News

জীবাণুনাশক স্প্রে করতে নাসিকের উদ্যোগ নেই

ডান্ডিবার্তা | 25 March, 2020 | 12:52 pm

ডান্ডিবার্তা রিপোর্ট
শহরের প্রধান প্রধান সড়কের পাশাপাশি শাখা সড়কগুলোর পাশেও রয়েছে ময়লার স্তুপ। করোনা ভাইরান নিয়ে যখন নারায়ণগঞ্জ শহর যখন স্তব্ধ তখন ময়লার স্তুপের কারণে পরিবেষ দূষণসহ মশার উপদ্রব বাড়ছে। এব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নীবর ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। দেশের অন্যান্য সিটি কর্পোরেশনগুলো যখন নিজ নিজ এলাকায় জীবাণুনাশক স্প্রে করছেন তখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তেমন কোন উদ্যোগ দেখা যায়নি। তবে গতকাল শুধুমাত্র বঙ্গবন্ধু সড়কে জীবানুনাশক পানি ছিটিয়ে দিচ্ছে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীরা। তাও পুরো সড়কে নয়। শুধুমাত্র ফটোসেশন ও লোক দেখানো স্প্রে করেছে নাসিকের পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীরা। জানাগেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশেও এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সম্ভাব্য খারাপ পরিস্থিতির আশঙ্কায় নেওয়া হচ্ছে নানাবিধ প্রতিরোধী পদক্ষেপ। অথচ গত বছরের প্রথম তিন মাসের তুলনায় এ বছরের তিন মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা কয়েকগুণ বেশি, ডেঙ্গুর বাহক এডিস মশার ঘনত্বও বেশি। সংশ্লিষ্টরা বলছেন, এখনই আগাম পদক্ষেপ না নেওয়া না হলে এবারও ডেঙ্গু পরিস্থিতিও খারাপ হতে পারে। করোনার কারণে সব ‘ফোকাস’ সেদিকে চলে গেছে। তাই ডেঙ্গু প্রতিরোধের দিকটা দুর্বল হওয়ার শঙ্কা তাদের। তাই দিন দিন মশার উপদ্রব বাড়লেও তা নিয়ে নাসিকের তেমন ভূমিকা দেখা যাচ্ছে না। এমনকি করোনা ভাইরাস মোকাবেলায় এখনো কোন উদ্যোগ নিতে দেখা যায়নি নাসিক মেয়রকে। তবে গত সোমবার নাসিক এলাকায় করোনা ভাইরাস এর বিস্তার ঠেকাতে প্রয়োজনে ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী কে প্রধান করে ১০সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার পর গতকাল সকালে সিটি ভবনে সভা হয়েছিল। এখনো পর্যন্ত নাসিকের তেমন সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। এদিকে শহরের বঙ্গবন্ধু সড়ক, মীরজুমলা সড়কসহ প্রধান প্রধান সড়কে ময়লার স্তুপ দেখা গেছে। এই ময়লার স্তুপ থেকে জীবাণু ছড়াচ্ছে বাতাসে। যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত সিটি কর্পোরেশন এলাকায় জীবাণুনাশক স্প্রে করার দাবী জানিয়েছেন নগরবাসী।

[social_share_button themes='theme1']

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *