One

ঢাকার আশেপাশে বেড়াতে যাওয়ার অন্যতম এক স্থান হলো বেলাই বিল
ডান্ডিবার্তা | জুন ০৪, ২০২১ ৮:৪১
ডান্ডিবার্তা রিপোর্ট
বেলাই বিলের চারপাশে দ্বীপের মতো গ্রাম। বামচিনি মৌজা বেলাই বিলের একটি দ্বীপগ্রাম। এক মৌজায় এক বাড়ি। উপর থেকে দেখলে মনে হবে ভাসমান সব ঘর-বাড়ি। চারপাশে থৈ-থৈ পানি।ছুটির দিনে পড়ন্ত এক বিকেল কাটাতে যেতে পারেন গাজিপুরের বেলাই বিলে। নৈসর্গিক সৌন্দর্যময় এ স্থানটি একদিনের ট্রিপে যাওয়ার জন্য একেবারেই পারফেক্ট।চারপাশে পানি আর মাঝে ভাসমান ঘর-বাড়ি, নৌকা, কচুরিপানা, শাপলাফুল, সবুজ প্রকৃতি সব যেন মিলেমিশে একাকার। বেলাই বিলে গেলে আপনি মুহূর্তেই সেখানকার সৌন্দর্যে হারিয়ে যাবেন। প্রিয়জন কিংবা পরিবার নিয়ে পড়ন্ত বিকেল কাটানোর জন্য সেরা এক স্থান হলো বেলাই বিল। ঢাকার খুব কাছে হওয়ায় একদিনে ঘুরেই চলে আসতে পারবেন।
জানা যায়, ঢাকার কাছে যেসব বিল আছে, এর মধ্যে বেলাই বিল রূপে অন্যদেরকে টেক্কা দেয়! এর কোনো কোনো স্থানে প্রায় সারা বছরই পানি থাকে। তবে বর্ষায় বেলাই বিলের রূপ দ্বিগুণ বেড়ে যায়। বিলটি ৮ বর্গমাইল এলাকায় বিস্তৃত। বাড়িয়া, ব্রাহ্মণগাঁও, বক্তারপুর ও বামচিনি মৌজা গ্রামঘিরে রেখেছে বেলাই বিল। চেলাই নদীর সঙ্গে মিলিত বেলাই বিল। খুব বেশি চওড়া নয় চেলাই নদী, তবে খুব গভীর। সেখানে গেলেই দেখতে পাবেন ছোট ছোট সব নান্দনিক ডিঙি নৌকা। সারাদিনের জন্য ভাড়া নিয়ে এসব নৌকায় সময় কাটাতে পারবেন আপনিও। বেলাই বিলের পানিতে সাদা, গোলাপি, নীল বিভিন্ন রঙের শাপলা ফুল ফুটে থাকে। বিলের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে সেখানকার শাপলা ফুলেরা।
উপর থেকে দেখলে মনে হবে ভাসমান সব ঘর-বাড়ি। চারপাশে থৈ-থৈ পানি। এর মাছেই দুই একটি বাড়ি। বেলাই বিলের মাটি লাল হওয়ায় সেখানে ভালো লাউ জন্মে। দর্শনার্থীরা বেলাই বিল ঘুরে ফেরার সময় কয়েকটি লাউ কিনে আনতে ভুলেন না! এ ছাড়াও সেখানে আছে সারি সারি তালগাছ। সঙ্গে পাবেন বিলের টাটকা মাছ।
বেলাই বিলের ইতিহাস সম্পর্কে জানা যায়, ৪০০ বছর আগে সেখানে কোনো গ্রামের অস্তিত্বই ছিল না। শুধু খরস্রোতা চেলাই নদী বহমান ছিল। এ কারণে বিলটিও খরস্রোতা হিসেবে বিরাজমান ছিল। ইতিহাস বলে, ভাওয়ালের ভূ-স্বামী ঘটেশ্বর ঘোষ ৮০টি খাল কেটে চেলাই নদীর পানি শেষ করেন। তারপরই এটি বিলে পরিণত হয়েছে।বেলাই বিলের কানাইয়া বাজার সংলগ্ন সুন্দর একটি ব্রিজ আছে। চাইলে সেখানেও কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। কানাইয়া বাজারে কিছু ছোট-বড় দোকানে আছে। সেখান থেকেই হালকা খাবার কিনে খেতে পারবেন। চাইলে সঙ্গে খাবার নিয়েও যেতে পারেন।
কীভাবে যাবেন?
যেকোনো স্থান থেকে গাজিপুর বাসস্ট্যান্ডে যেতে হবে। সেখান থেকে রিক্সা বা টেম্পুতে চড়ে যেতে হবে কানাইয়া বাজার। সেখানে পৌঁছেই দেখবেন, সারি সারি নৌকা বাঁধা আছে পাড়ে। দামাদামি করে উঠে পড়ুন নৌকায়। উপভোগ করুন বেলাই বিলের মসোরোম সৌন্দর্য।
01
Sunday
January
2023

এই কাল এই সময়

বাঁধই এখন ফাঁদ হয়ে দাঁড়িয়েছে
ডান্ডিবার্তা | এপ্রিল ২৯, ২০২১ ৩:৩২
ডান্ডিবার্তা রিপোর্ট ‘অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষে বাঁধ দেওয়া হয়ে ছিল। সেই বাঁধের ফাঁদে আটকে এখন হারিয়ে যাচ্ছে ফসলী জমিই। ডিএনডি বাধেঁর ভেতরের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের গ্রাম গুলো ঘুরেও এখন আর দেখা পাওয়া যায় না ধান-পাট কিংবা রবি ফসল। গ্রামের সাবেক কৃষকরা জানান, ‘কয়েক বছর পূর্বেও কিছু জমিতে চাষ করতেন। এখন অতিরিক্ত পানির জন্য জমি গুলো […]
ফিচার বার্তা

এ বছরই পাইপ লাইনে ভারত থেকে আসবে ডিজেল
ডান্ডিবার্তা | জানুয়ারি ২২, ২০২৩ ৯:৫৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চড়া দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে বিশ্ববাসীকে .বিশ্ব বাজারে তেলের জন্য হাহাকার। এমন অবস্থায় দেশের তেলের বাজারে কিছুটা হলেও সুসময় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর এর কারণ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে সরাসরি পরিশোধিত তেল (ডিজেল) আসবে দিনাজপুরের পাবর্তীপুর ডিপোতে। এতে পূরণ হবে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের তেলের […]
বিশেষ প্রতিবেদন

অমর একুশে আজ, প্রথম প্রহরে শহিদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:১৪
আজ চিরভাস্বর অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালির প্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে এলো জাতি। প্রতিটি বাঙালির বুকে আজ বেজে উঠবে আলতাফ মাহমুদের সুরে আবদুল গাফ্ফার চৌধুরীর সেই চিরঅম্লান কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।’ একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মতো মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে […]
মন্তব্য প্রতিবেদন

কাদের প্রভাবে অবৈধ ইজিবাইক?
ডান্ডিবার্তা | এপ্রিল ০১, ২০২৩ ১২:৫৭
হাবিবুর রহমান বাদল কথিত সাংবাদিকদের পদতলে নিষ্পেষিত হতে হচ্ছে মাঠ পর্যায়ের সাংবাদিকদের। নামধারী কিছু পত্রিকার কার্ড ব্যবহার করে কতিপয় কথিত সাংবাদিকরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইলিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। ফলে বদনাম হচ্ছে পেশাদার সাংবাদিকদের। দীর্ঘদীন ধরে কথিত সাংবাদিকদের প্রত্যক্ষ মদদে শহরব্যাপি ব্যাপক হারে অটো রিকশার প্লেট বানিজ্যসহ কতিপয় পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চাঁদাবাজিতে […]
নামাজের সময়
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ৪:৩৯
- ১১:৫১
- ১৬:০৬
- ১৭:৪৯
- ১৯:০২
- ৫:৪৯
পুরনো সংখ্যা
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
Copyright © Dundeebarta 2023