One

আবর্জনার ভাগাড়ে নগরীর জিমখানা লেক
ডান্ডিবার্তা | নভেম্বর ০৩, ২০২২ ৯:০২
ডান্ডিবার্তা রিপোর্ট নগরীর জিমখানা লেক, ইট-পাথরের কোলাহলে শহরের মাঝে এক টুকরো বিনোদন স্পট। সবুজে ঘেরা লেকে দিনভর থাকে দর্শনাথীদের বিচরণ। লেকটির সৌন্দর্য বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু বেড়াতে আসা দর্শনার্থীদের ফেলে যাওয়া এবং খাবারের দোকানের বর্জ্যে দূষিত হচ্ছে লেকের পানি। ময়লা ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় তা ফেলা হচ্ছে যত্রতত্র, এমনকি পানিতেও। শহরের সৌন্দর্য বর্ধনে লেকের উন্নয়ন করা হলেও দিনে দিনে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে জিমখানা লেক। দীর্ঘদিন লেকের চারপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় লেকপাড়ে ময়লার স্তর জমে আছে। এসব ময়লা আবর্জনায় একদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ অন্যদিকে বাড়ছে মশার উপদ্রব। লেকের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার দায়িত্ব সিটি করপোরেশনের হলেও তাদের পর্যাপ্ত ব্যবস্থাপনা নেই বলে অভিযোগ করেন দর্শনার্থী ও স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, শেখ রাসেল পার্কের বাহিরে প্রধান ফটক থেকে লেকের চারপাশে প্রায় অর্ধশতাধিক ভ্রাম্যমান খাবারের দোকান। এসব দোকানের উচ্ছিষ্ট বর্জ্যসহ স্থানীয়দের গৃহস্থালি বর্জ্যে লেকপাড়ের চারপাশে ময়লা আবর্জনার স্তূপ তৈরী হয়েছে। দূগর্ন্ধ ও ভোগান্তিতে দর্শনার্থীরা। লেকের পাশে বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে কৃত্রিম জলাবদ্ধতা। লেকে বেড়াতে আসা দর্শনার্থীরা জমে থাকা পানিতে ফেলছে টিস্যু,পলিথিন প্লাষ্টিকসহ অন্যান্য ময়লা আবর্জনা। এই পানিতে সৃষ্টি হচ্ছে মশা-মাছির উৎপাদন। এদিকে লেকের চারপাশে ময়লা ফেলার ডাস্টবিন রাখা হলেও সেই ডাস্টবিনের মুখ কাপড়ে বেঁধে বন্ধ করা রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা গৃহস্থালি বর্জ্য সংগ্রহ করলেও লেক পাড়ে ডাস্টবিনে থাকা বর্জ্য নিয়মিত সংগ্রহ করে না। যার ফলে ডাস্টবিনের বর্জ্য পলিথিন, চানাচুর-বিস্কুটসহ বিভিন্ন খাবার সামগ্রীর প্যাকেট, ডাবের খোসাসহ হরেক রকম আবর্জনা উঁপচে পড়ে লেকের পানিতে। লেক পাড়ের স্থানীয় ভ্রাম্যমান দোকানের একজন বিক্রেতা বলেন, আমি নিজেই একটা ডাস্টবিন বন্ধ করে রাখছি। লেকের আশেপাশের মানুষ তাদের বাড়ির ময়লা এনে ডাস্টবিনে ফালায় রাখে। ময়লা প্রত্যেকদিন সড়ায় নেয় না পরিচ্ছন্ন কর্মীরা। ময়লার গন্ধে এখানে বসা যায় না। দুই একটা ডাস্টবিন ছাড়া সবগুলো ডাস্টবিন বন্ধ করে রাখছে আশেপাশের মানুষ। স্থানীয় এলাকাবাসী শফিক বলেন, লেকের পাশের খাবারের দোকানগুলো থেকে বেশি ময়লা লেকে পড়ে। এসব দোকানের ক্রেতারাও প্লাস্টিকের বোতল, অন্যান্য আবর্জনা লেকে ফেলে। ডাস্টবিনগুলোর পাশে যাদের দোকান, তারাই ডাস্টবিনগুলো বন্ধ করে রাখে। কারণ, ডাস্টবিনের জমে থাকা ময়লার দুগর্ন্ধে তাদের দোকানে ক্রেতা কম আসে। কাশিপুরের বাসিন্দা স্কুল শিক্ষক মোশারফ বলেন, লেকে মানুষ আসে একটু প্রশান্তির টানে, স্বস্থির নি:শ্বাস ফেলতে। কিন্তু প্লাস্টিক পলিথিন ফেলে লেকের পানি নষ্ট করে ফেলছে। মানুষের মাঝে সচেতনতা নাই। ডাস্টবিন ব্যবহার না করে লেকে ময়লা ফেলে। আশেপাশের দোকানদারদের ফেলা ময়লা-আবর্জনার কারণেই লেক বেশি দূষিত হচ্ছে। তাছাড়া সিটি করপোরেশনের লোকজনের কোন ধরনের মনিটরিং বা তদারকি নেই। নলুয়া রোডের বাসিন্দা ইমরান হোসেন বলেন, নিয়মিত ডাস্টবিনগুলোও পরিস্কারও করা হয় না। ফলে ময়লা ডাস্টবিন থেকে উপচে পড়ে। প্রয়োজনের তুলনায় ডাসন্টবিনও কম। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল এ বিষয়ে বলেন, জিম খানা লেকে প্রতিদিন ঘুরতে প্রচুর মানুষ আসে। তারা এসে অসেচতন ভাবে বর্জ্য ডাস্টবিনে না ফেলে, লেকের আশেপাশে ফেলে। কিন্তু লেকপাড়ের বর্জ্য সংগ্রহ করা হয় নিয়মিত। তবে লেক পাড়ের ডাস্টবিন বন্ধ করে রাখার বিষয়টি অবগত ছিলাম নাহ। লেকের পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
01
Sunday
January
2023

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২
ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]
ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল
ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]
বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪
আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]
মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?
ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭
হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]
নামাজের সময়
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৪:৩৯
- ১১:৫১
- ১৬:০৬
- ১৭:৪৯
- ১৯:০২
- ৫:৪৯
পুরনো সংখ্যা
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
Copyright © Dundeebarta 2023