সংবাদ দেখার জন্য ধন্যবাদ

ঝালমুড়ি প্রেমিক বটে!
ডান্ডিবার্তা রিপোর্ট
ঝালমুড়ি অনেকেই পছন্দ করেন, অনেকেই আবার মুখরোচক এই খাবার খেতে পায়ে হেটেও চলে যান অনেক দূর। কেউ কেউ হুট-হাট গাড়ি থামিয়ে পছন্দের খাবার খেয়ে নেন, নতুন নয়। তবে, এবার রেকর্ড করেছেন নারায়ণগঞ্জের এক ট্রেন চালক। তিনি মাঝ পথে ট্রেন থামিয়ে কিনেছেন তার প্রিয় খাবার ঝালমুড়ি! গত সোমবার রাতে স্যোশাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে অনেকেই ব্যাপারটি নেতিবাচক ভাবে দেখছেন। ভিডিওটিতে দেখা যায়, ঢাকাগামী একটি ট্রেন থামিয়ে চালক নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে উকিলপাড়া এলাকার রেল সড়কের পাশে বসা এক নারী বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি সংগ্রহ করছেন। ভিডিও ধারণ করা ব্যক্তি দিপ্ত সাহা রাতে জানান, বিষয়টা প্রায় ৫/৬ দিন খেয়াল করেছি, গত সোমবার ভিডিও ধরণ করেছি। নারায়ণগঞ্জ রেল স্টেশনের সদ্য অবসরে যাওয়া স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ‘নিয়ম অনুযায়ী প্রতিটি ট্রেন ৪০ মিনিটের মধ্যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পৌছানোর কথা। সেখানে কখনো কখনো ৫০ মিনিট থেকে ১ ঘন্টারও বেশি সময় লাগে।’ ব্রিটিশ, এরপর পাকিস্তান আমলের বিখ্যাত ও প্রাচীনতম রেল লাইন গুলোর মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ রেল পথটি অন্যতম। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ১৫টি ট্রেন দিনে ৩০ বার এই রোডে ৩০ হাজারের বেশী যাত্রী আসা যাওয়া করে। অথচ, লক্কড়ঝক্কড় বগিতে সিট ছেঁড়া, জানালা গুলোও ভাঙা। অনেক বগিতে লাইট-ফ্যান নেই। খুব স্বল্প গতিতে চলছে ট্রেন। তারপরেও অন্যান্য পরিবহন থেকে ভাড়া তুলনামূলক কম হওয়ায় নিম্ম ও মধ্য আয়ের মানুষ গুলোর ভরসা ট্রেন পথটি। তাইতো দাঁড়িয়ে-বসে, গাদাগাদি করে ভ্রমণ করেন নারায়ণগঞ্জের মানুষ। ঝালমুড়ির ব্যাপারটি নিয়ে বর্তমান নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, আমি এখনও এমন কোন ভিডিও দেখিনি বা অভিযোগ পাইনি। যদি ট্রেন থামিয়ে ঝালমুড়ি খেয়ে থাকে, তাহলে খুব খারাপ কাজ করেছে। আমি খবর নিচ্ছি, কে করেছে। প্রমান পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Comment Heare
ডান্ডিবার্তায় স্বাগতম

সদ্যপাওয়া
এই কাল এই সময়

আর কত লাশে কঠোর হবে প্রশাসন?
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তে স্থানীয় স্বাস্থ্য বিভাগের মতে গত ৬৬ দিনে মৃত্যুর সংখ্যা ৮৯ জনে দাঁড়ালেও জেলার বিভিন্ন স্থানে করোনা উপসর্গে আরো অনেকের মৃত্যু ঘটেছে যার হিসাব স্বাস্থ্য বিভাগের কাছে নেই। গতকাল সোমবার দিন ভর শহর ঘুরে […]
মন্তব্য প্রতিবেদন

আ’লীগের অনৈক্যের কারিগড় কে?
হাবিবুর রহমান বাদল আওয়ামীলীগ টানা একযুগ ধরে ক্ষমতায় থাকলেও নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও তাদের সহযোগি সংগঠনগুলির মধ্যে স্পষ্টত বিভাজন বিরাজ করছে। শহরের এপার-ওপার দুই মেরুতে আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনগুলি অবস্থান করছে এটা দিবালোকের মত সত্য হলেও নারায়ণগঞ্জের পেশাদার সাংবাদিকরা এই বিভাজন দুর […]
বিশেষ প্রতিবেদন

দুর্নীতিমুক্ত চিকিৎসা সেবা চায় না’গঞ্জবাসী
হাবিবুর রহমান বাদল বিশেষ প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরও দুই মাস সাংসদ শামীম ওসমান প্রধানমন্ত্রীর দফতরসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৌড় ঝাপের পর অবশেষে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যার করোনা হাসপাতালে আইসিইউ’র বেড এসেছে। ইতিমধ্যে আইসিইউ’র যন্ত্রপাতি আসলেও বেডের অভাবে এরই মধ্যে নারায়ণগঞ্জ […]
নামাজের সময়
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৫:২৮ পূর্বাহ্ণ
- ১২:১২ অপরাহ্ণ
- ১৫:৫৬ অপরাহ্ণ
- ১৭:৩৬ অপরাহ্ণ
- ১৮:৫৩ অপরাহ্ণ
- ৬:৪৩ পূর্বাহ্ণ
অতিথি কলাম

জয় হোক মানবতার
রণজিৎ মোদক তুমি কবে যাবে জানিনা। তুমি বিশ্ববাসীকে যা শিক্ষা দিলে, তা ভুলার নয়। তুমি প্রেম-প্রীতির ভালোবাসার ঘরে অবহেলা ঘৃণা মৃত্যুভয় রোপণ করেছো। রক্তের সাথে রক্তের- ভয়-ভীতির সৃষ্টি। ছুইওনা ছুইওনা এখানে নিশ্চিত মরণ। স্বামী-স্ত্রী, পিতা-পুত্র ও জ্ঞাাতি গোষ্ঠীর মধ্যে সর্বত্র […]
ফিচার বার্তা

দায়িত্ব অবহেলায় সরকারি টেলিফোনের কদর কমেছে
ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরে দায়িত্ব অবহেলার কারনে সরকারি টেলিফোনের কদর কমে গেছে। এক সময়ে বন্দর উপজেলায় ব্যপক চাহিদা ছিল টেলিফোনের, বর্তমানে সরকারি টেলিফোনের কোন চাহিদা নেই। নানা সমস্যায় জর্জরিত টেলিফোন সংযোগগুলো। উপজেলার গুরুত্বপুর্ণ সরকারি অফিস, ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে বছরের পর […]
মন্তব্য করুন