One

জনসমাগমে মহা বিপদের আশ
ডান্ডিবার্তা | জুলাই ১৯, ২০২১ ৬:২৬
নারায়ণগঞ্জে করোনার পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। লকডাউন শিথিলের পর শহরে মানুষের ভীড় বেড়েই চলেছে। হাট বাজার, মার্কেট বিতনী বিতান ফুটপাত শুধু মানুষ আর মানুষ। নেই স্বাস্থ্য বিধি মানার প্রবণতা। এরই মধ্যে গতকাল শনিবার নারায়ণগঞ্জে করোনার রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৯২ জন এবং ইতিমধ্যে মারা গেছেন ২ শতাধিক। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ৩১.২৬ শতাংশ। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাড়ালো সাড়ে ১৬ হাজার জন এবং এপর্যন্ত মারা গেছেন ২৩৪ জন। এদিকে নারায়ণগঞ্জে করোনা আক্রান্তদের অধিকাংশ ডেল্টা ভেরিয়েন্ট হবে ধারণা করছেন শহরের খানপুরে অবস্থিত করোনা বিশেষায়িত হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাশার। তিনি এ বিষয়টিক আতঙ্কের বললেও মানুষ এটাকে ড্যামকেয়ার ভাবছেন। তিনি জানান, মানুষকে সচেতন হবে। নতুবা সামনে কঠিন বিপদ অত্যাসন্ন। গত শনিবার রাতে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের জন্য লিকুইড অক্সিজেন এসেছে। তবে রোগী যদি বেড়ে যায় সেক্ষেত্রে অক্সিজেন সাপোর্ট দেওয়া কষ্টসাধ্য হয়ে যাবে। তিনি বলেন, ‘বর্তমানে নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের এখানে যে পিসিআর টেস্ট হয়েছে এর মধ্যে ৩৪ শতাংশের করোনা পজিটিভ এসেছে। যেখানে দেড় মাস আগেও ছিল ৪ থেকে ৬ শতাংশ পজিটিভ আসতো। হাসপাতালে আসা রোগীদের অনেকেরই অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। অনেকেরই আইসিইউ এর প্রয়োজন হচ্ছে। যেভাবে মানুষ স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছে আমি শংকিত যে ভবিষ্যতে কি হবে।’ তিনি বলেন, ‘বেশিরভাগ রোগীর শ্বাসকষ্ট হচ্ছে। জ্বর ঠান্ডা গলাব্যাথা পাতলা পায়খানা। ফুসফুস সংক্রমিত হয়ে মৃত্যু হচ্ছে। করোনাভাইরাস মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় তখন অন্যান্য ভাইরাস শরীরের প্রবেশ করে নানান রোগে আক্রান্ত করে। এখানে বয়সের কোনো সীমা নাই। সবাই আক্রান্ত হচ্ছে।’ খানপুর হাসপাতালে নিয়মিত তদারকি করতে যান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু। তিনি বলেন, ‘কয়েকদিন আগেও যারা খাবার পায় না। কাজ নেই বলে বাসা ভাড়া দিতে পারছে না বলে নানা বক্তব্য দিয়েছে। তাহলে আজ কেন সবাই মার্কেটে? রাস্তায় এতো মানুষ কি করছে? মার্কেটিং করা কি জীবনের চেয়ে বেশি জরুরী? অনেকেই বলেছে সিটি করপোরেশন কেন খাবার দেয় না? সরকার কেন খাবার দেয় না? এখন তারাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। আমি আজকে চাষাঢ়া থেকে দুই নং রেল গেট যেতে আধা ঘণ্টার বেশি যানজটে বসে থাকতে হয়েছে কারণ রাস্তায় এতো মানুষ বের হয়েছে যে শহরের যানজট লেগে গেছে। এসব দেখে খুব দুঃখ হয়।’ তিনি বলেন, ‘এতদিন ঢাকা, নারায়ণগঞ্জ ছাড়া সীমান্তবর্তী এলাকায় করোনা সংক্রামণ বেশি ছিল। আমাদের এখানে কম ছিল। কিন্তু যে হারে মানুষ বের হচ্ছে তাতে আমরা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনছি। সরকার বা প্রশাসন কি করবে আমরা নিজেরা যদি সচেতন না হই। সবার আগে নিজেকে সচেতন হতে হবে। তবেই করোনা থেকে মুক্তি পেতে পারবো।’ তিনি আরো বলেন, ‘এক সপ্তাহ আগেও নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল কম। দিন দিন আক্রমনের সংখ্যা বেড়ে চলেছে। গত দুই দিনে ৫/৬ জন মারা গেছে। প্রতিদিন ৬০০ থেকে ৭০০ মানুষ করোনা টেস্ট করার জন্য আসছে। এছাড়া প্রতিদিন গড়ে ২০০ জন নতুন করে আক্রান্ত হচ্ছে। এ ভয় কি কারো মধ্যে নেই? তিনি বলেন, ‘এভাবে যদি চলতে থাকলে তাহলে নারায়ণগঞ্জ আবারও সারা বাংলাদেশের মধ্যে হটস্পট হবে। ঈদের পরে কি ঘটবে সেটা নিয়ে শঙ্কা। আর তখনই করোনায় আক্রান্ত সংখ্যা বাড়বে। আমার মনে হচ্ছে তখনই একটা মরণকামড় দিবে। পাশাপাশি কি ভয়াবহ পরিস্থিতি হবে সেটা চিন্তা করতেই আমার কষ্ট হয়। আমি বলে বুঝাতে পারবো না করোনা আক্রান্ত ব্যক্তি হাসপাতালে শুয়ে থেকে কি কষ্ট পায়। আমাদের সর্তক হওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই। করোনা সুরক্ষায় সরকার যে দিক নির্দেশনা দিয়েছে অবশ্যই এগুলো পালন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাই ভালো থাকলে ঈদ আমরা করতে পারবো। তাই সবাইকে সচেতন হওয়ার আহবান জানাচ্ছি।’
01
Sunday
January
2023

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২
ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]
ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল
ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]
বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪
আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]
মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?
ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭
হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]
নামাজের সময়
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৪:৩৯
- ১১:৫১
- ১৬:০৬
- ১৭:৪৯
- ১৯:০২
- ৫:৪৯
পুরনো সংখ্যা
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
Copyright © Dundeebarta 2023