ডান্ডিবার্তা রিপোর্ট
ইয়াবাসহ ভূয়া সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার রাতে পৃথক দু’টি টিম পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করেন। গতকাল বুধবার দুুপুরে ডিবি কার্যালয়ে এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। ডিবি জানায়, গত মঙ্গলবার রাতে সোনারগাঁ উপজেলাধীন কাঁচপুর সোনাপুর মতিন খান প্লট এলাকায় আব্দুর রাজ্জাক মঞ্জিলের ৫ম তলার ফ্ল্যাটে ডিবির এসআই ওসমান গণির নেতৃত্বে এসআই আনোয়ার হুসাইন, এএসআই আব্দুল জলিল, এএসআই ইলয়াস খান জিন্নার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৩৯০ টাকা উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, সনি বাংলা নামক চ্যানেলের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি পরিচয়দানকারী বন্দর থানাধীন মুরাদপুর এলাকার বাসিন্দা শফি আলমের পুত্র ওমর ফারুক ওরফে রুবেল মিয়া (৩২), মানবাধিকার কর্মী পরিচয়দানকারী বড় চেঙ্গাইন এলাকার শফিউল্লাহর স্ত্রী মোসাম্মৎ বিউটি আক্তার (৩০), দক্ষিণ কুমিল্লা জেলাধীন সুভানগর এলাকার মৃত আজিজ লস্করের পুত্র সাদ্দাম হোসেন ওরফে মাঈনুদ্দিন লস্কর (২৪) এবং সোনারগাঁ উপজেলাধীন কাজীরগাঁও এলাকার মাজহারুল ইসলামের পুত্র মো: শহিদুল ইসলাম (৩৫)। এব্যাপারে ডিবির এসআই আনোয়ার হুসাইন জানান, ‘ওমর সাংবাদিক এবং বিউটি মানবাধিকার কর্মী ভূয়া পরিচয়ে কাঁচপুরের ঐ ভবনের ফ্ল্যাটটি তিন মাস যাবত ভাড়া নিয়ে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিল। তাদের অনৈতিক কাজের অনুমান করতে পেরে ভবনটির বাড়ীওয়ালা বহুদিন আগে তাদের বাসা ছাড়ারও নির্দেশ দিয়েছিলেন। মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিউটির কোমরে থাকা ১শ’ পিস এবং বাকী তিন জনের কাছ থেকে আরো ১৮০ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক বিক্রির নগদ ১১৩৯০ টাকা জব্দ করা হয়েছে।’ অপরদিকে, মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানাধীন খানপুর পশ্চিম তল্লাস্থ ইতালিয়ান বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে ৭শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চত করে ডিবির ইন্সপেক্টর এনামুল হক জানান, ‘তল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৭শ’ পিস ইয়াবাসহ আলমগীর হোসেনের পুত্র মাদক ব্যবসায়ী শাকিল হোসেন (২৫) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’
