আমদানিতে বিশেষ সুবিধা দেয়ার বিষয়ে ভাববে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশ মার্কিন কৃষিপণ্যের আমদানিতে বড় সম্ভাবনাময় বাজার বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটান হাস। বাংলাদেশকে কৃষি পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দেয়ার বিষয়ে ভাববেন বলেও জানান পিটার হাস। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় মেঘনা শিল্পাঞ্চলে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এসব কথা বলেন। পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁ সিডস্ ক্রাশিং মিলস লিমিটেড ফ্যাক্টরিটিতে উৎপাদিত উচ্চমানের সয়াবিন মিল, রেপসিড কেক, এক্সট্রুডেড ফুল ফ্যাট (সয়া), সয়াবিন হাল, লিকুইড লেসিথিন, পাউডার লেসিথিন এবং লেসিথিন অয়েল নিজ চোখে দেখেন। পিটার হাস আরো বলেন, বাংলাদেশে বিপুল পরিমাণ কৃষিপণ্য রপ্তানি করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমেরিকায় কৃষি পণ্য রপ্তানির সবচেয়ে বড় দশটি দেশের একটি বাংলাদেশ। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে অ্যামেরিকার সয়াবিন উন্নতমানের সয়াবিন। বাংলাদেশ তাদের প্রয়োজনের সিংহভাগ সয়াবিন অ্যামেরিকা থেকে আমদানি করে, এটি আনন্দের। এসময় মেঘনা শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে সফর সঙ্গী হিসাবে মার্কিন রাষ্ট্রদূতের সাথে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে মেগান ফ্রান্সিস, এমজিআই-এর ডিরেক্টর তাহমিনা মোস্তফা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তায়েফ বিন ইউসুফ সহ এমজিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply