One

‘করোনার ভয়াবহতা বোঝাতে ব্যর্থ স্বাস্থ্য বিভাগ’
ডান্ডিবার্তা | মে ২৩, ২০২১ ৬:২৬
ডান্ডিবার্তা রিপোর্ট
দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। আগে থেকেই ছিল সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, ইউকে ভ্যারিয়েন্ট ও ব্রাজিল ভ্যারিয়েন্ট। গতবছরের শীতের সময় থেকে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সংক্রমণের সংখ্যা কমে এলেও মার্চে শনাক্ত বাড়তে থাকে হু হু করে। সেসময় একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এ অবস্থায় সরকার কঠোর বিধিনিষেধ দেয়। ঈদের ছুটিতে বাড়ি যাওয়া আটকাতে নানা পদক্ষেপ নেওয়া হয়। সেসবও উপেক্ষা করেছে মানুষ। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অথচ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে গণপরিবহন ও বাজার থেকে মানুষের সংক্রমণ হয়েছে সবচেয়ে বেশি। শহরে মাস্ক পরার প্রবণতা কম। গ্রামের মানুষ তো ভাবে গ্রামে করোনাই নেই। দরিদ্রদের ধারণা, এটা ‘বড়লোকের অসুখ’। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য বিভাগ করোনা নিয়ে মানুষকে সঠিক বার্তা দিতে এবং করোনার ভয়াবহতা বোঝাতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষকে বোঝানো না গেলে লকডাউনের ফল দীর্ঘস্থায়ী হবে না। যেভাবে মানুষকে মোবিলাইজ করার কথা ছিল, সেটা করতে পারিনি আমরা। মানুষের কাছে সঠিক তথ্য যাচ্ছে না। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩৪তম সভায় সরকার ঘোষিত বিধিনিষেধের প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। কমিটি মনে করে, ঈদের আগে যাতায়াত পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় যায়নি। ঈদের পর একইভাবে মানুষ ফিরে এলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়বে। কমিটির সভাপতি অধ্যাপক ডা. সহিদুল্লা বলেন, সরকার ঘোষিত বিধি নিষেধের কঠোর বাস্তবায়নের সুপারিশ জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অংশগ্রহণ নিশ্চত করা প্রয়োজন। স্বাস্থ্যসেবা শুরু হয় বাড়ি থেকে। স্বাস্থ্য সেবা কর্মী, পরিবারকল্যাণ কর্মীরা বাড়িতে প্রতিমাসে গিয়ে মা ও শিশুস্বাস্থ্যের প্রাথমিক স্বাস্থ্যসেবার যেসব বার্তা রয়েছে সেগুলো দিয়ে থাকেন, উঠান বৈঠকসহ নানা কাজ করেন। যার কারণে এখন বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি এতো সাফল্য পেয়েছে। এমনটা জানিয়ে জনস্বাস্থ্যবিদ চিন্ময় দাস বলেন, এখন প্রতিটি মা জানেন সন্তানের জন্মের পর টিকা দিতে হবে। কিন্তু করোনার শুরু থেকেই জনগণকে সম্পৃক্ত করার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। তিনি আরও বলেন, মাঠপর্যায় থেকে স্বাস্থ্যসেবা কর্মীদের এখানে কাজে লাগানো হলে রোগী শনাক্ত ও তাদের সংস্পের্শে আসাদের সঠিকভাবে চিহ্নিত করা যেতো। ভিয়েতনাম, ভুটান এভাবেই করোনা প্রতিরোধ করেছে। করোনার প্রায় দেড় বছরে স্বাস্থ্যবিভাগ সামগ্রিকভাবে কিছু চিন্তা করেনি। এমন মন্তব্য করেন স্বাস্থ্য অধিদফতরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য আবু জামিল ফয়সাল। তার মতে, এ নিয়ে কোনও তদারকি হয়নি। কারও কোনও জবাবদিহিতাও ছিল না। কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বলেন, স্বাস্থ্যবিভাগ করোনার সময় নিজেদের দুর্নীতি, দুর্বলতা নিয়ে ব্যস্ত ছিল। করোনা নিয়ে ভাবার মতো সক্ষমতা তাদের ছিল না। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় পর্যন্ত করোনাতে নতুন শনাক্ত ১৫০৪ জন। ঈদের ছুটির আগ থেকে ঈদের তিনদিন পর পর্যন্ত করোনাতে নতুন শনাক্তের সংখ্যা কমে। সেসময় কমে যায় পরীক্ষার সংখ্যাও। তবে ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষা ও শনাক্তের সংখ্যা বাড়তে থাকে। গত শুক্রবার রোগী শনাক্তের হার ছিল আট দশমিক ২২ শতাংশ, যা কিনা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। ১৫ অক্টোবর ২৬১ জন, ১৬ মে ৩৬৩ জন, ১৭ মে ৬৯৮ জন, ১৮ মে এক হাজার ২৭২ জন, ১৯ মে এক হাজার ৬০৮ জন, ২০ মে এক হাজার ৪৫৭ জন রোগী শনাক্ত হবার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।
01
Sunday
January
2023

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২
ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]
ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল
ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]
বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪
আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]
মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?
ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭
হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]
নামাজের সময়
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:১০
- ১১:৫৩
- ১৫:৩৫
- ১৭:১৪
- ১৮:৩৩
- ৬:২৭
Copyright © Dundeebarta 2023