Home » শেষের পাতা » অধিগ্রহণ হচ্ছে নদীর জমি

এতিম যে সে বুঝে কত কষ্ট

২৮ জুলাই, ২০২১ | ১২:০২ পূর্বাহ্ণ | ডান্ডিবার্তা | 122 Views

ডান্ডিবার্তা রিপোর্ট

মা হারানো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রয়াত মায়ের জন্য দোয়া করতে বলেছেন এমপি শামীম ওসমান। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের মাসদাইরে কেন্দ্রীয় কবরস্থানে আইভীর মায়ের কবর যিয়ারত করে দেওভোগে ‘চুনকা কুটিরে’ গিয়ে আইভীকে সান্তনা দেওয়ার সময়ে শামীম ওসমান ওই দোয়ার কথা বলেন। তখন আইভীর পাশে বসে তার মাথায় হাত রেখে দোয়া করেন শামীম ওসমান। রাজনৈতিক ময়দানে বিরোধ থাকলেও মঙ্গলবার দুইজনের আলাপচারিতায় ফুটে উঠে ভাই বোনের সম্পর্ক। আইভীর পাশে বসে শামীম ওসমান বলেন, চাচী খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আমাদের এখন তার জন্য দোয়া করতে হবে আর এমনভাবে চলবে হবে যেন তাদের আত্মা শান্তি পায়। আমিও এতিম আমি বুঝি এতিম হওয়াটা কত কষ্টের সেটা যেই বয়সেই হইনা কেন। এসময় আইভী বলেন, আগামী বৃহস্পতিবার বাদ আসর দোয়া ও মিলাদ আমাদের মসজিদে আপনারা আসবেন। পরে শামীম ওসমান তার সাথে সেখানে যাওয়া আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জানান, শনিবার চাচীর মিলাদ আপনারা মাস্ক পড়ে নিয়ম মেনে এখানে আসবেন। শামীম ওসমান বলেন, আলী আহমদ চুনকা চাচার সহধর্মিণীর কথা আমার মনে পড়ছে। তিনি একজন সন্তানকে যেভাবে ভালবাসে, সেভাবেই ভালবাসা দিয়েছিলেন। তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমাদের তার জন্য কিছু কারার নেই দোয়া ছাড়া। আমি নিজের মায়ের জন্য যেভাবে দোয়া করি। সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। তিনি বলেন, এতিম হওয়া যে কত কষ্টের সেটা যে হারায় সে বুঝে, তা যেই বয়সেই হোক। বাবা-মা যখন চলে যায় তখনই বোঝা যায়। আমি নিজেও একজন এতিম। এতিমের যে কষ্ট এই কষ্ট আল্লাহ যেন তাদের সহ্য করার তৌফিক দান করেন। আমি তাদের প্রতি সহানুভূতি জানাই। তারা যেন ওই পথে চলেন যে পথে চললে তাদের বাবা-মা যেন শান্তি পান। আমরা সবাই যেন এইভাবে এবাদত করতে পারি যেন আমাদের পূর্ব পুরুষরা শান্তি পায়। তিনি আরও বলেন, আমি গত তিনদিন প্রচন্ড বাজে অবস্থায় ছিলাম। আমার স্ত্রী এখনও শয্যাশায়ী। আল্লাহর রহমতে মানুষের দোয়ায় আশা করি সুস্থ হয়ে যাবেন। যিনি চলে গেছেন তিনি আমার মায়ের মত ছিলেন। আমরা তার সন্তান। তার বাড়িতে গিয়ে সহানুভূতি প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রসঙ্গত আইভীর মা মমতাজ বেগম (৭৩) গত ২৫ জুলাই মারা গেছেন। সেদন রাতেই তাকে মাসদাইরে কেন্দ্রীয় কবরস্থানে স্বামী প্রয়াত পৌর পিতা আলী আহাম্মদ চুনকার কবরের পাশে সমাহিত করা হয়।

Comment Heare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *