কঠোর হচ্ছে মহানগর বিএনপি

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগকারী বিদ্রোহী নেতাদের দেয়া ২৪ ঘন্টার আল্টিমেটাম শেষ হয়েছে। এখন বিদ্রোহীদের ব্যাপারে মহানগর বিএনপির নেতৃবৃন্দ কি ব্যবস্থা নেবেন সেই প্রশ্ন উঠছে। গত শনিবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রথম পরিচিতি সভায় পদত্যাগকারীদের হুশিয়ারী দেন আহ্বায়ক সাখাওয়াত ও সদস্য সচিব টিপু। এসময় টিপু বলেন, আগামীকাল ২টা পর্যন্ত পদত্যাগকারীদের আল্টিমেটাম দেয়া হলো। এ সময়ের মধ্যে তাদেরকে কেন্দ্রে পদত্যাগ পত্র প্রত্যাহরের আবেদন করতে হবে নয়ত তাদের বিরুদ্ধে দলীয় ফোরামে ব্যবস্থা নেয়া হবে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপির হাইকমান্ড। কমিটি ঘোষণার পরপরই তুমুল বিতর্ক শুরু হয় কমিটি নিয়ে। এখন পর্যন্ত আহ্বায়ক কমিটি থেকে ১৫ জন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগের এই তালিকা আরও লম্বা হতে পারে বলে নিশ্চিত করেছে বিএনপির একাধিক সূত্র। তিন নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ১১জনকে মহানগর বিএনপির ২৪ঘন্টা আল্টিমেটাম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে মহানগরীর ড্রিঙ্ক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপির ১৪ জন নেতা ছাড়া সবাই উপস্থিত ছিলেন। একজন শারীরিক অসুস্থতার জন্য অনুপুস্থিত থাকলেও সভাকে অবহিত করেছেন। কার্যকরী সভা শেষে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সভার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তগুলো গণমাধ্যম কর্মীদের জানিয়ে বলেন, নবগঠিত পদত্যাগ করা ১৪ জন নেতার মধ্যে ১১ জনকে পদত্যাগ পত্র প্রত্যাহার করে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেয়া অশালীন বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। এ সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি জানান সংগঠনের নেতারা। আরো সিদ্ধান্ত হয় যে, নাটের গুরু তিন নেতার পদত্যাগপত্র প্রত্যাহার গ্রহণ করা হবে না এবং তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে বলে জানান তারা। সেই লক্ষ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রীয় বিএনপিকে লিখিতভাবে জানানো হবে বলেও জানান তারা। সেই সাথে তারা জানান, মহানগর বিএনপিকে একটি সুশৃংখল সংগঠনে পরিণত করে আগামী দিনে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তারা।
Leave a Reply