আমার সততায় ঘাটতি নেই: বাবু

ডান্ডিবার্তা রিপোর্ট
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আড়াইহাজার আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু ও তার স্ত্রীর সম্পদ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওইসব প্রতিবেদনে উঠে এসেছে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগও। এসব নিয়ে অনেকটা মনক্ষুন্ন হয়েছেন সাংসদ। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ষষ্ঠ তলা ও লিফট উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তা প্রকাশও করেছেন। তার দাবি, ব্যক্তিগতভাবে দোষ থাকতে পারে কিন্তু সততায় কোনো ঘাটতি নেই তার। সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, ‘রাজনীতির বাইরেও মানুষের জীবন রয়েছে। সেই দিক বিবেচনা করে যারা অন্যায় আচরণ করে, যারা মিথ্যাচার করে, যারা ভালো মানুষকে খুনি বানাতে চায়, অপরাধী করতে চায় তাদের বিরুদ্ধে সাংবাদিকদের উদ্যোগ থাকা উচিত। নারায়ণগঞ্জে এটা আমি খুব কমই দেখছি। নারায়ণগঞ্জে সন্তান হিসেব এটা আমার কাছে নিজেরও অপরাধী মনে হয়। শুধু শুধু কারণে অকারণে এত বড় বড় সাংবাদিক থাকতে যার যা ইচ্ছে পত্রিকায় লিখে। যেমন আমার বিরুদ্ধে লিখে। নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হবে সকলকে।’ তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘ব্যক্তি নজরুল ইসলাম বাবুর অনেক দোষ থাকতে পারে। কিন্তু রাজনীতি, স্বচ্ছতায় ও সততায় কোনো ঘাটতি নেই। কিন্তু দুই একজন সাংবাদিক মিথ্যাচার করে সুবিধাভোগী হতে চায়। আমি কোনোদিন জবাবও দিতে চাই না। এই ধরনের ঘটনাগুলোতে কিন্তু প্রেস ক্লাবেরও কিছু একটা ভূমিকা রাখা দরকার। সাংবাদিকে নাম লিখে শুধুমাত্র কার্ড হোল্ডার হয়ে যারা অপরাধ করছে তাদের বিচারটা না করতে পারলেও তাদেরকে আরেকটি পত্রিকায় সত্য তুলে ধরাও কিন্তু আপনার নৈতিক দায়িত্ব।’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. মাসুদুজ্জামান, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ, হাবিবুর রহমান বাদল, আইয়ুব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপ নেতা আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলসহ বিভিন্ন সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ। প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় সিনামন রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
মন্তব্য করুন