ডান্ডিবার্তা রিপোর্ট
নগরীতে রাজউকের দখলকৃত সম্পত্তির উপর উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউকের ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার খানপুর মেট্রো হল চত্তরে ধর্মতলার রাজউকের দখলকৃত সম্পত্তির উপর স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেসমিন আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বুলডোজারের মাধ্যমে সুন্দরবন রেস্তোরা, শ্যামলী পরিবহনের কাউন্টারসহ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় খানপুরের এক সময়ের প্রভাবশালী প্রয়াত মহব্বত হাজীর ছেলেরা নানাভাবে ভ্রাম্যমান আদালতের বিরুদ্ধে অবস্থান নেয়। সুন্দরবন হোটেল মালিক শাহিন আলম ও শ্যামলী পরিবহনের লোকজন জানায়, আমরা মৃত মহব্বত হাজীর ছেলে আলমগীর সহ অন্যান্য ভাইদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া এই ব্যবসা পরিচালনা করে আসছি। হঠাৎ করে এমন অভিযানে আমরা পথে বসে পরেছি ।ভ্রাম্যমান আদালতের এমন অভিযানের বিষয়ে জানতে চাইলে মহব্বত হাজীর ছেলেরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।