One

এখনো মিলেনি না ট্রলার নিখোঁজদের সন্ধান
ডান্ডিবার্তা | জানুয়ারি ০৭, ২০২২ ১১:৫৩
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির ঘটনার দুই দিনেও নিখোঁজ ১০ জনের কাউকেই উদ্ধার করা যায়নি। সন্ধান মেলেনি ডুবে যাওয়া ট্রলারটিরও। এতে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নিখোঁজদের স্বজনরা। তবে উদ্ধারকর্মীরা বলছেন, তাদের চেষ্টার কোনো কমতি নেই। নদীর গভীরতা ও স্রোতের কারণে উদ্ধারকাজ অনেকাংশে ব্যাহত হচ্ছে। গত বুধবার সকাল পৌনে নয়টার দিকে সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ ঘাট এলাকায় লঞ্চডুবির ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ওইদিন সকাল ৯টা থেকে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ও নৌবাহিনীর কোস্টগার্ড। টানা দুইদিনের চেষ্টাতেও ট্রলার কিংবা নিখোঁজ কাউকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজদের সন্ধানে নদীর দুই পাড়ে ভিড় করেন স্বজনরা। বারবার আহাজারি করে প্রিয় মানুষটিকে ফিরে পেতে চাচ্ছেন। ভোর থেকে নদীর তীরে অসংখ্য মানুষ আসতে থাকে। তাদের মধ্যে কারো সন্তান, কারো ভাই এবং নিজের সহকর্মীর সন্ধানে অপেক্ষার প্রহর গুনছেন। কলেজছাত্র সাব্বির হাসানকে (১৮) না পেয়ে পাগল প্রায় মা রাজিয়া সুলতানা। কাঁদতে কাঁদতে ভেঙেছেন গলা। গলা দিয়ে যেন শব্দও বের হতে চায় না। ভাঙা গলায় সন্ধান চেয়ে বেড়াচ্ছেন উদ্ধারকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী, পথচারীদের কাছে। উদ্ধারকর্মীরা সান্তনা দিতে চাইলে রাজিয়া সুলতানা বলেন, ‘তোমরা মিথ্যাবাদী, মিথ্যা বলো। আমার ছেলেকে এখনো খুঁজে দিচ্ছো না। ওরা আমার ছেলেরে খোঁজে না।’ রাজিয়া সুলতানার সঙ্গে অন্যান্য নিখোঁজদের স্বজনরাও অভিযোগ করেন, উদ্ধার কর্মীরা তাদের কাজ ঠিক মত করছে না। ঠিকমত কাজ করলে অনেক আগেই নিখোঁজদের সন্ধান পাওয়া যেত। এত বিলম্ব হবে কেন? এদিকে উদ্ধারকর্মীদের মতে একাধিক কারণে উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। দুই নদীর মোহনা, নদীর গভীরতা, স্রোত এবং দুর্ঘটনায় স্থান চিহ্নিত না হওয়ায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। ট্রলার ডুবির ঘটনায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনে অভিযান চালায় ফায়ার সার্ভিস। তাদের সাথে উদ্ধার অভিযানে যুক্ত হয়েছেন নৌ বাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। তবে সন্ধ্যা সাতটা পর্যন্ত জীবিত বা মৃত কাউকে উদ্ধার করা যায়নি। শনাক্ত করা যায়নি ডুবে যাওয়া ট্রলারটি। উদ্ধারকাজে নিয়োজিতদের সাথে কথা বলে জানা যায়, নদীর কোন স্থানে ট্রলারটি ডুবেছে তা চিহ্নিত করতে পারেনি উদ্ধার কর্মীরা। ফলে প্রাথমিক তথ্য ও আনুমানিকভাবে স্থান নির্বাচন করে উদ্ধারকাজ পরিচালিত হচ্ছে। উদ্ধারকর্মীরা বলেন, দুর্ঘটনায় যারা বেঁচে ফিরেছেন তাদের মতে ঘন কুয়াশার কারণে তারা নদীর কোন অংশে ছিলেন তা বুঝতে পারেনি। একই কারণে নদীর পাড়ে থাকা কেউ ঘটনাস্থল চিহ্নিত করতে পারছে না। ঘটনাস্থল চিহ্নিত না হওয়ায় অনুমানের উপর কাজ করছে উদ্ধার কর্মীরা। গত বুধবার সকালে যখন ঘটনাটি ঘটে তখন নদীতে স্রোত ছিল। সে সময় স্রোতের কারণে নিখোঁজরা অন্য কোথাও ভেসে গেছে কিনা তা বলা যাচ্ছে না। জানা যায়, যেখানে ঘটনাটি ঘটেছে সেটা নদীর মোহনা। দুই দিকে ধলেশ্বরী ও একদিকে বুড়িগঙ্গা নদী। এমনস্থানে ট্রলার ডুবি হওয়ার কারণে ট্রলার ও নিখোঁজরা স্রোতে ভেসে কোন নদীর কোনদিকে চলে গেছে তা নির্ধারণ করতে পারছেন না উদ্ধার কর্মীরা। ধলেশ্বরী নদীর এই অংশটি অনেক বড় ও গভীর। অন্যদিকে ঘটনাস্থল চিহ্নিত না হওয়ায় আনুমানিকভাবে উদ্ধার কাজ পরিচালনা করছে উদ্ধার কর্মীরা। আনুমানিক ধারণা নিয়ে উদ্ধার কাজ পরিচালিত হওয়ায় কাঙ্খিত ফলাফল পাওয়া যাচ্ছে না বলে দাবী তাদের। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বুধবার সারাদিন তারা নদীতে ছিলেন। তিনটি ইউনিট কাজ করেছে। তাদের চেষ্টায় কোনো কমতি নেই। তবু কিছু কারণে উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। উদ্ধার কাজে গতি আনতে সোনার মেশিনও ব্যবহার করছেন তারা। আজ শুক্রবার আবারও উদ্ধারে কাজ শুরু করবেন তারা। এদিকে ট্রলারটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়া এমভি ফারহান-৬ নামের যাত্রীবাহী লঞ্চটি জব্দ করে লঞ্চের চালক মাষ্টারসহ তিনজনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে বিআইডব্লিউটিএ। বুধবার রাতে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের নৌ নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় তিনজনকে আসামি করে মামলাটি করেন। আসামিরা হলেন: এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের মাস্টার কামরুল হাসান, ড্রাইভার জসিমউদ্দিন ভূঁইয়া ও সুকানি জসিম মোল্লা। বুধবার চারজনকে গ্রেফতার করে নৌ পুলিশ। তাদের মধ্যে উল্লেখিত তিনজনকে আসামি করা হয়। একজনকে ছেড়ে দেয়া হয়।
01
Sunday
January
2023

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২
ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]
ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল
ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]
বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪
আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]
মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?
ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭
হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]
নামাজের সময়
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৪:৩৯
- ১১:৫১
- ১৬:০৬
- ১৭:৪৯
- ১৯:০২
- ৫:৪৯
পুরনো সংখ্যা
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
Copyright © Dundeebarta 2023