গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডান্ডিবার্তা রিপোর্ট
পৃথক দুই অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ২টি পিকআপ ভ্যান জব্দ করেছে র্যাব। গত শুক্রবার ও গতকাল শনিবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভবেরচর আনারপুরা এলাকায় মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়। র্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে গত শুক্রবার সোনারগাঁয়ের কলতাপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে সুমন মিয়াকে (৩২) ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। অপর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন, শরীয়তপুরের নড়িয়া থানার বৈশাখীপাড়া এলাকার মৃত মজিবর রহমান ফকিরের ছেলে রাজিব (২০) ও ঢাকার খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার মৃত শেখ কামালের ছেলে আল আমিন (২১)। র্যাব জানায়, তারা পরষ্পর যোগসাজশে বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply