এই প্রথম পিতার পদে পুত্র

ডান্ডিবার্তা রিপোর্ট
ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আসিফ হাসান মাহমুদ (মানু) যিনি এর আগেও একাধিকবার এই ক্লাবের সহসভাপতি পদের দায়িত্বে ছিলেন। তাঁর বাবা এ, এইচ মাহমুদ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নারায়ণগঞ্জ ক্লাবে দ্বিতীয় বাঙালী প্রেসিডেন্ট হিসেবে ১৯৭৮-৮০ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ৪২ বছর পর পিতার সেই দায়িত্বে এসেছেন তার কনিষ্ঠ সন্তান আসিফ হাসান মাহমুদ। ক্লাব সদস্যরা আশা করছেন তিনিও তাঁর বাবার সততা ও দায়িত্ববোধের ধারাবাহিকতার পথে হাঁটবেন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অব্যাহত রাখবেন। আসিফ হাসান মাহমুদের এই সভাপতি নির্বাচিত হওয়ার মাঝে নারায়ণগঞ্জ ক্লাবের একটি ইতিহাস গড়েছেন। ক্লাবে এই প্রথম একজন সভাপতির সন্তান সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তিনি। ক্লাব সংশিষ্টরা জানান, নারায়ণগঞ্জ ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব। এখানে অনেকেই নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাবার উত্তসুরী হিসেবে ছেলে ক্লাবের দায়িত্বে আসা একটি বিরল ঘটনা এবং এটা ক্লাবের ইতিহাসে এই প্রথম। সেই ইতিহাসে সাক্ষী হয়ে থাকবেন প্রয়াত এ এইচ মাহমুদ এবং তার ছেলে আসিফ হাসান মাহমুদ (মানু )। এদিকে পরিচালক পদে ৯জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮জন পরিচালক নির্বাচিত হবেন। নারায়ণগঞ্জ ক্লাবের ভোটারদের পছন্দসই প্রার্থীর সংখ্যা হাতেগুনা কয়েকজন। অন্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা সমালোচনা। যোগ্য সদস্যরা নির্বাচনে না আসায় আগামী বছর এদের নিয়ে পথ চলতে হবে নবাগত সভাপতি আরিফ হাসান মাহমুদকে। নারায়ণগঞ্জ ক্লাবকে তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে না পারলেও ক্লাব পরিচালনা করতে তাকে যে, হিমশিম খেতে হবে তা পরিচালকদের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই ভোটাররা আলোচনা করছেন।
Leave a Reply