One

অচল হয়ে পড়েছে না’গঞ্জ

ডান্ডিবার্তা | জুন ২৮, ২০২২ ৯:৩২

হাবিবুর রহমান বাদল

প্রশাসনিক অদক্ষতা আর আইন প্রয়োগে শিথিলতার কারণে নারায়ণগঞ্জ শহর এখন চলাচলের সম্পূর্ন অযোগ্য হয়ে পড়েছে বলে নগরবাসীর অভিযোগ। মাঝে মধ্যে পুলিশের লোক দেখানো তৎপরতা দেখা গেলেও বাস্তবে নারায়ণগঞ্জ শহরকে চলাচল উপযোগি করে গড়ে তোলার উদ্যোগ প্রশাসন কিংবা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মধ্যে দেখা যায় না। যে কারণে যত্রতত্র অবৈধ সিএনজি স্ট্যান্ড, ব্যাটারী চালিত রিকশায় যেমন সয়লাব শহর তেমনই ফুটপাত দখল করে দোকান পাট এখন মূল সড়ক দখল করে চলছে। এ ব্যপারে নাসিক মেয়র সেলিনা হায়াত আইভী একাধিক বার তার অসায়ত্ব প্রকাশ করলেও প্রশাসন রহস্যজনক কারণে নির্বিকার। ফুটপাত আর সড়ক দখলকারীদের কাছ থেকে প্রতিদিন চাঁদা উঠছে কয়েক লাখ টাকা। গত রমজানে এক মাসে ফুটপাত থেকে ৩ কোটি টাকা চাঁদা আদায়ের সচিত্র প্রতিবেদন দৈনিক ডান্ডিবার্তায় প্রকাশের পরও প্রশাসনের পক্ষ থেকে এ ব্যপারে কোন উদ্যোগী ভ’মিকা দেখা যায়নি। ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ দোকানপাট বসার কারণে শহরে চলাচল দুর্বিসহ হয়ে উঠেছে। এসকল চাঁদার ভাগ পুলিশের পাশাপাশি ক্ষমতাসীন দলের কতিপয় নেতার পকেটেও যায় বলে খোদ হকার নেতাদের বক্তব্য। নারায়ণগঞ্জ শহরে ব্যাটারী চালিত রিকশা ও ইজিবাইক চলাচল নিষিদ্ধ অথচ কয়েকটি গলি মুখে তাদের বাধা দিলেও এইসব অবৈধ রিকশা ও ইজিবাইক শহর দখল করে দাপটের সাথে চলছে। আর পুলিশ এসব দেখেও না দেখার ভান করছে। শহরে চলাচলকারী ব্যটারী চালিত রিকশা ও ইজিবাইকের কাছ থেকে বিশেষ টোকেনের মাধ্যমে মাসে ১৫শ’ টাকা নেয়ার বদলে এইসব ইজিবাইক ও অটো রিকশা অবাধে চলছে। ফলে প্রতিনিয়ত ছোটখাট দুর্ঘটনা ঘটছে আর সেই সাথে চোরাই পথে এইসব অটো রিকশা ও ইজিবাইকের ব্যটারী চার্জ দিয়ে সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। নারায়ণগঞ্জ এমন একটা শহর যেখানে নতুন করে সড়ক নির্মাণের কোন সম্ভাবনা নেই। একমাত্র বঙ্গবন্ধু সড়কটি যাতায়াতের উপযোগি বলা চলে।  তাও এই সড়কের ফুটপাত অধিকাংশ সময় হকারদের দখলে থাকায় ঘন্টার পর ঘন্টা শহরময় যানজট থাকায় তা থেকে বাঁচতে পায়ে হেঁটে চলাও দুস্কর। অপরদিকে অনেক দেন দরবার আর সংবাদ প্রকাশের পর মীরজুমলা সড়কটি তৎকালিন পৌরসভা সংস্কার করে যান চলাচলের উপযোগি করে তুললেও বর্তমানে সেই মীরজুমলা সড়কটি মাছ বাজার থেকে শুরু করে মুরগী ও তরিতরকারীর বাজারে পরিনত হয়েছে। এই পথটি দিয়ে গাড়িতো দূরের কথা রিকশা চলাচলেও চরম দুভোর্গ পোহাতে হয়। অথচ কোন প্রকার ইজারা ছাড়াই একটি মহল সড়ক দখল করে কাঁচাবাজার বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। শহরের ১নং রেল গেইট থেকে চাড়ারগোপ পর্যন্ত সিরাজদৌল্লাহ সড়কটি দিয়ে যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়েছে। ১নং রেল গেইট থেকে চাড়ারগোপ পর্যন্ত সড়কের অর্ধেক দখল করে বিভিন্ন দোকানপাটা বসিয়ে এমন অবস্থার সৃষ্টি করেছে যে কারণে এই সড়কের পুরোচাপ এসে পড়ে বঙ্গবন্ধু সড়কে। একই অবস্থা শায়েস্তাখান সড়কের। এই সড়কের ২ পাশে অবৈধ দোকানপাট বসিয়ে নির্বিঘেœ ব্যবসা চালাচ্ছে এক শ্রেনীর হকার। গতকাল সোমবার রাত ৮টায় নারায়ণঞ্জ হাই স্কুলের সামনে অর্ধেক সড়ক দখল করে দোকানপাট বসার কারণে অটো রিকশা ও বাসের দাপটে পথচারিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করতে শোনা যায়। অথচ পিছনে আটকে পড়া টহল পুলিশ জরুরী সাইরেন বাজিয়ে চললেও যাদের কারণে আটকে পড়া তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। একই অবস্থা সমস্ত নারায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র গুলিতে। যে কারণে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষকে যানজটে আটকে চরম দুভোর্গ পোহাতে হয়। অথচ হকার নেতাদের দাপুটে বক্তব্য আমরা পুলিশ ও কতিপয় নেতাদের নিয়মিত মাসোহারা দিয়েই এই ভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছি। যদিও মেয়র একাধিক বার এসব ফুটপাত উচ্ছেদের কথা বললেও সড়ক ৩টি যান চলাচলের জন্য প্রশাসনের কোন সহযোগিতা চেয়েছে কিনা তা জানা যায়নি। তবে ফুটপাত দখল মুক্ত করতে নাসিক মেয়র সেলিনা হায়াত আইভী সুবিধা ভোগিদের আক্রমনের শিকার হয়েছে এটা বাস্তব সত্য। এ ব্যপারে পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ফুটপাত হকার মুক্ত করতে আমরা সবসময় কাজ করে চলেছি। কেউ যদি অর্থের বিনিময়ে এদের সুবিধা দেয় তবে তা তদন্ত করে দেখা হবে। এত কিছুর পরও নগরবাসী চায় স্থানীয় সাংসদ, মেয়র ও প্রশাসন যৌথ উদ্যোগ নিয়ে নারায়ণগঞ্জ শহরকে চলাচলের উপযোগি করে তোলা হউক। অন্যথায় এ অবস্থা চলতে থাকলে অচিরেই নারায়ণগঞ্জ শহর শুধু চলাচলের অযোগ্য নয়, বরং বসবাসের অযোগ্য হয়ে একটি যানজটের নগরীতে পরিনত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01

Sunday

January

2023

.
HH:MM:SS:AM/PM

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে

ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২

ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]

ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল

ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]

নারায়ণগঞ্জ জেলা

AvovBnvRvi‡mvbviMvue›`iiƒcMÄwmw×iMÄdZzj­vm`i

বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪

আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]

মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?

ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭

হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:৩৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫১
  • ১৬:০৬
  • ১৭:৪৯
  • ১৯:০২
  • ৫:৪৯

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

Copyright © Dundeebarta 2023