চাঁদাবাজকে গ্রেফতার করেনি পুলিশ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে হত্যা করে লাশ গুম করার হুমকির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করার তিনদিন অতিবাহিত হলেও আসামী ঈমান আলীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নাম্বার ওয়ার্ড এর বাসিন্দা ও সাজু ডেভেলপার কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু সানারপাড় এলাকায় একটি জমি ক্রয় করেন। ওই এলাকার চিহিৃত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী ঈমান আলী ও তার সহযোগীরা ব্যবসায়ী শাহজাহান সাজুর কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার জানালে ব্যবসায়ীকে মেরে লাশ নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন ওই সন্ত্রাসীরা। সাজু ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু জানান, সম্প্রতি আমার ক্রয়কৃত সানারপাড় এলাকায় একটি জমিতে বাউন্ডারী নির্মাণ করতে গেলে ওই এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ ঈমান আলী ও তার লোকজন আমার কাছ থেকে বিশ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমাকে চাঁদা না দিলে প্রাণ নাশের হুমকি দেয়। এতে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ও চরম আতংকে দিন কাটাচ্ছি। এ বিষয়ে থানায় অভিযোগ করার তিনদিন অতিবাহিত হলেও কোন আসামীকে গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীরা তাদের ব্যবসা বানিজ্য বন্ধ করে অন্যত্র চলে যাবে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, সাজু ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঈমান আলীর বিরুদ্ধে ইতিপূর্বেও কয়েকটি অভিযোগ পেয়েছি আমরা। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরে মামলা নেওয়া হবে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম পিপি এম জানান, এ বিষয় আমার দপ্তরেও একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply