আমার যথেষ্ট সাহস শক্তি আছে

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ইসদাইর এলাকা আমার প্রিয় এলাকা। আমার স্ত্রীরও অনেক বেশি প্রিয় এলাকা এবং সে এই এলাকাকে ভালবাসে। এবং খুব ভালবাসে এই এলাকাকে। আমার ছেলেও পছন্দ এই এলাকা। গত শুক্রবার বিকেলে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্ব ইসদাইর যুব সংঘের উদ্যোগে এই বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শামীম ওসামন বলেন, মাদকের কথা শুনে কষ্ট লেগেছে। রাস্তাঘাট পুল কালভার্ট স্কুল কলেজে এগুলো হবে আজ অথবা কাল। কিন্তু এসব দিয়ে কি হবে। যে বাড়িতে একটা ছেলে মাদক খায় সেই পুরো বাড়িটাই আজাব হয়ে যায়। আমরা সাহায্য পারি কেমনে? এই এলাকায় কি ভাল মানুষের সংখ্যার অভাব আছে। আমি প্রথমে শক্তিশালী পঞ্চায়েত করেন। আওয়ামী লীগ বিএনপি জাতীয়পার্টি কে কোন দল করে দেখবেন না। দেখবেন ভাল মানুষ আর খারাপ মানুষ। পঞ্চায়েত বলতে মুরুব্বী না। মুরুব্বী থাকবে ইয়াং জেনারেশন থাকবে ছেলে থাকবে মেয়ে থাকবে নারী থাকবে। তিনি আরও বলেন, সবাই মিলে চেষ্টা করলে মাদক থাকবে না। যারা মাদক বেঁচে তাদের উদ্দেশ্য বলতে চাই ও যদি আমার সন্তানও হয় আমি ছাড় দিব না। সে যেই হোক না কেন। ওপেন নাম দেয়ার দরকার নেই আমাকে গোপনে নাম দেন আমাকে। আপনি যত বড় ফ্যাক্ট হন না কেন আমার কাছে কিছু আসে যায় না। আমার সাথে সবাই ভাল সেজে বসে থাকে। আমার সাথে ছবি তুলে সে ছবি টানায়। তাদের কারণে আমাদের সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে যায়। আমার এসব লোক দরকার নেই। আমি রাস্তার লোক। আমি জনগণের সাথে সম্পর্ক রাখি। জনগণের সাথে সম্পর্ক রেখেই কাজ করতে চাই। আমি আগামীকাল থাকবো কি না জানি না আজ থাকবো কি না জানি না। এলাকাবাসীর উদ্দেশ্য শামীম বলেন, এই এলাকাটা চিপা হয়ে গেছে। সবাই ভাল সার্ভিস চায় কিন্তু কেউ জায়গা ছাড়তে চায় না। ড্রেনের রাস্তা ছাড়ে না। ফতুল্লার জন্য দেড়শ কোটি টাকা বরাদ্দ করেছি শুধু ড্রেনেজ সমস্যার সামধানের জন্য। রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এগুলো আমি করবো। এগুলো আমার দায়িত্ব। মানুষ ভোট দিয়েছে কাজ করতে হবে। এটা বাহাদুরি না। আমি আমার নির্বাচনী এলাকার জন্য যে কাজ এনেছি বাংলাদেশের অন্য ১০ টি এলাকাতেও এত কাজ যায়নি। কাজ করতেছি আরেকবার ইলেকসন করবো এই জন্য না। কাজ করতেছি আপনারা খুশি হবেন। আপনারা খুশি হলে আল্লাহ খুশি হবে। মাঠে নামবেন উল্লেখ করে তিনি বলেন, আমি ঈদের পরে বাইরে যাবো এরপর হজ্বে যাবো। হজ্ব করে এসে এলাকায় নামবো। এর আগে জুন মাসে নামবো। আমি প্রতিটি এলাকায় যাবো। এলাকাবাসীকে অনুরোধ করবো ভাল মানুষগুলো নিয়ে একটা কমিটি করে আমাকে দেন। ভোটের জন্য না। এলাকাকে ভাল রাখার জন্য। আমি চাই আপনারা আমাকে পরিচালনা করবেন। আপনারা আমাকে হুকুম দিবেন। যারা মাদকের সাথে জড়িত হয়ে গেছ তাদেরকে অনুরোধ করবো এই পথ থেকে সরে আস। নিশ্চয়ই তোমার বাবা মা চায় না তোমার লাশ রাস্তার পাশে পরে থাকুক। যে মাদক খায় সে অসুস্থ তাকে সবাই সুস্থ করে তোলার চেষ্টা করেন। যে মাদক বেঁচে সে হলো শয়তানের আপন ভাই। সে ইবলিশ। তাকে কেউ ছাড় দিয়েন না। কেউ ভয় পাইয়েন না। মনে রাখবেন আমি আছি। কাউকে ছাড় দেয়া হবে না। শামীম ওসমান বলেন, কেন জানি মনে হয় দুনিয়াতে বেশিদিনের জন্য নাই। হয়তো অল্প সময়ের জন্য। চারদিকে শুধু অভিনয় দেখি। শুধু নাটক। রাজনীতির নামে নাটক। জনসেবার নামে নাটক। এইটার নামে নাটক। শুধু নাটক আর অভিনয়। এখন মাঝে মাঝে খুব একটা ভাল লাগে না। এইটার নাম রাজনীতি না। রাজনীতি হচ্ছে মানুষকে ভালাবাসা মানুষের জন্য সেবা করা। নিজেরটা বিলীন করে দেয়ার নাম রাজনীতি। কিন্তু এখন হচ্ছে উল্টা। বিলীন করে না মানুষেরটা খেয়ে ফেলে। মানুষের জমিতে খুঁটি গাড়ে। বিল্ডিং করবে সেখানে গিয়ে বলে আমার কাছ থেকে ইট সিমেন্ট নিতে হবে। মাস্তানি আমার কোনো মাস্তানের দরকার নেই। আমার যথেষ্ট সাহস আছে শক্তি আছে। আমি জানি কিভাবে লড়াই করতে হয় যে কোনো শক্তির বিরুদ্ধে। পূর্ব ইসদাইর শাহী জামে মসজিদের সভাপতি মোহাম্মদ ইউসূফের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা ইউপি ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল আওয়াল, পূর্ব ইসদাইর পঞ্চায়েত কমিটির কার্যকরী সভাপতি আবুল বাসার, ৬নং ওয়ার্ড সাবেক মেম্বার আলী আকবর, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফারুক হীসেন শিমুল সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
Leave a Reply