One

আশাবাদি না’গঞ্জ স্বেচ্ছাসেবকলীগ!
ডান্ডিবার্তা | অক্টোবর ০১, ২০২৩ ১০:৫৭
ডান্ডিবার্তা রিপোর্ট সম্মেলনের দুই মাস পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা করেনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এনিয়ে হতাশ নেতাকর্মী ও সমর্থকরা। শেষ পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে কমিটি দিবে কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে নেতাকর্মীদের মধ্যে। যদিও ঢাক ঢোল পিটিয়ে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন গত ৩১ জুলাই শহরের খানপুর হাসপাতালে রোডে অনুষ্ঠিত হয়েছিল। তবে, জাতীয় নির্বাচনের আগে পদ পদবী পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে দলীয় কোন্দল মাথা চাড়া দিয়ে উঠতে পারে এই আশঙ্কায় কমিটি ঘোষণা করা হচ্ছে না বলে একাধিক সূত্র জানিয়েছে। তাছাড়া জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের শীর্ষ পদ নিজেদের দখলে নিতে তৎপর ক্ষমতাসীন দলের তিন সাংসদ। এছাড়াও নিজেদের পছন্দের লোককে কমিটিতে অন্তভুক্ত করতে তৎপর রয়েছেন নাসিক মেয়র, জেলা ও মহানগর আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং মহানগর যুবলীগের সভাপতি ও মহানগর আওয়ামীলীগের এক শীর্ষ নেতা। অপর একটি সুত্র জানায়, শীর্ষ দুই সাংসদের মধ্যে সমঝোতা হলে হয়তো অচিরেই ঘোষিত হবে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের কমিটি। দলীয় সুত্রমতে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত হওয়ার দীর্ঘ প্রায় দেড় বছর পর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রথম বারের মতো সম্মেলনের আয়োজন করা হয়েছিল গত ৩১ জুলাই। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে সর্বত্র উৎসব ও আমেজের কমতি ছিল না। সম্মেলনের তৈরি করা হয়েছিল বিশাল প্যান্ডেল ও মঞ্চ। রংবেরংয়ের পোস্টার ফেস্টুনে ছেয়ে ফেলা হয় নারায়ণগঞ্জ শহর ও শহরতলী। এছাড়াও সারা শহরে আমন্ত্রিত অতিথিসহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের ছবি সম্বলিত ব্যানার ও সম্ভাব্য সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থীদের ছবিসহ রং বে-রঙের ফেস্টুন, বিলবোর্ড লাগানো হয়। প্রধান প্রধান সড়কে নির্মাণ করা হয় বড় বড় তোরণ। কিন্তু সম্মেলনের শেষে কমিটি ঘোষণা করার কথা থাকলেও শেষ পর্যন্ত ঘোষণা করা হয়নি। দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের চাঙ্গা করতে আয়োজিত সম্মেলনের পর কমিটি ঘোষণা না করায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তৃনমুল নেতা-কর্মীরা। তারা বলছেন, সম্মেলনের পর পর কমিটি ঘোষণা করার কথা থাকলেও কেন্দ্রীয় কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করতে পারেনি। মূলত একটি পক্ষকে খুশি করতেই সম্মেলনের দিন কমিটি ঘোষণা দেননি তারা। সম্মেলনে নতুন করে স্বপ্ন দেখেছিল অনেক নেতা-কর্মী। নতুন করে দলকে গুছাতেও কাজ শুরু করেছিল তারা। তবে শেষ পর্যন্ত সম্মেলন শেষে হতাশ নিয়ে বাড়ি ফিরেছিলেন তারা। দলীয় সূত্রে জানায়, সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন, ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি ছগির আহম্মেদ, জেলা পরিষদের সাবেক সদস্য ও সদ্য ঘোষিত সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম। সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া খোকন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা জামির হোসেন রনি। আর সম্মেলনে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা তাহের উদ্দিন আহমেদ সানি। সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন মহানগরের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মারুফুল ইসলাম মহসীন,সাবেক ছাত্রলীগ নেতা কায়কোবাদ রুবেল। গত ৩১ জুলাই অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধন করেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, আড়াইহাজার আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীলসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। মোটকথা এই সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাদের মিলন মেলা হয়।
01
Sunday
January
2023

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২
ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]
ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল
ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]
বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪
আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]
মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?
ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭
হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]
নামাজের সময়
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১০
- ১১:৫৩
- ১৫:৩৫
- ১৭:১৪
- ১৮:৩৩
- ৬:২৭
Copyright © Dundeebarta 2023