One

টেন্ডার ছাড়াই সরকারী পণ্য বিক্রির নামে প্রতারনা
ডান্ডিবার্তা | সেপ্টেম্বর ৩০, ২০২১ ৬:৪২
ডান্ডিবার্তা রিপোর্ট
টেন্ডার ছাড়াই সরকারী পণ্য বিক্রির আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের ২নং বিআইডব্লিওটি-এর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মেকানিক্স ওয়ার্কার মো: আক্তার হোসেনের বিরুদ্ধে। এতে তিনি ব্যবহার করতেন তার বানানো কিছু ভুয়া দরপত্র কাগজ। সেই কাগজ দেখিয়ে তিনি প্রতারণা করে আসেছন দীর্ঘদিন যাবত। প্রতারণার শিকার ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত চাইলে দেই দিচ্ছি করে টালবাহানা করে আসছে মাসের পর মাস। ভুক্তভোগী ও ঐ অফিসের একাধিক কর্মচারী জানায়, ২নং বিআইডব্লিওটি-এর পুরাতন ব্যাটারি, জাহাজের প্লেট, টিন, এঙ্গেল নিলামে বিক্রির ভুয়া দরপত্র দেখিয়ে মাল দেওয়ার কথা বলে অগ্রীম টাকা নিত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আক্তার হোসেন। এরপর মাল চাইতে গেলে বিভিন্ন অজুহাত দেখিয়ে মাল না দিয়ে উল্টো হুমকি দেখিয়ে আসছে আক্তার হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা। এমনকি মালামাল না পেয়ে তাদের দেওয়া অর্থ ফেরত চাইতে গেলেও হুমকি দেয় আক্তার হোসেন। এতে নি:স্ব হয়ে পড়েছে অনেক ভুক্তবোগী। এমনই একজন ভুক্তভোগী সোলেমান বুলবুল। তিনি বলেন, প্রতারক আক্তার হোসেন আমাকে পুরাতন ব্যাটারি, জাহাজের প্লেট, টিন ও এঙ্গেল বিক্রির ভুয়া দরপত্র দেখিয়ে মাল দেওয়ার কথা বলে। তারপর আমার কাছে সিকিউরিটি বাবদ কিছু টাকা চাইলে আমি তাকে দলিল করে অগ্রীম সাড়ে তিন লক্ষ টাকা দেই। পরে মাল বুঝে নিতে গেলে সে আমাকে মাল না দিয়ে উল্টো হুমকি দেয়। এরপর বিষয়টি নিয়ে বন্দর থানায় অভিযোগ করি কিন্তু কোন সমাধান পাইনি। এছাড়া সে আমাকে টাকা নেওয়ার ভিত্তিতে একটি চেক দিয়ে ছিল। কিন্তু ব্যাংকে গিয়ে দেখি উক্ত চেকের অ্যাকাউন্টে কোন টাকা নেই। পরবর্তীতে তিনি এ ব্যপারে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আরেক ভুক্তভোগী কবির হোসেন বলেন, আক্তার আমাকে এস্ক্রাফ মালের একটি ভুয়া দরপত্র নোটিশ দেখিয়ে বলেন, তার কাছে বেশ কিছু এস্ক্রাফ মালমাল রয়েছে। এর ভিত্তিতে তাকে আমি স্ট্যাম্প করে অগ্রিম চার লক্ষ টাকা দেই। কিন্তু মাল চাইতে গেলে সে আমাকে মাল দিতে পারবে না বলে জানিয়ে দেয়। একপর্যায়ে আমার দেওয়া টাকা ফেরত চাইতে গেলে আমাকে নানা রকম হুমকি দিতে থাকে। পরে খবর নিয়ে জানতে পারি তারা ২ নং বিআইডব্লিওটি এর শ্রমিক ইউনিয়নের একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এরা ভুয়া দরপত্র দেখিয়ে এভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এছাড়া স্বপন ও শামীম নামে আরও দুই ভুক্তভোগীর কাছ থেকেও একই কায়দায় তিন লক্ষ টাকা নেয়। এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, আমরা সুনির্দিষ্ট কোন অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নিব।
01
Sunday
January
2023

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২
ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]
ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল
ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]
বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪
আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]
মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?
ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭
হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]
নামাজের সময়
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৪:৩৯
- ১১:৫১
- ১৬:০৬
- ১৭:৪৯
- ১৯:০২
- ৫:৪৯
পুরনো সংখ্যা
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
Copyright © Dundeebarta 2023