ঝুঁকি নিতে চাচ্ছেনা বিএনপি!

ডান্ডিবার্তা রিপোর্ট রাজনীতিতে ঝুঁকি নিতে ভয় পাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচি ঘোষণা দিয়ে কিংবা নির্ধারিত দিনে মাঠে থাকার কথা ঢাক ঢোল পিটিয়েও মাঠে আসতে পারছেনা বিএনপির নেতাকর্মীরা। এর ফলে বিএনপির সাংগঠনিক দূর্বলতার চিত্র অনেকটা প্রকাশ্যে চলে এসেছে। বিএনপির শীর্ষ নেতারাও এখন আর কর্মীদের কর্মসূচিতে নিয়ে আসতে পারছে না। কর্মীদের অভিযোগ, যেখানে পদধারী নেতারা অংশ নেয়া থেকে বিরত থাকছে সেখানে কর্মীরা এসে কেন পুলিশি হয়রানীর শিকার হবে। তবে সব ধরনের বাধা উপেক্ষা করে বিএনপির অনেক কর্মী রাজপথে নেমে আসলেও নেতৃত্ব দেয়ার মতো নেতা খুঁজে না পেয়ে নিজ ঘরে ফিরে যেতে বাধ্য হয়। নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা বিগত সরকার বিরোধী আন্দোলনের পর বারবার রাজনীতি মুখী হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। নতুন করে ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি। রাজনীতিতে পূর্বের অবস্থানে ফিরে আসতে ব্যর্থতার জন্য দলের শীর্ষ নেতাদের অনৈক্য, ক্ষমতাসীন দলের সাথে আতাঁতকে দায়ি মনে করছেন বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। তবে, বিএনপি বর্তমান অবস্থান থেকে বেড় হতে হলে শীর্ষ নেতাদের এক মঞ্চে এসে দাঁড়াতে হবে। অন্যথায় বিএনপি পূর্বের অবস্থানে ফিরে যেতে পারবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। সূত্রমতে, নারায়ণগঞ্জ বিএনপি এখন কর্মসূচি দিয়ে তা সফল করতে বারবার ব্যর্থ হচ্ছে। কর্মসূচিতে আগের ন্যায় নেতাকর্মীদের অংশ গ্রহন নেই। নেতাদেরও এখন দলীয় কর্মসূচিতে এক মঞ্চে দেখা যাচ্ছে না। ফলে এ নিয়ে কর্মীদের মধ্যে হতাশা এবং ক্ষোভ বিরাজ করছে। বিএনপি একাধিক সূত্রে এবং কর্মীদেও সাথে আলাপকালে জানাগেছে, নারায়ণগঞ্জ বিএনপি বিগত সময়ে দলীয় কর্মকান্ডে সফল হলেও বর্তমানে এর উল্টো চিত্র লক্ষ্য করা গেছে। বিগত সময়ে দলীয় কর্মকান্ডে বিএনপির নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতেন এখন সেই ঐক্য নেই। দলের শীর্ষ নেতাদেও বিরোধের কারণেই বিএনপির বর্তমান অবস্থা হয়েছে। দলীয় কর্মসূচি দিয়েও বিএনপির শীর্ষ নেতারা রাজপথে আসছে না। জেলা বিএনপির আংশিক কমিটির পদধারী নেতাদের রাজপথে দেখা নেই অনেকদিন। এসব নেতাদের কেউ কেউ নিজস্ব ব্যবসা নিয়ে, কেউ ক্ষমতাসীন দলের সাথে আতাঁত করে আবার কেউ পুলিশি হয়রানী কিংবা মামলা থেকে রক্ষা পেতেই কর্মসূচিতে অংশ নেয়া থেকে বিরত রয়েছে। সম্প্রতি, বিএনপির ১০ দফা দাবিকে কেন্দ্র করে জেলা বিএনপির ঢাকঢোল পিটালেও তাদের দেখা মেলেনি। নেতাদের অনপুস্থিতির কারণে কর্মীরাও রাজপডথে নামেনি। বেশ কিছু কর্মীর সাথে আলাপকালে জানাগেছে, দলের শীর্ষ নেতারা এখন আর ঝুঁকি নিতে চাচ্ছেন না। যেখানে নেতারা রাজপথে আসা থেকে বিরত রয়েছে, সেখানে কর্মীরা কিভাবে রাজপথে নেমে আসবে। তবে শুধু তৈমুর আলমই নয়, জেলা বিএনপির কোন নেতাকেই সেদিন রাজপথে দেখা যায়নি। আগের দিন থেকেই পুলিশি হয়রানীর দোহাই দিয়ে নেতারা কর্মসূচিতে আসবেনা বলে জানান দিয়েছে এমন অভিযোগ বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের। তবে দলের বর্তমান অবস্থার জন্য দলের শীর্ষ নেতাদের বিরোধই দায়ি। যে কারণে কর্মসূচি দিয়েও মাঠে নামতে পারছে না কর্মীরা এমনটাই মনে করছেন বিশ্লেষক মহল।
Leave a Reply