কুড়েরপাড় ব্রীজ ঝুঁকিপূর্ন প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুড়েরপাড় ব্রীজের পাশে ঢাল রাস্তা ও গাইডওয়াল ভাঙ্গায় প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। এলাকাবাসীর দাবী মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির কাছে রাস্তা ও গাইডওয়াল সংস্কার করা হোক। গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় নারায়ণগঞ্জ সদরের আলিরটেকের ইউনিয়নের কুড়েরপাড় ব্রীজের সামনে ভঙ্গরের চিত্র। এক যুগের বেশি সময় ধরে এই ব্রীজটি তৈরী করা হয়। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাবার একটি অন্যতম সংযোগ সড়ক কুড়েরপাড় ব্রীজ। প্রতিদিন অর্ধলাখ মানুষের যাতায়াত এই সড়কটি দিয়ে। কিন্তু ব্রীজের ঢাল ও গাইডওয়াল ভাঙ্গা থাকার কারনে প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা হয়। অটো, রিকশা, মালবাহী কোন গাড়ী যেতে হলেও গাড়ী চালকদের পোহাতে হয় ভোগান্তি। যাত্রী নামিয়ে গাড়ী নিয়ে ব্রীজে উঠতে হয় তারপর যাত্রীদের গাড়ীতে উঠতে হয়। চেয়ারম্যান গাইডওয়াল ও রাস্তা সংস্কার করলেও নিন্মমানের মালামাল থাকায় আবারো রাস্তা ও গাইডওয়াল ভেঙ্গে গেছে। বাংলাদের কত জায়গায় উন্নতির ছোঁয়া লেগেছে। আমাদের নারায়ণগঞ্জ জেলাও কম না। তাই এলাকাবাসীর দাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সদর-বন্দর আসনের সাংসদ সদস্য একেএম সেলিম ওসমানের কাছে রাস্তাটি পাকাপোক্তভাবে সংস্কার করা হোক। ভাঙ্গা রাস্তার সংস্কার চেয়ে গাড়ী চালকরা বলেন, কুড়েরপাড়ের ব্রীজের রাস্তাটি ভাঙ্গা এটা কি কেউ দেখে না। প্রতিদিন গাড়ি উল্টিয়ে দূর্ঘটনা ঘটে। অনেক মানুষ আহতও হয়। কোন গর্ভবতী মহিলাকে নিয়ে গেলে তারাদের ব্যথা উঠে যায়। আমাদের অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে হয়। এই এলাকার মেম্বার চেয়ারম্যান দেখেও না দেখার ভান করে চলে আর সরকারি টাকা নিজেদের পকেটে ভরে। আমরা অনেকেই প্রতিদিন রাস্তা ভাঙ্গা থাকার কারনে গাড়ি উল্টিয়ে পড়ি। আমাদের হাতে পায়ে অনেক আঘাত পাই এই তার চিহ্ন দেখেন বলে জানায় গাড়ি চালকরা। এই রাস্তাটি ব্যবহার করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা জানায়, এই রাস্তাটিতে প্রতিদিনই এক্সিডেন্ট ঘটে। আমরা সরকারের কাছে দাবী করছি রাস্তাটি ঠিক করে দেওয়ার।
এলাকাবাসী ব্রীজের গাইডওয়ালটি ঠিক করে দেওয়ার এবং রাস্তা সংস্কারের দাবী জানিয়ে বলেন,এই রাস্তাটি নারায়ণগঞ্জ সদরের কিন্তু সদরের নাম মাত্রও কোন চিহ্ন নাই এখানে। এই রাস্তাটি দিয়ে আশে পাশের বিভিন্ন এলাকার মানুষ আসা যাওয়া করে। প্রতিদিন প্রায়ই এক্সিডেন্ট ঘটে এই রাস্তায়। এটা আলিরটেকের জন্য বদনাম। সরকার বিভিন্ন জায়গার উন্নয়ন হলেও মুন্সিগঞ্জগামী এই রাস্তাটি এখনো ভঙ্গর। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি দানবীর সেলিম ওসমানের কাছে অনুরোধ আমাদের রাস্তাটি সংস্কার করে দেওয়া হোক।
Leave a Reply