One

জায়েদের ভেতরে কোনো অহংকার নেই, বললেন সায়ন্তিকা
ডান্ডিবার্তা | সেপ্টেম্বর ০৮, ২০২৩ ১০:২৩
জায়েদ খানকে কো-আর্টিস্ট হিসেবে কেমন? এমন প্রশ্নে খুব সাবলীলভাবেই টলি তারকা সায়ন্তীকা বললেন, ‘ভীষণ ভালো। খুবই কো অপারেটিভ একজন। ওর ভেতরে কোনো অহঙ্কার নেই। খুব রেসপেক্ট দিতে জানে।’
এদিকে জায়েদ খান দীর্ঘদিন আটকে ছিলেন শিল্পী সমিতির নানা কোন্দলযুক্ত আলোচনায়। তখন সকলেই প্রশ্ন করেছিল যে, আপনি তো সিনেমার পর্দায় পাওয়া যায় না। আপনাকে দেখি শুধু এইসব নেতাগিরিতেই। কেউ কেউ তাকে ‘বেকার শিল্পী’ হিসেবেও ট্রল করেছে। ঠিক এসব বাঁকা কথা শুনতে শুনতেই বোধকরি, এক ধরনের চ্যালেঞ্জ নিয়ে ফেললেন জায়েদ।
জায়েদ বলেন, ‘দেখুন, আমি যখন যে কাজটি করেছি, মন দিয়ে সততার সাথে করার চেষ্টা করেছি। আমার এর আগের ছবিগুলোতে পরিচালক আমাকে যা যা করতে বলেছেন। যেভাবে করতে বলেছেন তাই করেছি। আমারও লিমিটেশন আছে। সবারই থাকে। কিন্তু আমার চেষ্টাতে কোনো ভুল নেই। সেসময় আমি স্পষ্ট বলেছি। যে সংগঠনকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম, যে রাতদিন ওটা নিয়েই ভেবেছি। এখন তো একের পর এক ছবি সাইন করছি। শুটিং করছি। সিনেমার একটা দারুণ জোয়ার এসেছে। আমার ছবিগুলো এ সময় রিলিজ হবে। দারুণ কিছু হবে বলে আমার বিশ্বাস।’
সায়ন্তিকা কী এই ছবির আগে জায়েদ খানকে চিনতেন? তিনি বললেন, ‘অনেককেই চিনতাম। এখন তো সবকিছুই সেলফোনের নোটিফিকেশনে চলে আসে। তবে পরিচয় তো সবার সাথে থাকে না। এর আগে যেমন শাকিব খানের সাথে পরিচয় হয়েছে। এবার যখন অফার এলো, জায়েদ খানের ব্যাপারে, আমি তার ছবির লুক, গল্প দেখলাম। প্রডাকশন টিমের সাথে কথা বলে ভালো লাগলো, রাজি হয়ে গেলাম।’
উল্লেখ্য, কলকাতার নায়িকা সায়ন্তিকাকে নিয়ে ‘ছায়াবাজ’ নামে একটি সিনেমার অনেকটা শেষ করেছেন চিত্রনায়ক জায়েদ খান। তাজু কামরুল পরিচালিত এই ছবির মাধ্যম প্রথমবার জায়েদ-সায়ন্তিকা জুটি হয়েছেন। সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ করে আজ ঢাকায় ফিরেন জায়েদ খান। তার সঙ্গে ফিরেন সায়ন্তিকাও। বিকেল সাড়ে তিনটায় বিমান বন্দরে তাদের জন্য ‘সারপ্রাইজ’ নিয়ে হাজির হন পরিচালক কামরুজ্জামান রুমান। চুক্তি করান নতুন সিনেমায়। মানে এক সিনেমার শুটিং শেষ হতে না হতেই জায়েদ খানের বিপরীতে দ্বিতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সায়ন্তিকা!
সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গিয়েছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা। পরিচালক বলেন, ‘আমার নতুন সিনেমার জন্য জায়েদ খানকে কদিন আগেই চুক্তিবদ্ধ করিয়েছি। আজ তার বিপরীতে নায়িকা হিসেবে সায়ন্তিকার সঙ্গে চুক্তি চূড়ান্ত করলাম। ছবিটির প্রথম লটের শুটিং শেষ করে উভয় আজ ঢাকায় ফিরেন। সায়ন্তিকাও কলকাতায় চলে যাবেন। তার আগে বিমানবন্দরেই তাকে চুক্তি সাক্ষর করাই। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু করবো। ৫ দিনের শুটিং বাংলাদেশে করার পর বাকি অংশের শুটিং হবে লন্ডনে।’ নতুন এই সিনেমার নাম ‘টাইগার’। পরিচালক জানিয়েছেন অ্যাকশন থ্রিলার গল্পের ছবি এটি। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
01
Sunday
January
2023

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২
ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]
ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল
ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]
বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪
আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]
মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?
ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭
হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]
নামাজের সময়
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৪:৩৯
- ১১:৫১
- ১৬:০৬
- ১৭:৪৯
- ১৯:০২
- ৫:৪৯
পুরনো সংখ্যা
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
Copyright © Dundeebarta 2023