উত্তপ্ত কায়েতপাড়া চনপাড়ায় যৌথ অভিযান

ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী ১১ নভেম্বর রূপগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে কায়েতপাড়া ইউনিয়ন। এদিকে ঝুঁকিপূর্ণ হিসেবে কায়েতপাড়া ইউনিয়নকে চিহ্নিত করেছেন স্থানীয় প্রশাসন। এ কারণে ইউনিয়নে মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশসহ বিপুলসংখ্যক বিজিবি সদস্য। এরই ধারাবাহিকতায় নির্বাচনী সহিংসতারোধে গতকাল শনিবার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে সকাল থেকে বিকাল পর্যন্ত পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান ও ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ পারভেজ। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আতিকুল ইসলাম, গ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবির হাসান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নির্বাচনে সহিংসতারোধে চনপাড়া থাকা চিহিৃত সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করতেই অভিযান পরিচালনা করি আমরা। তবে অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নির্বাচনী সহিংসতারোধে পুলিশ তৎপর রয়েছে। নির্বাচনী এলাকা গুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।
Leave a Reply