সংবাদ দেখার জন্য ধন্যবাদ

ক্ষমতাসীনদের হাতেই অধিকাংশ অস্ত্রের লাইসেন্স!
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলায় অস্ত্রের লাইসেন্সের সংখ্যা ১ হাজার ১টি। এর মধ্যে বন্দুক ও শর্টগান ৫৯২টি, পিস্তল ২৫০টি, রিভলবার ৯৫টি ও ৬৪টি রাইফেল। নারায়ণগঞ্জে এক সময় শিল্প কারখানা, ব্যাংক ও পুঁজিপতিরা অস্ত্রের লাইসেন্স নিজ প্রতিষ্ঠান বা ব্যক্তিগত নিরাপত্তার জন্য নিলেও পরবর্তীতে সরকারি কর্মকর্তা, রাজনীতিক, তাঁদের আত্মীয় স্বজনেরা অস্ত্রের লাইসেন্স নেওয়া শুরু করেন। বর্তমানে যেসব ব্যক্তির কাছে অস্ত্রের লাইসেন্স রয়েছে তাদের একটি বড় অংশই প্রভাবশালী ওসমান পরিবারের ঘনিষ্ঠ। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় আসে। টানা দুই মেয়াদ শেষ করে এখন তৃতীয় মেয়াদে সরকারে আছে আওয়ামী লীগ। এর মধ্যে দুই মেয়াদে দেওয়া হয় নতুন করে আরও ২৮২টি অস্ত্রের লাইসেন্স। আর চলতি বছরের জুলাই পর্যন্ত দেওয়া হয় ১৬টি অস্ত্রের লাইসেন্স। মহাজোট সরকার আমলে কুখ্যাত সন্ত্রাসী নূর হোসেন ও তাঁর সহযোগীরা ছাড়াও আওয়ামী লীগ সমর্থক তিন কাউন্সিলর অস্ত্রের লাইসেন্স পান, যাঁদের বিরুদ্ধে দুর্বৃত্তপনার অভিযোগ আছে। আওয়ামী লীগ সরকার আমলে সাংসদ শামীম ওসমানসহ তাঁরা তিন ভাই অস্ত্রের লাইসেন্স নেন। যাদের অস্ত্রের লাইসেন্স আছে তারা হলেন জালাল উদ্দিন আহাম্মদের দুটি শর্টগান ও পিস্তলের লাইসেন্স আছে। জালাল উদ্দিন আবার সাত খুনের প্রধান আসামি নুর হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ফয়েজ উদ্দিন আহমেদও দুটি অস্ত্রের লাইসেন্সের মালিক। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, জোড়া খুনের মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত নিয়াজুল ইসলাম, ডাকাতি মামলার আসামি ও সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল করিম ওরফে ডিশ বাবু, নাসিক ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান ওরফে মতি, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, পরিবহন নেতা মো. শহীদুল্লাহ, নাসিক ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন অন্যতম। এর মধ্যে নিয়াজুল ও কাউন্সিলর বাবুর অস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে সুপারিশ করা হয়। নারায়ণগঞ্জের অস্ত্রের লাইসেন্সধারীদের মধ্যে রাজনীতিক ও তাঁদের অনুগত হিসেবে যাঁদের শনাক্ত করা সম্ভব হয়েছে, তাঁদের মধ্যে আওয়ামী লীগের রয়েছেন ৪৮ জন। আর বিএনপির ২১ ও জাতীয় পার্টির ১১ জন। এর মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সংশ্লিষ্ট ব্যক্তিদের বড় অংশই আলোচিত ওসমান পরিবারের ঘনিষ্ঠ। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারি বাহিনী থাকার পরও কেন এখানে এত অস্ত্রের লাইসেন্স দিতে হলো, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আবার প্রভাবশালী বা সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ব্যক্তি ও সন্ত্রাসীদের অনেকের কাছে অস্ত্রের লাইসেন্স যাওয়ায় তা নিয়ে উদ্বেগ আছে নাগরিক সমাজে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদও মনে করেন, এখানে অস্ত্রের লাইসেন্সের সংখ্যা আরও সীমিত হওয়া উচিত। কারণ, যেনতেন মানুষও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অস্ত্রের লাইসেন্স বের করে নিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, সঠিক ব্যক্তিরা যাতে লাইসেন্স পায়, তা তদন্তের সময় বিবেচনা করা হয়। ভবিষ্যতেও তা করা হবে।
Comment Heare
ডান্ডিবার্তায় স্বাগতম

সদ্যপাওয়া
এই কাল এই সময়

আর কত লাশে কঠোর হবে প্রশাসন?
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তে স্থানীয় স্বাস্থ্য বিভাগের মতে গত ৬৬ দিনে মৃত্যুর সংখ্যা ৮৯ জনে দাঁড়ালেও জেলার বিভিন্ন স্থানে করোনা উপসর্গে আরো অনেকের মৃত্যু ঘটেছে যার হিসাব স্বাস্থ্য বিভাগের কাছে নেই। গতকাল সোমবার দিন ভর শহর ঘুরে […]
মন্তব্য প্রতিবেদন

আ’লীগের অনৈক্যের কারিগড় কে?
হাবিবুর রহমান বাদল আওয়ামীলীগ টানা একযুগ ধরে ক্ষমতায় থাকলেও নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও তাদের সহযোগি সংগঠনগুলির মধ্যে স্পষ্টত বিভাজন বিরাজ করছে। শহরের এপার-ওপার দুই মেরুতে আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনগুলি অবস্থান করছে এটা দিবালোকের মত সত্য হলেও নারায়ণগঞ্জের পেশাদার সাংবাদিকরা এই বিভাজন দুর […]
বিশেষ প্রতিবেদন

দুর্নীতিমুক্ত চিকিৎসা সেবা চায় না’গঞ্জবাসী
হাবিবুর রহমান বাদল বিশেষ প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরও দুই মাস সাংসদ শামীম ওসমান প্রধানমন্ত্রীর দফতরসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৌড় ঝাপের পর অবশেষে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যার করোনা হাসপাতালে আইসিইউ’র বেড এসেছে। ইতিমধ্যে আইসিইউ’র যন্ত্রপাতি আসলেও বেডের অভাবে এরই মধ্যে নারায়ণগঞ্জ […]
নামাজের সময়
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:২৭ পূর্বাহ্ণ
- ১২:১৪ অপরাহ্ণ
- ১৬:০৩ অপরাহ্ণ
- ১৭:৪৩ অপরাহ্ণ
- ১৯:০০ অপরাহ্ণ
- ৬:৪১ পূর্বাহ্ণ
অতিথি কলাম

জয় হোক মানবতার
রণজিৎ মোদক তুমি কবে যাবে জানিনা। তুমি বিশ্ববাসীকে যা শিক্ষা দিলে, তা ভুলার নয়। তুমি প্রেম-প্রীতির ভালোবাসার ঘরে অবহেলা ঘৃণা মৃত্যুভয় রোপণ করেছো। রক্তের সাথে রক্তের- ভয়-ভীতির সৃষ্টি। ছুইওনা ছুইওনা এখানে নিশ্চিত মরণ। স্বামী-স্ত্রী, পিতা-পুত্র ও জ্ঞাাতি গোষ্ঠীর মধ্যে সর্বত্র […]
ফিচার বার্তা

দায়িত্ব অবহেলায় সরকারি টেলিফোনের কদর কমেছে
ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরে দায়িত্ব অবহেলার কারনে সরকারি টেলিফোনের কদর কমে গেছে। এক সময়ে বন্দর উপজেলায় ব্যপক চাহিদা ছিল টেলিফোনের, বর্তমানে সরকারি টেলিফোনের কোন চাহিদা নেই। নানা সমস্যায় জর্জরিত টেলিফোন সংযোগগুলো। উপজেলার গুরুত্বপুর্ণ সরকারি অফিস, ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে বছরের পর […]
মন্তব্য করুন