আ’লীগ গঠনে ওসমান পরিবারের ভুমিকা অনেক: নাজমা

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন(এনসিসি) নির্বাচনে নৌকার সমর্থনে জেলা ও মহানগর যুব মহিলা লীগের নেতৃবৃন্দদের নিয়ে কর্মী সভা করেছেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে নগরীর চাষাড়া রাইফেল ক্লাবে এ কর্মী সভার আয়োজন করা হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সাদিয়া আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মহিলা লীগ কার্য নির্বাহি কমিটির সভাপতি নাজমা আক্তার। সকল যুব মহিলা লীগের নেতা-কর্মীদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে নাজমা আক্তার বলেন, এনসিসি নির্বাচন উপলক্ষে আমরা ওয়ার্ড ভিত্তিক কমিটিও গঠন করে দিবো, যার মাধ্যমে আমরা নৌকার পক্ষে কাজ করবো। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। শামসুজ্জোহা সাহেব তথা ওসমান পরিবারের বসাবাস এই এলাকায়। আওয়ামী লীগ গঠনে তাদের ভূমিকা অনেক। এ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দিয়েছেন, সেই সেলিনা হায়াৎ আইভীর পক্ষে আমরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহন করবো। আমরা নৌকার পক্ষে কাজ করবো। কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন, সহ সভাপতি রাশেদা পারভিন মনি, ইসরাত জাহান নাসরিন, যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন খান রিমি, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি, নাসরীন সুলতানা ঝরা, শারমীন সুলতানা শরমী, শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার সম্পাদক এম.বি কানিজ, তথ্য ও গবেষনা সম্পাদক তানিয়া হক সুভা, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক নিগার সুলতানা, সহ দপ্তর সম্পাদক পারভিন খানম মিশু, সদস্য লায়লা আরজুমান ববি, কামরুন নাহার সুমি, ঢাকা মহানগর (উত্তর) সহ-সভাপতি ইসরাত জাহান নাসরিন ও সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফা। এ ছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু ও শেখ সাফায়েত আলম সানি, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শারমিন শাকিল মেঘলা, আসমা আক্তার, মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক মনিরা সুলতানা মনি, জেলা যুব মহিলা লীগ নেত্রী স্বর্নালী, হেলেনা, সেলিনা, মিলি আহাম্মেদ, আজমিরি সুলতানা, মনিরা, ৫নং ওয়ার্ড নেত্রী রুনী আক্তার, নামজমা, পুস্পা, খাদিজা, রুমা, রুবিনা, রোমানা, সিমা, খাদিজা(২), লিপি প্রমুখ।
Leave a Reply