Home » প্রথম পাতা » সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

উন্নয়নের জন্যই আ’লীগ

২৮ নভেম্বর, ২০২১ | ৯:৪৩ পূর্বাহ্ণ | ডান্ডিবার্তা | 255 Views

ডান্ডিবার্তা রিপোর্ট

রূপগঞ্জ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘চিকিৎসা সেবার পাশাপাশি গ্রামে এখন বিদ্যুৎ ও ঢাকা ওয়াসার মতো পানি সরবরাহ করে জনগণের চাহিদা পূরণ করছে সরকার। সকল ধরনের উন্নয়নের ছোয়া আমরা পেয়েছি আর তার সব অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সরকার যেভাবে ধারাবাহিক উন্নয়ন করে যাচ্ছেন সে উন্নয়ন অব্যাহত থাকলে শীঘ্রই আমরা মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত হবো।’ গতকাল শনিবার সকালে রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ে দরিদ্রদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে লাল কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বস্ত্র ও পাটমন্ত্রী গাজী বলেন, ‘আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। তারাবো পৌরসভায়ও ব্যাপক উন্নয়ন হয়েছে এবং এখনও বহু উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। তারাবো পৌরসভার উন্নয়নে সব ধরনের সহযোগীতা করা হবে।’ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী আরো বলেন, ‘দেশের অন্যান্য উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবা জনগণের দ্বার প্রান্তে পৌছে দিতে বর্তমান সরকার তৎপরতা অব্যাহত রেখেছে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ স্বাস্থ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। যার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সরকার কথায় ও কাজে বিশ্বাসী।’ রূপগঞ্জ উপজেলা মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর সভাপতিত্বে ও তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসের ডেলিভারী প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, ইউনিসেফ এর কনসালটেন্ট মোহাম্মদ আসাদুর রহমান প্রমুখ।

Comment Heare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *