জায়গা পেলে বন্দরে পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম কবর: টিটু

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে যদি জায়গা দেয়া যায় তাহলে সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে একটি পূর্নাঙ্গ স্টেডিয়াম করার চেষ্টা করবেন বিসিবির পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু। গত শুক্রবার বন্দরের টাঙ্গাইল মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারই বড় বোন ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিণী। তিনি বলেন, খেলাধুলা চালু রাখা আমার দায়িত্ব। আপনারা যদি বন্দরে আমাকে জায়গা দিতে পারেন তাহলে আমি বিসিবির মাধ্যমে সেখানে পূর্নাঙ্গ স্টেডিয়াম করার চেষ্টা করবো। তবে জায়গাটি ৬৫ থেকে ৭০ গজ হতে হবে। যত খরচ লাগবে ক্রিকেট বোর্ড বহন করবে। একটিই শর্ত থাকবে বছরের ৩টি মাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে এখানে ক্রিকেটের খেলাগুলো হবে আর বাকি ৯ মাস সবার জন্য উন্মুক্ত থাকবে।
নতুন প্রজন্মদেরকে খেলার আহবান জানিয়ে টিটু বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি মাঠে না আসো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ সাকিব, তামিম, মুশফিক তৈরি হবে না। বাংলাদেশ টিম খারাপ খেলছে সবাই খেলোয়ারদের প্রতি রাগ ও গালাগালি করছে। আমরা ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা আলোচনা করেছি দর্শকরা গালি দিলে আমাদের মাথা পেতে নিতে হবে। এটা তাদের অধিকার। তারাই তাদেরকে সুপারস্টার বানিয়েছে। আমরা সেটাকে ভুল ভেবে সেখান থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিবো। খেলাধুলায় আসতে হবে, আমরা চাই বন্দরের খেলোয়াররা একদিন নারায়ণগঞ্জের মুখ উজ্জ্বল করবে। টাঙ্গাইল মডেল স্কুল এন্ড ক্যাডেট একাডেমির চেয়ারম্যান মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক সবার কণ্ঠ পত্রিকার সম্পাদক ফয়েজ উদ্দিন লাভলু, বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, বন্দর প্রেস ক্লাবের সভাপতি শাহ আলী পিন্টু খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা আক্তার শান্তাাসহ প্রমুখ।
Leave a Reply