One

চ্যালেঞ্জের মুখে আ’লীগ-বিএনপি

ডান্ডিবার্তা | সেপ্টেম্বর ০৭, ২০২৩ ১২:০০

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ গরম করে যাচ্ছে আওয়ামী লীগ বিএনপি। আন্দোলনের মাধ্যমে বিএনপি চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর জন্য। অপর দিকে ক্ষসতাসীন দল টানা চতুর্থ বারের মত ক্ষমতায় থাকার বিএনপির আন্দোলনকে দমানোর জন্য তারাও শান্তি সমাবেশ দিয়ে নেতা কর্মীদের রাজপথে রেখেছে। এতে করে এক বছর আগে থেকেই বিএনপি মাঠ গরম করছে।এদিকে নির্বাচন কমিশন সূত্রমতে, এই বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে কিংবা আগামী বছরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তাই এই বছরকে নির্বাচনী প্রচারনার বছর হিসেবে বেছে নিয়েছে আওয়ামী লীগ। তারই ধারা বাহিকতায় অন্যান্য নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাঠে না নামলেও এবার তিনি এক বছর আগে থেকেই মাঠে নেমে প্রচারনা চালাচ্ছেন। সেই সাথে মানুষের কাছে নৌকার জন্য ভোট চেয়ে যাচ্ছেন। কিন্তু এই দিকে দিয়ে বিএনপি বলে আসছেন তারা এই সরকারের অধীনে নির্বাচন হলে তাতে অংশগ্রহণ করবেন না। তবে তত্ত্বাবধায় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হলে তাদের আপত্তি নেই। কিন্তু ক্ষমতাসীন দল তাদের অধীনেই নির্বাচন দিবে বলে জানিয়ে আসছেন। বিএনপির ধরনের দাবীকে ভৌতিক বলে জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। দেশের প্রধান বিরোধী দল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও সরকারের পদত্যাগ দাবিতে ইউনিয়নের পর জেলা মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি করছে। চূড়ান্ত আন্দোলনে যেতে পদযাত্রা কর্মসূচিতে শোডাউনের মাধ্যমে শক্তি প্রদর্শন করছে বিএনপি। তাদের এই কর্মসূচির মাধ্যমে নেতা কর্মীরাও জেগে উঠেছে। অন্যদিকে এদিন ‘শান্তি সমাবেশের’ পাশাপাশি ব্যাপক মহড়ার করেছে আওয়ামী লীগ। সেই সাথে আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতা কর্মীরাও নারায়ণগঞ্জের শহরে বিক্ষোভ মিছিল বের করেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচির নামে বিএনপি বিশৃঙ্খলা তৈরি করতে পারে দাবি করে তা মোকাবিলায় এ শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এছাড়া নেতারা বলছেন, আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত তাদের এমন কর্মসূচি চলমান থাকবে। এগুলো কোনো দলের পাল্টাপাল্টি কর্মসূচি নয় বলেও দাবি তাদের। শান্তি সমাবেশের মূল লক্ষ্য হচ্ছে, দেশের স্থিতিশীলতা বজায় রাখা। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন, যারা দেশে অস্থিতিশীলতা তৈরি করবে, তাদের বিরুদ্ধে জনমত তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। তাছাড়া বিএনপির অস্থিরতা এবার কেউ মেনে নিবে না। অপরদিকে বিএনপির নেতারা বলছেন, দেশে যেই ভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে মানুষের বেচেঁ থাকার অসম্ভব হয়ে পরছে। এছাড়া নিরপেক্ষ ভাবে তত্ত্ববধায়ক সরকারের অধীনের দাবী অব্যাহত থাকবে। তাদের এই আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার জন্য বিএনপি ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, থানা, জেলা মহানগরে ব্যপক ভাবে আন্দোলনে নেমেছে। তাদের এই আন্দোলনকে আরও ব্যাগবান করার জন্য তারা একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছেন। বিএনপি গতবছরে বিভাগীয় ভাবে সমাবেশ করে সারাদেশে ব্যপক আলোচনা তৈরী করেছে। সেই সাথে ক্ষমতাসীন দলের কাপুনি ধরিয়ে দিয়েছে বলে তাদের দাবী। বিশেষ করে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ, খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং গণবিরোধী সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ গণতন্ত্র পুনরুদ্ধারে গত বছরে ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে ১০ দফা দাবি তুলেন। সেই দাবী বাস্তবায়নে পরবির্ততে নারায়ণগঞ্জ জেলা মহানগরে যুগপুৎ আন্দোলনের ঘোষনা দেন। এই আন্দোলন গুলোতে জেলা বিএনপিতে গিয়াস উদ্দিন দায়িত্বে আসার পর থেকে সেখানে সবচেয়ে বেশি ভুমিকা রেখে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট প্রশংসিত হন। দলীয় সুত্রমতে জানা যায়, বিএনপি আওয়ামী লীগ পাল্টা পাল্টি সমাবেশে জেগেছে নারায়ণগঞ্জের রাজনীতি। বিএনপি পদযাত্রা করলে আওয়ামী লীগ করে শান্তি সমাবেশ। সর্বশেষ গত ৪মার্চ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বন্দর থানায় পদযাত্রা সমাবেশ করেন। অপর দিকে নারায়ণগঞ্জ মহাগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার নেতৃত্বে ২ নম্বর রেলগেট এলাকায় শান্তি সমাবেশ করেন। একই সাথে শহরের মন্ডলপাড়া ব্রীজে বিএনপির আরেকটি অংশ পদযাত্রা মিছিল বের করেন। বিএনপির এই মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা আতাউর রহমান মুকুল। বিএনপিকে সাবধান করে একটি সভায় শামীম ওসমান বলেন, আগামী দুই-তিন মাসের মধ্যে বাংলাদেশে আঘাত পড়বে। দেশটাকে একটা আঘাত করা হবে পেছনের দিকে যাবার জন্য। সামনের দিকে নেয়ার জন্য নয়। বাংলাদেশে আগামী ২-৩ মাসের মধ্যে, সর্বোচ্চ জুন থেকে জুলাইয়ের মধ্যে আঘাত আসবে। লেজ সোজা না হওয়া লোকেরা আবার বাংলাদেশে লাশের রাজত্ব সৃষ্টি করবে এমনকি তাদের দলের বড় বড় জাতীয় নেতাকে প্রয়োজন হলে তারা হত্যা করবে। এগুলো করে তারা ইস্যু সৃষ্টি করার চেষ্টা করবে কারণ যেভাবেই হোক তারা নির্বাচন বন্ধ করতে চায়,কিন্তু পারবে না। জনগণের কাছে বিচার দিলে কিভাবে জনগণ তাদের কাছে পৌঁছাবে সেটা আমরা ভালো করে জানি। যারা স্লোগান দিচ্ছে তারা সাম্প্রদায়িক শক্তি। তাই বলছি নারায়ণগঞ্জকে শান্ত রাখার চেষ্টা করেন। আর না হয় জনগণ ক্ষেপলে আপনারা মাঠে নামতে পারবেন না। তাই বলছি বিএনপির ভাইয়েরা সাবধান হয়ে যান। আওয়ামী লীগের শান্তি সমাবেশে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেন, নারায়ণগঞ্জে বিএনপির বন্ধুরা পদযাত্রা সমাবেশ করেছেন। আপনারা এই পদযাত্রা বাদ দিয়ে নির্বাচনের প্রস্ততি শুরু করেন। বিএনপি পদযাত্রার নামে যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য আমরা মাঠে আছি। ডিসেম্বরের ১০ তারিখের পর নাকি খালেদা জিয়া-তারেক জিয়ার কথায় দেশ চলবে। আরে এটা কি মগের মুল্লক। তারেক জিয়া একটা বিশ্ব চোর, খুনি, সাজা প্রাপ্ত আসামী। নারায়ণগঞ্জে কোন রকম নৈরাজ্য আমরা বরদাস্ত করবো না। এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সৃষ্টি। এই নারায়ণগঞ্জ শামীম ওসমানের ঘাঁটি। আমরা তো অল্প বললাম। শামীম ওসমান মাঠে নামলে দশ মিনিট টিকতে পারবেন না বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

01

Sunday

January

2023

.
HH:MM:SS:AM/PM

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে

ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২

ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]

ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল

ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]

নারায়ণগঞ্জ জেলা

AvovBnvRvi‡mvbviMvue›`iiƒcMÄwmw×iMÄdZzj­vm`i

বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪

আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]

মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?

ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭

হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:৩৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫১
  • ১৬:০৬
  • ১৭:৪৯
  • ১৯:০২
  • ৫:৪৯

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

Copyright © Dundeebarta 2023