে ‘নৌকা’ প্রতীক দিয়েছেন এবং একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আইভী জয়ী হয়েছেন। পাশাপাশি নির্বাচনের পর নেত্রী আইভীকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পদেও মনোনীত করেছেন। তাহলে তো বলতে হয় যে আমাদের নেত্রী ভুল। সেটা তো মেনে নেয়া যায়না। এখন শামীম ওসমান এ কথা কেন বলেছেন, সেটা তিনিই ভালো বলতে পারবেন।” এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল এর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “শামীম ওসমান যে মন্তব্য করেছেন সেটা তাঁর একান্ত নিজস্ব মতামত। তাঁর মতামত তিনি গণমাধ্যমে ব্যক্ত করেছেন। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি না। যেহেতু এ বিষয়টি কেন্দ্রীয়ভাবে দেখা হচ্ছে সেখানে আমাদের জেলার নেতাদের কোনো কথা বলার প্রশ্নই আসেনা।” কথা হয় নারায়ণগঞ্জ মহনগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. খোকন সাহা’র সাথে। মুঠোফোনে তিনি শামীম ওসমান বা আইভী সম্পর্কে কোনো মন্তব্য করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, “পুরো বিষয়টা ওইদিনের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে। তাই এই মুহূর্তে কারো ব্যাপারেই ভালো মন্দ কিছু বলবো না।” আইভীকে নিয়ে শামীম ওসমানের করা মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম বলেন, “শামীম ওসমান হচ্ছে আওয়ামী লীগ নামধারী হেফাজত নেতা। কারন, শামীম ওসমান হেফাজতকে পৃষ্ঠষোকতা করেছে, তাদের সাথে মিটিং করেছে আর চন্দন শীল হেফাজতের নেতাদের রাইফেল ক্লাবে তরমুজ কেটে খাইয়েছে। তারাই হচ্ছে আওয়ামী লীগ নামধারী হেফাজতের প্রকৃত নেতা।” একই প্রসঙ্গে ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি’র কাছে জানতে চাইলে পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, মেয়র আইভী যদি বিএনপির নেতা হয় তাহলে বিএনপির নেতাকে আওয়ামী লীগের জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি কীভাবে করে কোন যুক্তিতে?  তাহলে তো কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠে যে, তারা কতটা দুরদর্শী এবং কতটা খোঁজ খবর নিয়ে কমিটি করেছে।”  তাহলে কী শামীম ওসমান প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে ভুল ভাবছেন এমন প্রশ্নের জবাবে রাব্বি বলেন, “শামীম ওসমান প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে তো চ্যালেঞ্জ করছেই সে আওয়ামী লীগের কেন্দ্রীয় গোটা নেতৃত্বকেই চ্যালেঞ্জ করছে। তাছাড়া, তিনি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কোন কমিটিরই পদ পদবীতে নাই। আইভী জামাত শিবিরের নেতৃত্ব দেয়না বরং জামাত শিবিরের লোকজনই শামীম ওসমানের আশে পাশে ঘোরে। হেফাজতকে তিনি পৃষ্ঠপোষকতা করেন।” প্রসঙ্গত, একটি গণমাধ্যমে শামীম ওসমান বলেছিলেন, “আইভী’র নেতৃত্বে নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াত আবারও সংগঠিত হচ্ছে। মঙ্গলবারের ঘটনাই তার বড় প্রমাণ। কেননা, এদিন তাঁর সাথে বিএনপি’র ক্যাডার বাহিনী ছিলো। আইভী আওয়ামী লীগের টিকেটে একজন বিএনপি’র নেতা।”

মানব ঢালে রক্ষা শেখ হাসিনা ও আইভী!

ডান্ডিবার্তা রিপোর্ট

‘মানব ঢাল’ তৈরি করে শামীম ওসমান সমর্থকদের ইট বৃষ্টি থেকে রক্ষা করা হয়েছিলো মেয়র আইভীকে। এরপরই নারায়ণগঞ্জসহ পুরো দেশজুড়ে আলোচনায় ওঠে আসে এই ‘মানব ঢাল’। এখন এই প্রসঙ্গটি পুরো দেশবাসীর আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই আলোচনার সূত্র ধরে ওঠে আসে আরও একটি ‘মানব ঢাল’ এর কথা। ছড়িয়ে পরে সেদিনের সেই মানব ঢালের ছবিও। কেবল সময় কাল, স্থান এবং ব্যক্তিতে রয়েছে পার্থক্য। ২০০৪ সালের ২১ আগষ্টে বৃষ্টির মতো গ্রেনেড হামলা চালানো হয় আজকের প্রধানমন্ত্রী ও সেসময়কার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে। লক্ষ্য ছিলো শেখ হাসিনা। আর সেদিন গ্রেনেড হামলা থেকে শেখ হাসিনাকে বাঁচাতে নেতাকর্মীরা তৈরি করেছিলেন ‘মানব ঢাল’। তাঁরা সেদিন এই মানব ঢাল’ করে রক্ষা করতে পেরেছিলেন। তবে, সেদিন নেত্রীকে রক্ষা করতে গিয়ে আইভী রহমানসহ অসংখ্য নেতাকর্মী মৃত্যু বরণ করেন। এদিকে গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জে হকার ইস্যু নিয়ে আইভী ও শামীম ওসমান সমর্থকদের মধ্যে সৃষ্টি হয় সংঘর্ষ। এই সংঘর্ষের পূর্বে শামীম সমর্থকদের অতর্কিত হামলার শিকার হয়েছিলেন মেয়র আইভী। আর শামীম সমর্থকদের হাত থেকে মেয়রকে রক্ষা করতে নিজেদের জীবন বিপন্ন করে ‘মানব ঢাল’ তৈরি করেন নেতাকর্মীরা। ফলে অসংখ্য নেতাকর্মী আহত হলেও এ যাত্রায় প্রাণে রক্ষা পান মেয়র আইভী।

২০০৪ সালে গ্রেনেড হামলা থেকে শেখ হাসিনা রক্ষা পেলেও তাঁর কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিলো। তা নিয়ে বেশ কিছুদিন ভুগেছিলেনও তিনি। একই ভাবে শামীম সমর্থকদের হামলা থেকে রক্ষা পাওয়ার পর মেয়র আইভীও অসুস্থ হয়ে পড়েন। ফলশ্রুতিতে তাঁকে ভর্তি হতে হয়েছিলো হাসপাতালে। এদিকে এ দু’টি ঘটনা ভিন্ন সময়, ভিন্ন প্রেক্ষাপটের হলেও অনেকই এখন দু’টো ঘটনারই সাদৃশ্য একই বলে মন্তব্য করছেন। একটি ছিলো গ্রেনেড বৃষ্টির মাধ্যমে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার টার্গেট। অপরটি নারায়ণগঞ্জের প্রথম পৌর চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর ¯েœহভাজন আলী আহম্মদ চুনকা কন্যা জনপ্রিয় সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে টার্গেট করে হামলা। গ্রেনেড হামলার পর শেখ হাসিনা দাবি করেছিলেন, ‘তাঁকে হত্যা করতেই গ্রেনেড হামলা চালানো হয়েছিলো।’ সেদিন নেতাকর্মীরা তাঁকে মানব ঢাল করে রক্ষা করার পর প্রচ- রকম আতঙ্ক তাঁর চোখে মুখে ভর করেছিলো। পাশাপাশি তিনি যারপরনাই বিস্মিতও হয়েছিলেন সেদিন। হয়তো তিনি ভাবতেও পারেননি বাংলাদেশের মানুষ তাঁকে হত্যা করতে এভাবে হামলা চালাতে পারে। অন্যদিকে শামীম সমর্থকদের হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়ার পর মেয়র আইভীও দাবি করেছিলেন ‘তাঁকে হত্যা করতেই শামীম ওসমানের নির্দেশে হামলা চালানো হয়েছে’। এসময় তাঁর চোখে মুখেও রাজ্যের ভয় এসে ভর করে। বিস্মিতও হয়েছিলেন তিনি। নারায়ণগঞ্জের মানুষ যে তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা চালাতে পারে, তা ভেবেই হয়তো তিনি বিস্মিত হয়েছিলেন।

 

ফতুল্লায় পাঁচশতাধিক ইয়াবাসহ সাতজন গ্রেপ্তার

ডান্ডিবার্তা রিপোর্ট

ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদকের বিশেষ অভিযানে ৫৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম জানান, এস,আই. সাইফুর রহমান গতকাল রবিবার ভোরে মাদকের বিশেষ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসদাইর বাড়ই ভোগ এলাকা হতে শান্ত ইশান ওরফে টাকলু (২০) কে গ্রেপ্তার করেছে । সে দেওয়াভোগ পানির ট্যাংকি এলাকার মো. ছাব্বির খন্দকার এর ছেলে । এসআই শাফিউল আলম ২০ জানুয়ারী রাতে নন্দলালপুর এলাকার কাকুলী ডাইং এলাকার রাস্তায় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল (৩০) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলকার মো.মোতালেবমিয়ার ছেলে। এসআই ফজলুল হক শনিবার রাতে  ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নরসিংপুর এলাকা হতে মানিক (২৮) কে গ্রেপ্তার করেছে। সে বক্তাবলী লক্ষ¥ীনগর এলাকার পূর্বপাড়া ঐরাকার মো. জমসেরআলীর ছেলে। এসআই মাজেদ মিয়া গত শনিবার রাতে কোতালের বাগ বউবাজার এলাকা হতে ২০০পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবু(২৫) কে গ্রেপ্তার করেছে। সে ঐএলাকার মৃত আলী সরদারের ছেলে। এসআই আতাউর রহমান গতকাল ভোরে দাপাইদ্রাকপুর আদর্শ স্কুলের সামনের রাস্তা হতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিল (৩০) কে গেপ্তার করেছে। সে ঐ এলাকার জাহাঙ্গির হোসেনের ছেলে। এসআই ফাহেয়াত উদ্দিন রক্তিম গত ২০ জানুয়ারী রাতে মাসদাইর বেকারী মোড় এলাকা হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ অপু (৩২) কে গ্রেপ্তার করেছে। সে মাসদাইর জামালের গ্যারেজ এলাকার শহিদুল্লাহর ছেলে। এএসআই আলমগীর হোসেন গত রোববার ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এর পাশে মর্ডান গার্মেন্টসের সামনের রাস্তায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জনি (২৪) কে গ্রেপ্তার করেছে। সে তল্লা এলাকার হাসান আলীর ছেলে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্ল্ ামডেল থানায় মামলা দায়ের করেছে।

ফতুল্লায় চাঁদাবাজ পুলিশদের সাত দিনের আল্টিমেটাম অসাধুদের সংশোধন হওয়ার আহবান

ডান্ডিবার্তা রিপোর্ট

দিনের বেলায় ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে কিছু অসাধু ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের অব্যহত চাঁদাবাজীতে অতিষ্ঠ হয়ে উঠেছে নারায়ণগঞ্জের ট্যাংকলরী চালক ও মালিকরা। পুলিশের এসব অসাধু সদস্যদের দাবীকৃত চাঁদা পকেটে না ঢুকলেই চালক ও মালিকদের বিরুদ্ধে ঠুকে দিচ্ছে হয়রানী মূলক বিভিন্ন মামলা। এসব অভিযোগ এনে ওই সকল অসাধু ব্যাক্তিদের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে ফতুল্লার যমুনা ও মেঘনা ডিপোর ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষধ। এতে অংশ নেন সিদ্ধিরগঞ্জের গোদনাইল শাখার পদ্মা ও মেঘনা ডিপোর নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টরা। গতকাল রোববার সকালে ফতুল্লার যমুনা ও মেঘনা ডিপোসহ গোদনাইল পদ্মা ও মেঘনা ডিপো প্রাঙ্গনে এ বিক্ষোভ এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় ফতুল্লা যমুনা ডিপোর সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিনের আয়োজনে ও মেঘনা ডিপোর সভাপতি মোঃ আফসার উদ্দিন আফসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মতিন মুন্সী। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, ফতুল্লা ডিপোর মালিক সমিতির সভাপতি সাইদুর রহমান রিপন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গোদনাইল পদ্মা ডিপোর সভাপতি জাহিদ হোসেন, গোদনাইল মেঘনা ডিপোর সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যমুনা ডিপোর সহ-সভাপতি আমিনুল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক নুরুল আমিন, ফতুল্লা মেঘনা ডিপোর সাধারন সম্পাদক মোঃ সাহিন। প্রতিবাদ সভায় বক্তারা ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের চাঁদাবাজীসহ বিভিন্ন কু-কীর্তি ও নির্যাতনের কথা তুলে ধরে এর কঠোর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, গত বছর বিএনপির ডাকা দেশ ব্যাপী অবরোধ উপেক্ষা করেও দেশ ও মানুষের স্বার্থে নিজের জীবন বাজি রেখে এবং গাড়ির মায়া না করে আমরা জ্বালানী তেল সরবরাহ করেছি। কিন্তু বর্তমানে এই অসাধু পুলিশ সদস্যদের চাঁদাবাজী ও হয়রানীতে আমাদের অবরোধ কর্মসূচি ও প্রতিবাদ সভা করতে হচ্ছে। বর্তমান শ্রমিক বান্ধব সরকারের আমলে এটা খুবই হতাশার বিষয়। পুলিশের চাঁদা না দিলেই তারা মামলা দিয়ে হয়রানী করছে। ঐসকল অসাধু ব্যাক্তিদের ৭ দিনের আল্টিমেটাম দেয়া হলো। তারা যদি এধরনের কর্মকা- থেকে বিরত না থাকেন, তাহলে আগামীতে সারা দেশ ব্যাপি দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, মোখলেছুর রহমান, বাচ্চু মিয়া, মোঃ সোহেল, মোঃ শানা, মোঃ অহিদুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, মোঃ মফিজ উদ্দিন, মোঃ মোস্তাক, আল-আমিন, মোঃ দুলাল প্রমূখ। এর আগে সকালে ফতুল্লার যমুনা-মেঘনা ও গোদনইলের পদ্মা-মেঘনা ডিপোর ট্যাংকলরী চালক এবং মালিকরা প্রায় ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেন। পরে কেন্দ্রীয় নেতারা বিষয়টির সমাধানের আশ্বাস প্রদান করে তাদের কর্মবিরতি তুলে নেন।

আ’লীগের কৌশলে পিছিয়ে আছে বিএনপি আইনজীবীরা!

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগের উদ্যমতায় ‘পাত্তা’ পাচ্ছে না বিএনপি। বিশেষ করে সভাপতি ও সেক্রেটারি পদে আওয়ামীলীগের দুই প্রার্থীকে টপকানোর কোন কৌশল নিতে পারছে না বিএনপি। এ দুটি পদে অনেকটা হালছাড়া ভাব বিএনপিতে। যদিও সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদ দুটি সহ নিচের কিছু পদে বিএনপি অনেকটা এগিয়ে আছে। নির্বাচনকে কেন্দ্র করে দুটি গ্রুপেই নানা ধরনের বিরোধ আর দ্বন্দ্ব থাকলেও সে পানিতেই তরী বেয়ে চলেছে দুই দলের আইনজীবীরা। তবে এ ক্ষেত্রে নানা কৌশলে অনেকটাই এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। শীর্ষ নেতাদের মধ্যকার বিরোধও ক্রমশ মিইয়ে যেতে শুরু করেছে। প্রভাবশালী এমপিরাও নিয়মিত এসব তদারকি করছেন। বিপরীতে বিএনপিতে অন্তরীণ কোন্দল কিছুটা জিমিয়ে থাকলেও প্রার্থী দুর্বলতায় এগুতে পারছেনা। এখনো নির্বাচনের তদারকি করা সাখাওয়াত হোসেন খান প্রাণান্তর চেষ্টা করলেও দলের অনেক নেতারা সেটাকে জোয়ারের সামনেও নিতে পারছেনা। এক্ষেত্রে বিশেষ করে মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম সহ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সেক্রেটারী মামুন মাহমুদ সহ অন্যদের এখন আরো শুরুর মত সচেষ্টতা দেখা যাচ্ছে না। ফলে নির্বাচনের বৈতরণী পার হওয়া নিয়ে রয়েছে নানা সন্দেহ। বিএনপির একাধিত নেতা জানান, এবার নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে অনেক কঠোরতা থাকায় নানা কৌশলে চলছে ভোট প্রার্থনা। আওয়ামী লীগের শীর্ষ নেতারা পর্দার আড়াল থেকেই প্রার্থীদের জন্য প্রচারণায় কাজ করছে। কিন্তু বিএনপির শীর্ষ নেতাদের দেখা নেই মাঠে। বরং এক্ষেত্রে কয়েকজন নেতার উপর ক্ষোভ ঝারতে গিয়ে প্রার্থীদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। নির্বাচন নিয়ে জেলা ও মহানগর বিএনপির নেতাদের তেমন একটা আগ্রহ আছে বলে জানা যায়নি। সভাপতি সেক্রেটারি পদে যে দুজন আইনজীবীকে প্রার্থী করা হয়েছে তাতে বিএনপিতে এমনিতেই ভাটা পরেছে প্যানেল ঘোষণার পর দিনই। এখনও নির্বাচনের প্রায় সপ্তাহ খানিক দিন বাকি। আর এখণই শীর্ষ দুটি পদে বিএনপিতে হালছাড়া ভাব। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখ দেখবে না এ দুটি পদের প্রার্থীরা। অপরদিকে নির্বাচনে আওয়ামী লীগের প্যানেল কার্যত তরুণ সভাপতি ও সেক্রেটারি প্রার্থী অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া। অতিতে সমিতির নির্বাচনে যারা সভাপতি সেক্রেটারি পদে নির্বাচন করেছিলেন তাদের চেয়ে তরুণ এ দুজন আইনজীবী। আদালতপাড়ায় আওয়ামীলীগ ও বিএনপিতে তরুণ আইনজীবীদের যেভাবে উত্থান চলছে তারই ধারাবাহিকতায় এবারের নির্বাচনে সকলের দৃষ্টি জুয়েল মোহসীন। যদিও নির্বাচনে প্যানেল ঘোষণার আগে জানা গিয়েছিল সভাপতি সেক্রেটারি পদে বিএনপিতেও তরুণ প্রার্থী দেয়া হবে কিন্তু সেটা করতে পারেনি বিএনপি। কিন্তু আওয়ামীলীগে তরুণদের নেতৃত্বে নিয়ে আসার কাজটি চলছে জোরেসোড়ে। আগামী ৩০ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে সভাপতি প্রার্থী হিসেবে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া প্রতিদ্বন্ধিতা করছেন। সমিতিতে এর আগে টানা দুবার হাসান ফেরদৌস জুয়েল সাধারণ সম্পাদক ও মুহাম্মদ মোহসীন মিয়া টানা দুবার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে সফলভাবে তারা দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এর আগে তারা একাধিক পদে নির্বাচিত হয়েছিলেন। ইতিপূর্বে জুয়েল মোহসীন নির্বাচন করে জয়ী হয়ে জানানি দিয়েছেন তারুণ্যের জয়জয়কার। বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ভাসানী নির্বাচনে অংশগ্রহন করেছেন। তাদের দুজনের চেয়ে জুয়েল মোহসীন অনেকটাই তরুণ। যে কারনে তরুণ আইনজীবী ভোটারদের প্রথম পছন্দ জুয়েল মোহসীন। জুয়েল মোহসীন সমিতির সিনিয়র আইনজীবীদেরকেও সমীহ করে সম্মান করে চলেন। যে কারনে সিনিয়র আইনজীবীদের দৃষ্টি আকর্ষণেও তারা সমর্থ হয়েছেন। এ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে সভাপতি প্রার্থী হিসেবে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া প্রতিদ্বন্ধিতা করছেন। সমিতিতে এর আগে টানা দুবার হাসান ফেরদৌস জুয়েল সাধারণ সম্পাদক ও মুহাম্মদ মোহসীন মিয়া টানা দুবার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে সফলভাবে তারা দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এর আগে তারা একাধিক পদে নির্বাচিত হয়েছিলেন। এ প্যানেলে সিনিয়র সহ সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল লতিফ মিয়া, সহ সভাপতি পদে অ্যাডভোকেট সালাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট জসিমউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল বাশার রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট সাজ্জাদুল হক সুমন, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট স্বপন ভূইয়া, সমাজ সেবা সম্পাদক পদে অ্যাডভোকেট ইসরাত জাহান ইনা, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট রাশেদ ভূইয়া, অ্যাডভোকেট সোয়েব আহমেদ শুভ, অ্যাডভোকেট আবদুল মান্নান ও অ্যাডভোকেট রুমানা আক্তার নির্বাচনে অংশগ্রহন করেছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট জহিরুল হক ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবদুল হামিদ খান ভাষানী ভুইয়া নির্বাচনে অংশগ্রহন করেছেন। এর আগে সমিতিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ভাষানী। পরবর্তীতে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেও পরাজিত হন। জহিরুল হক এর আগে সমিতিতে সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। এ প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহন করেছেন সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আজিজ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট নুরুল আমিন মাসুম, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট সুমন মিয়া, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট একেএম ওমর ফারুন নয়ন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট সাইদুল ইসলাম সুমন, সমাজ সেবা সম্পাদক পদে অ্যাডভোকেট শারমীন আক্তার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পী, অ্যাডভোকেট আহসান হাবিব গোলাপ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আনু, অ্যাডভোকেট ফজলুর রহমান ফাহিম ও অ্যাডভোকেট আল আমিন সবুজ প্রমুখ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কার্যকরী কমিটির সদস্য পদে নির্বাচনে অংশগ্রহন করেছেন অ্যাডভোকেট আসাদুল্লাহ সাগর।

কালাম-সাখাওয়াত বিরোধ প্রকাশ্যে

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে কর্তৃত্ব বজায় নিয়ে দুইজন মনোনয়ন প্রত্যাশী নেতার মধ্যে দৃশ্যমান বিরোধ আবারও প্রকাশ পেতে শুরু করেছে। তাদের একজন মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম ও সহ সভাপতি সাখাওয়াত হোসেন খান। সবশেষ জেলা ও মহিলা দলের সম্মেলনে দুইজনকে পাশাপাশি দেখা যায়। এর আগে থেকেই দুইজন মনোনয়ন প্রত্যাশায় মাঠে থাকায় পাল্টাপাল্টি বক্তব্য আসে। এরই মধ্যে সদস্য সংগ্রহ নিয়ে সাখাওয়াত আলাদা একটি বলয় তৈরি করে নিজেই বিভিন্ন স্থানে সাংগঠনিক কাজটি শুরু করেন। বিপরীতে আবুল কালামও সমান তালে কাজটি সারে। এর মধ্যে সাখাওয়াত একবার এটিএম কামালের বাসায় গিয়ে ঐক্যমতের ভিত্তিতে কাজ করবে জানালেও পরে সেটার আর দৃশ্যমান অগ্রগতি হয়নি। বরং সাখাওয়াত নিজের অনুগামীদের নিয়ে একের পর এক কার্য্যক্রম চালাতে থাকেন। সবশেষ গত শনিবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দায় হেভেন কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সাখাওয়াত হোসেন খানকে দেখা যায়নি। ওই সম্মেলনে সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ইঙ্গিত করে তাঁকে স্বঘোষিত প্রার্থী বলেছেন মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম। তিনি বলেন, আমাদের একজন সহ সভাপতি নিজেকে প্রার্থী হিসেবে জাহির করে দলের মনোনীত প্রচার করে কাজ করছেন। তিনি স্বঘোষিত প্রার্থী। তাকে দলের কোন কর্মসূচীতে পাওয়া যায়না। আজকেও তিনি অনুপস্থিত রয়েছেন। তিনি বলেন, দলীয় প্রধান নির্বাচনে যাকে মনোনীত করবেন তার হয়েই আমরা কাজ করবো। আমি বিগত তিনবার এখানে নির্বাচন করেছি। আমি আমার জন্য কাজ করিনা, দলের জন্য করি। আমি দলের সম্পদ আপনাদের সম্পদ। আপনাদের জন্যই আমি কাজ করছি, করবো। বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে খালেদা জিয়া ছাড়া আমরা মূল্যহীন। খালেদা জিয়াকে আগামীর প্রধানমন্ত্রী বানাতে আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। এখন বিভাজনের সময় নয়। আমরা দলকে এক করতে কাজ করে যাচ্ছি। বিপরীতে সাখাওয়াত গণমাধ্যমে বলেন, ৫ তলায় বসে কেউ রাজনীতি কুক্ষিগত করে রাখার কোন সুযোগ নেই। কেউ নির্বাচন করতে চাইলে তাকে তো কাজ করতে হবে। দলের প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা রাখলেই কেবল ইচ্ছে পোষণ যে কেউ করতে পারে। আমিও সেটা করেছি।’