খালেদার চিকিৎসার দাবিতে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত মানের চিকিৎসার সুনিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার নেতৃবৃন্দরা। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১টায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাড. সাখওয়াত হোসেন খান, সহসভাপতি অ্যাড. জাকির হোসেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. এইচএম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. একেএম ওমর ফারুক নয়নসহ বিএনপিপন্থী আইনজীবীরা। স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত এক বক্ত্যবে অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বেগম জিয়া ৭৭ বছরের একজন বয়স্ক বৃদ্ধা। সরকার একটি ফরমায়েশী মামলায় সাজা দিয়ে তাকে যেভাবে হেনস্তা করছে যার জন্যে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এই অবস্থায় আমাদের আইনজীবীদের পক্ষ থেকে সরকারের কাছে বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত মানের চিকিৎসার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছি। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দিবে।’ তিনি আরও বলেন, যদি সরকার এটা নিয়ে গড়িমসি করে বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হয় তাহলে এর সম্পূর্ণ দায়ভার সরকারকে বহন করতে হবে। এদেশের ৯০ ভাগ মানুষ চায় বেগম জিয়ার চিকিৎসা হোক। কিন্তু সরকার গোড়ামি করে তার চিকিৎসার বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা চাই এটা না করে তাকে যেন বিদেশে প্রেরণ করা হয়।
Leave a Reply