ওসমান পরিবারকে সন্ত্রাসী হিসাবে পরিচায় করাচ্ছে মুছাপুরের মেম্বার প্রার্থী রবিউল আউয়াল

বন্দর প্রতিনিধি
বন্দরের মুছাপুরের ৭নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে মেম্বার প্রার্থী মনজুরকে নিবর্নাচন থেকে সরাতে ওসমান পরিবারকে সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করছে মোরগ প্রতীকের প্রতিদ্বন্দ্বি প্রার্থী রবিউল আউয়াল। আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ভোটারদের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার বন্দর উপজেলায় নির্বাচনী প্রার্থীদের সাথে এসপি ডিসির মতবিনিময় সভায় প্রকাশ্যে প্রার্থী মনজুর অভিযোগ করেন। এদিকে উপজেলায় মতবিনিময় শেষে করেই রবিউল আউয়াল তার সমর্থকদের দিয়ে মনজুরের সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে মহিলা কর্মী হাসিনা ও তার মাকে মারধর করে। এনিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার ভোটাররা জানান, মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী রবিউল আউয়াল প্রকাশ্যে বলে বেড়ায় নির্বাচনের দিন যারা তাকে ভোট না দিবে তাদেরকে আজমেরী ওসমানকে দিয়ে শায়েস্তা করানো হবে। আজমেরী ওসমানের নির্দেশ তার প্রতীকে যেন সকলে ভোট দেন। এছাড়া সে তার বাহিনী দিয়ে মনজুরের সমর্থক ব্যবসায়ী শাখাওয়াত, তাউজুদ্দিন, অফজাল ও আরিফকে কয়েক ঘন্টা আটক রেখে ভয়ভীতি দেখিয়ে মনজুরকে চাপ সৃষ্টি করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে। ভোটররা জানান, দানবীর এমপি সেলিম ওসমান ও নারায়ণগঞ্জের গর্ব শামীম ওসমানের পরিবারকে বদনাম করার জন্য এই রবিউল আউয়াল স্থানীয় মানুষের কাছে সন্ত্রাসী হিসাবে পরিচয় করিয়ে দিয়ে তাদের ইমেজ ক্ষুন্ন করছে। মনে হচ্ছে রবিউল আউয়াল ওসমান বিরোধীদের কোন অদৃশ্য ইশারায় ওসমান পরিবারকে বদনাম, করার মিশন নিয়ে নির্বাচনে নেমেছে। তাই স্থানীয় এলাকাবাসীর দাবি এই প্রতারক রবিউল আউয়ালকে প্রতিহত করার জন্য ওসমান পরিবারের গর্ব শামীম ওসমান ও সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে পুলিশ প্রশানরে প্রতি জোর দাবি জানানো হয় মুছাপুরের ৭নং ওয়ার্ড অত্যন্ত ঝুঁকিপূর্ন তাই এ ওয়ার্ডে পুলিশশী টহল জোরদার করার অনুরোধ জানান।
Leave a Reply