কালিরবাজারে স্বর্ণের দোকানে চুরি

ডান্ডিবার্তা রিপোর্ট
শহরে কালিরবাজারে কার্তিক জুয়েলার্স নামের একটি স্বর্নের দোকান থেকে ৭৪ ভরি স্বর্ন, নগদ সাত লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত ২৯ ডিসম্বর সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩দিন অতিবাহিত হলেও অজ্ঞাত আসামী হবার ফলে কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ কার্তিক জুয়েলার্সের মালিক টিটন চন্দ্র বর্মন বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যেখানে তিনি উল্লেখ করেন,কালিরবাজারস্থ এসিধর রােডে “কার্তিক জুয়েলার্স” নামক আমার একটি স্বর্ণের দোকান আছে। ২৮ ডিসম্বর আমি প্রতিদিনের মতাে বেচা কেনা শেষে রাত ১০ টায় দোকান বন্ধ ও তালাবদ্ধ করে বাড়ীতে চলে যাই। পরের দিন ২৯ ডিসেম্বর সকাল ১০ টায় আমি দোকানে এসে দেখি দোকানে পূর্ব পাশে কেচি গেইটের ৯টি তালা কাটা, তখন আমি চিৎকার করিলে আশপাশের লোকজনসহ আমার দোকানের কর্মচারীরা আসিয়া দেখিতে পাই অজ্ঞাতনামা চোরেরা আমার দোকানের নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে। পরবর্তীতে আমিসহ আমার লােকজন দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে জানিতে পারি সকাল ০৬টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা ৬ জন আসামী পরস্পর যােগসাজসে আমার দোকানের তালা কেটে ৭৪ ভরি স্বর্ন ও ৭লাখ টাকা চুরি করে নিয়ে যায়। তিনি আরও উল্লেখ করেন, চোরাই যাওয়া মালামালের মধ্যে স্বর্ণের চেইন ১০০ পিস, ওজন অনুমান ৩০ ভরি, স্বর্ণের আংটি ৪০ পিস, ওজন অনুমান ১৮ ভরি, স্বর্ণের কানের দুল ২০ জোড়া, ওজন অনুমান ১৬ ভরি, ১০টি স্বর্ণের ব্যাচলেট, ওজন অনুমান ০৩ ভরি, স্বর্ণের সলিট বেঙ্গল চুরি, ওজন অনুমান ০২ ভরি, .স্বর্ণের লকেট ২৫পিস, ওজন অনুমান ০৫ ভরি মোট ৭৪ ভরি। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।
Leave a Reply