জাতীয় নির্বাচন নিয়ে হিসেবে শুরু

আবদুর রহিম
জাতীয় নিবার্চন নিয়ে হিসেব কষতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। বিশেষ করে আওয়ামীলীগ, বিএনপি। পিছিয়ে নেই জাতীয় পার্টিও। আগামী নির্বাচনে এই তিন দল থেকে কে কোন আসন থেকে মনোনয়ন নিবেন, কিভাবে পাবেন এসব নিয়ে নয়া সমীকরণ শুরু হয়েছে। রাজধানী ঘেঁষা নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ জেলা হিসেবে বিবেচনা করে থাকেন রাজনৈতিক দলগুলো। নারায়ণগঞ্জে পাঁচটি আসন নিয়ে কেন্দ্রীয় নেতাদের মধ্যেও রয়েছে নানা হিসেবে নিকেশ। কোন আসন থেকে কাকে মনোনীত করা হবে এ নিয়ে এখন থেকেই চিন্তা করছেন কেন্দ্রীয় নেতারা। এচাড়া নির্বাচন জোটবদ্ধ হলে-করকমের হিসেব হবে, জোট ছাড়া হলে হিসেব হবে অন্যরকম। আর এসব নিয়ে নারায়ণগঞ্জে তিনটি দলের প্রায় অর্ধশতাধিক নেতা নানামুখী তৎপরতা শুরু করেছেন। নিজে কেন্দ্রের কাছে গুরুত্ব বুঝাতেও কাজ করছেন অনেক নেতা। আবার কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষনেও প্রচারণা শুর করেছেন কেউ কেউ। সব মিলিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক দলের নেতারা দলীয় মনোনয়ন পেতে এবং আলোচনায় থাকতে চেষ্টার কেন ত্রুটি রাখছে না। দল থেকে মনোনয়ন না পেলেও শেষ অবধি চেষ্টা করে যাবেন বলেও একাধিক নেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন। সূত্রমতে, নারায়ণগঞ্জের পাঁচটি আসন বতর্মাণ সাংসদরা ধরে রাখতে চেষ্টা করে যাচ্ছেন। দলে কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করেছেন অনেক সাংসদ। নিজেকে ফুটিয়ে তুলতেও কাজ করছেন কেউ কেউ। বর্তমান সাংসদদের ডিঙিয়ে অনেক নেতা দলীয় মনোনয়ন চাচ্ছেন। দীর্ঘদিন ধরে দলের সাথে রয়েছেন এমন অনেক নেতা এবার বিভিন্ন দল থেকে মনোনয়ন চাইবেন। আওয়ামীলীগ, বিএনপি এবং জাতীয় পার্টি থেকেও অনেক তরুণ নেতা দলীয় মনোনয়ন চাওয়ার জন্য কাজ শুরু করেছেন। কেন্দ্রীয় লবিংয়ের পাশাপাশি স্থানীয় নেতাদের সাথে জোট করে, কিংবা সখ্যতা গড়ে তুলে কাজ করে যাচ্ছেন। তরুণ নেতারা এখন আর কাউকে ছাড় দিতে চাচ্ছে না। সবাই জনগণের সেবক হতে চাচ্ছে। জনগণের পাশে থেকে জনসেবা করতে মরিয়া অনেক নেতা। আওয়ামীলীগ ও বিএনপির পাশাপাশি এবার জাতীয় পার্টিতে নতুন কিছু নেতা দলীয় মনোনয়ন চাইবে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। তবে তিন দলের প্রায় অর্ধ শতাধিক নেতা নানা লবিংয়ে কাজ করে যাচ্ছেন। এরফলে আগামীতে দলীয় মনোনয়নের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষক মহলের।
Leave a Reply