Home » প্রথম পাতা » গভীর রাতে বোট ক্লাবে কী করেছিলেন পরীমণি?

আ’লীগে ঐক্য নিয়ে যত কথা!

১০ জুন, ২০২১ | ৬:৩৮ পূর্বাহ্ণ | ডান্ডিবার্তা | 31 Views

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ আওয়ামীলীগের শীর্ষ নেতাদের ঐক্য যেন সোনার হরিণ। দীর্ঘ বছরের বিরোধ কখনো কখনো সংঘর্ষেও রূপ নিতে দেখা গেছে। বিভিন্ন সময়ে স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদের মধ্যে ঐক্যের সুর দেখা দিয়েও রহস্যজনক কারণে নেতারা ঐক্যবদ্ধ হতে পারেনি। এমনকি রহস্যজনক কারণে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপেও ঐক্য হতে পারেনি স্থানীয় নেতারা। অথচ টানা তৃতীয়বারের মত আওয়ামীলীগ সরকার ক্ষমতায়। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় নারায়ণগঞ্জে আওয়ামীলীগের অনেক নেতার ভাগ্যের পরিবর্তন ঘটলেও এক্য হতে পারেনি স্থানীয় আওয়ামীলীগের নেতারা। আওয়ামীলীগ সরকার ব্যাপক উন্নয়ণ করলেও স্থানীয় নেতাদের দ্বন্দ্বের কারণে তা ভেস্তে যাচ্ছে। সূত্র বলছে, নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতিতে নেতাদের কোন্দল বেড়ে যাওয়ায় কর্মীরাদের মাঝে হতাশা দিন দিন বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ত্যাগী নেতাদের মধ্যে চলছে চরম অস্থিরতা। দলের দু:সময়ে যে সকল নেতাকর্মীরা দলের স্বার্থে কাজ করেছেন সেই সকল নেতারাই এখন কোনঠাসা হয়ে পড়েছে। একই সাথে দীর্ঘদিন দল ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের কিছু নেতা আঙ্গুল ফুলে কলাগছ হয়েছে। এক সময় যাদের নূন আনতে পান্তা ফুরতো এখন তাদের অনেকেরই জীবনের পট পাল্টে গেছে। বিলাশ বহুল গাড়ি আর আলিশান বাড়িতে বসবাস করছেন। তাদের অবস্থার পরিবর্তণে মনে হচ্ছে ক্ষমতার পুরো সুবিধা তারাই ভোগ করছেন। অথচ তাদেরই এই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দেখা যায়নি। অন্যদিকে আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা এখনো ক্ষমতান স্বাদ ভোগ করতে পারেনি। ভাগ্যের পরিবর্তণ ঘটেনি তাদের। দল ক্ষমতার বাইরে থাকতে যেমন দিন কেটেছে, এখনো ঠিক তেমনি ভাবে দিন পার করছেন। তারপরও এই করোনা পরিস্থিতিতে স্থানীয় আওয়ামীলীগের ত্যাগী নেতারা কেন্দ্রীয় নির্দেশনায় সাধারণ মানুষের জন্য কাজ করেছিলেন। করোনা পরিস্থিতির আগে নারায়ণগঞ্জে সেই শুদ্ধি অভিযান এখনো পরিচালিত না হওয়ায় হতাশ হয়েছেন ত্যাগী নেতাকর্মীরা। কেননা করোনা পরিস্থিতির আগে প্রধানমন্ত্রী যে দূর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান শুরুর পর থেকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ক্ষমতাধর নেতাদের মধ্যে কাঁপন ধরেছিল। নারায়ণগঞ্জের অনেক নেতা নিজেকে ঘুটিয়ে রেখেছিলেন দলীয় সব ধরনের কর্মকান্ড থেকে। তারও এখন বেশ দাপুটে হয়ে পড়েছেন। মূলত আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার কারণে অনেক নেতার ভাগ্যের পরিবর্তণ ঘটেছে। কেউ কেউ শূণ্য থেকে কোটিপতি বনেও গেছে। আগের চেয়ে কয়েকগুন সম্পদ বৃদ্ধি পেয়েছে কিছু নেতারা। যাকে বলে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া। আর তাদের চাহিদা পূরণেই দলের মধ্যে কোন্দল সৃষ্টি করে সুবিধা আদায় করছে। যার ফলে বার বার ঐক্য হওয়ার বিষয়টি আলোচনায় আসলেও তা আর বাস্তব রূপ নিতে পারেনি।

Comment Heare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *