চোরাই তেলসহ ২জন গ্রেফতার

৩০ জুলাই, ২০২২ | ১০:১৬ পূর্বাহ্ণ |
ডান্ডিবার্তা |
28 Views
ডান্ডিবার্তা রিপোর্ট র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ হতে জ্বালানী তেল চোরাই চক্রের ২ সক্রিয় সদস্য গ্রেফতার। গত বৃহস্পতিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১,৬০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার ও ১টি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ-মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার মালিগাঁও গ্রামের আঃ রহিমের ছেলে ইসমাইল হোসেন (৩২) ও ময়মনসিংহ জেলার ফুলপুর থানার গড়পয়ারী গ্রামের ওহেদ আলীর ছেলে আলতাফ হোসেন (৪৫)। এবিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply