চরম দারিদ্রতায় ভুগতে পারে বিশ্বের সাড়ে ৬ কোটি শিশু

করোনা ভাইরাসের কারণে বিশ্বের প্রায় সাড়ে ছয় কোটি শিশু চরম দারিদ্রতায় ভুগতে পারে বলে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার একটি প্রতিবেদেনে এমনটি বলা হয়। পাশপাশি করোনা ভাইরাসের কারণে শিশু মৃত্যুর হার বেড়ে যাবে বলেও ওই প্রতিবেদনে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
দ্য পলিসি: ব্রিফ দ্য ইম্পেক্ট অব কোভিড-১৯ নামের ওই প্রতিবেদনে বলা হয়, শিশুরা এই মহামারীতে ঝুঁকিতে রয়েছে। ওই প্রতিবেদনে শিশুদের জন্য করোনা ভাইরাস এবং এর পরবর্তী সময়ে তিনটি ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে । প্রতিবেদনে বলা হয়, শিশুদের করোনা ভাইরাস, ভাইরাস পরবর্তী আর্থ সামাজিক প্রভাব এবং এর দীর্ঘ মেয়াদীর প্রভাবের চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করতে হবে। আর এই বছরের করোনা দুর্যোগে ৪.২ কোটি থেকে ৬.৬ কোটি শিশু চরম দারিদ্রতায় ভুগতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়।
করোনা ভাইরাসের কারণে বিশ্বের ১৮৮ টি দেশে স্কুল বন্ধ রয়েছে। যার কারণে প্রায় ১৫০ কোটি শিশু ক্ষতিগস্ত হচ্ছে।
ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৭২ হাজার ৮৭৫ জন। মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন।
cialis generika wo kaufen cialis 50 mg price cialis kl