Home » শেষের পাতা » বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালত

আবারও ‘ফিল্মফেয়ার’ দৌড়ে জয়া আহসান

১০ মার্চ, ২০২৩ | ১১:১৪ পূর্বাহ্ণ | ডান্ডিবার্তা | 48 Views

এরইমধ্যে ৩ বার ভারতের অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ঘরে তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এর মধ্যে দু-বার জনপ্রিয় বিভাগে, শেষবার সমালোচক বিচারে। তবে ফিল্মফেয়ার বাংলায় প্রাপ্তির হ্যাট্রিক করেও থামছে না জয়ার জয়যাত্রা। টানা চতুর্থবারের মতো এবারও মনোনয়নের তালিকায় জ্বলছে জয়ার নাম। 

আজ কলকাতার একটি রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’ প্রদান করা হবে। এতে এবার জয়া পেয়েছেন সায়ন্তন মুখার্জির ‘ঝরা পালক’ ছবিটির জন্য সমালোচক বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন। তার সঙ্গে এই লড়ায়ে এবার রয়েছেন গার্গি রায় চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী ও পিয়ালি সামান্তা। তবে গুঞ্জন চলছে, এবারও সেরার স্বীকৃতি ঘরে তুলছেন জয়া। সেটি পেলে তার ঘরে সম্মানজনক একহালি ফিল্মফেয়ার পদক শোভা পাবে। অভিনেত্রীও এ বিষয়ে বেশ আশাবাদী। জয়া আহসান বলেন, ‘সব তো সম্মানিত সমালোচক জুরি সদস্যদের হাতে। যারা মনোনয়ন পেয়েছেন তারা সবাই এই স্বীকৃতির যোগ্য। এখন দেখা যাক কী হয় আজ। হুম, পুরস্কার পেলে তো ভালোই লাগে। উৎসাহ পাই কাজের। আর এই পুরস্কারটি তো বেশ সম্মানজনক। দেখা যাক।’

উল্লেখ্য, জয়া আহসান ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০১৭’ আসরে কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ দিয়ে অর্জনের গল্পটা শুরু করেন। ২০২০ সালে ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমার জন্য জনপ্রিয় শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ফের পুরস্কৃত হন। পরের বছর ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সমালোচক পুরস্কার জয় করেন তিনি। শুধু পুরষ্কার নয়, অভিনয় দ্যুতিও ছড়াচ্ছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। এরইমধ্যে পা ফেলেছেন বলিউড মিশনেও।

সম্প্রতি শেষ করে এলেন পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে ‘করক সিং’ সিনেমার কাজ। এই ছবির গল্প ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার। এর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। তবে ছবিটির মুক্তির বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।

Comment Heare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *