এবার জমবে ইফতার রাজনীতি!

ডান্ডিবার্তা রিপোর্ট আসছে রমজান মাস। আর রাজনৈতিকদলগুলোর মধ্যে দেখা যায় নানা তৎপরতা। শুরু হয় ইফতার মাহফিল। কারণ মাঠের রাজনীতির শিথিলতার কারণে ঘরোয়া রাজনীতির দিকে অগ্রসর হয় রাজনৈতিকদলগুলো। তবে নির্বাচনী বছরকে কেন্দ্র করে দেশের প্রধান রাজনৈতিকদল গুলো সক্রিয় অবস্থান থাকবে ইফতার কেন্দ্রীক রাজনীতিতে। সে লক্ষ্যে আওয়ামীলীগ ও বিএনপি উভয় দলই প্রতিটি জেলা ও মহানগর এবং অঙ্গসংগঠগুলো দ্বারা তাদের রাজনৈতিক বর্তমান রূপরেখা অনুযায়ী ইফতার কর্মসূচী কাজে লাগানোর প্রস্তুতি নিচ্ছে। সে রূপরেক্ষা ও দলের নির্দেশনা অনুয়ায়ী নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগ ও বিএনপির অঙ্গসংগঠনেরগুলো প্রস্তুতি নিচ্ছে। যার কারণে রমজান মাসেও রাজনৈতিকদলগুলোর সাংগঠনিক তৎপরতার কারণে জমে উঠবে ইফতার রাজনীতি। সূত্র বলছে, নির্বাচনী বছরে জোড়েশোরে ফিরছে নারায়ণগঞ্জে ইফতার রাজনীতি। আর এই ইফতার রাজনীতিতে নারায়ণগঞ্জের প্রধান দুই রাজনৈতিকদল নিজেদের লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুতি হিসেবে কাজে লাগাতে চায়। কারণ বর্তমান সময়ে নারায়ণগঞ্জ জেলার এই দুই দলে কমিটিগুলোর বর্ধিত করণ এবং শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামীলীগ দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই জেলা আওয়ামীলীগের কমিটি পূর্ণতা দিতে এবং মহানগর আওয়ামীলীগের ওয়ার্ড কমিটিগুলো গঠনের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। তবে কমিটিগুলো সাম্প্রতিক সময়ে পূর্ণতা না দিতে পারলেও ইফতার রাজনীতিতে মধ্যোই কমিটি গঠনের কার্যক্রমগুলো অনেকটা সেরে ফেলে জাতীয় নির্বাচনের আগে অনেকটা শক্তিশালী রূপে ফিরতে চায় নারায়ণগঞ্জ আওয়ামীলীগ। মাসব্যাপী রাজনীতি শিথিলতা থাকার সুবাধে দলগত সকল বিরোধ কোন্দল নিরসন করে জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুতি নিবে। যার কারণে জাতীয় নির্বাচনের আগে অত্যন্ত মোক্ষম সময় হিসেবে দেখছে ইফতার রাজনীতিকে রাজনৈতিকদলগুলো। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপি নবরূপে সাজলেও ইউনিট কমিটিগুলো সাজিয়ে শক্তিশালী রূপে ফিরতে অগ্রসর হচ্ছে। তবে ইফতার কেন্দ্রীক রাজনীতি বিএনপির জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ সময় রাজনৈতিক শিথিলতার মাসে সকল বিভেদ কোন্দল গ্রুপিং নিরসন করে চূড়ান্ত আন্দোলনের দিকে নিজেদের জালাই করে নেয়ার সময় হিসেবে দেখছে। তবে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপি কমিটির পদে থাকা নেতারাই দল থেকে দায়িত্বপ্রাপ্ত পদ নিয়ে বণিবনার কারণে জেলা এবং মহানগরে একাংশের ব্যানার বা জেলা এবং মহানগর বিএনপির ব্যানারে কর্মসূচিতে আলাদা আলাদা ভাবে অংশগ্রহণ করছে। এছাড়া বর্তমান সময়ে নারায়ণগঞ্জ বিএনপির কমিটিগুলো নিয়ে বিরোধ চরমে ঠেকেছে। যার কারণে এই রাজনৈতিক শিথিলতার মাসে ইফতার কেন্দ্রীক রাজনীতিতে সকল বিরোধ চুকিয়ে নিয়ে চূড়ান্ত আন্দোলনের দিকে নেতাদের অগ্রসর করার জন্য বিএনপি থেকে নয়া সুর শোনা যাচ্ছে। এছাড়া বিভিন্ন অঙ্গসংগঠন এবং ইউনিট কমিটিগুলোও ইফতার কেন্দ্রীক রাজনীতির মধ্যেই মুক্তি পেতে পারে বলে শঙ্কা করছে পদপ্রত্যাশী নেতারা। যার কারণে নির্বাচনী বছরে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও বিএনপি উভয়দলের সাংগঠনিক তৎপরতার কারণে জমে উঠবে এবার নারায়ণগঞ্জের ইফতার রাজনীতি।
Leave a Reply