এবার খেলা হবে: বাদল

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত মো. শহীদ বাদল বলেছেন, আগামী ১১ তারিখ আমরা নৌকার সুনিশ্চিত বিজয়কে ত্বরান্বিত করবো ইনশাল্লাহ। মানুষ তো বারবার ডাল-ভাত খায় না, মাঝেমাঝে পোলাও মাংসও খায়। মাঝে মাঝে এই পুরান মানুষের পরিবর্তন টানতে হবে, পুরান মানুষ আমরা আর দেখতে চাই না। একবার না দুইবার চেয়ারম্যান হয়েছেন দেলোয়ার ভাই। কোমড়ে জোর কত আপনার? এই কোমড়ে জোর আপনার লাঙ্গলের বেশি নাকি কাজিম ভাইয়ের নৌকায় বেশি? সামনের ১১ তারিখ সে খেলা হবে। সে খেলায় নৌকার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। গতকাল রবিবার বিকেলে কলগাছিয়া ইউনিয়নের জিওধারা এলাকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজিম উদ্দিন প্রধানের উঠান বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, আমি সকালে এখানে এসেছি। এসে এক চায়ের দোকানে গেলাম সেখানে বললো কাজিম ভাই, স্কুলের বাচ্চাদের সাথে কথা বললাম তারাও বলে কাজিম ভাই। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তুমি নৌকা করো নাকি লাঙ্গল করো, তারে সাথে নৌকা বলে স্লোগান দিতে থাকলো। আসলে নৌকা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা শুধু নৌকা চাই। এসময় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, কলগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজিম উদ্দিন প্রধান, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা প্রমুখ।
Leave a Reply