তিতাসের সিবিএ নেতার ভাতিজা অবৈধ সংযোগ দিতে গিয়ে জনতার রোশানলে

ডান্ডিবার্তা রিপোর্ট
মুখে হরি নাম, আর কর্মে চোরের পক্ষ নিয়ে দেশ বিরোধী কাজ করা। অবিশ্বাস্য হলেও সত্যি এক অতি চতুর আওয়ামীলীগার নেতার সম্পর্কে জালানী গ্যাস চুরির সিন্ডিকেটকে লালন-পালনসহ সেল্টার দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সাধারণ জণমনে হাজারো প্রশ্নের উত্তরের খোঁজে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। সূত্র মতে জানাযায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির আইন ও দরকষাকষি সম্পাদক এবং তিতাস গ্যাস কোম্পানীর সিবিএ কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের বিরুদ্ধে আবাসিক বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ প্রদানকারী (চিহ্নিত গ্যাস চোর সুমন প্রধান, মঞ্জু মিয়া, হাজী সোহেল, হাজী মোহাম্মদ আলী ও পিন্টু ) সিন্ডিকেটকে প্রশ্রয়দান সহ সেল্টার দেয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি তিতাস গ্যাস সিবিএ নেতা কাজিম উদ্দিন প্রধানের আপন ভাতিজা ফরাজিকান্দা এলাকার চিহ্নিত গ্যাস চোর চক্রের অন্যতম সুমন প্রধানকে রাতের আধারে অবৈধভাবে আবাসিক বাড়িতে গ্যাস সংযোগ দেয়ার সময় সচেতন সমাজ ও এলাকাবাসী হাতে নাতে আটক করে গণধোলাই প্রদান করে। ঘটনাটি ঘটে গত রবিবার ২৩শে জানুয়ারী দিবাগত রাত আনুমানিক ১০টা ঘটিকার সময় বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকায়। সূত্রমতে আরও জানাযায়, গ্যাস চোর সুমন প্রধান কলাগাছিয়া ইউনিয়নের ফরাজীকান্দা এলাকার বাসিন্দা নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন (জেএমবি)’র সক্রিয় সদস্য মনা মিয়ার আবাসিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিতে গেলে এলাকাবাসী তাকে গ্যাস সংযোগের সরংঞ্জামসহ আটক করে। এ সংবাদ পেয়ে বন্দর থানাধীন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জণগনের কাছ থেকে গ্যাস চোর সুমনকে উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে চোর সুমনকে উদ্ধার করার পর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সময় সুকৌশলে সে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পুরো বন্দর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সূত্রমতে আরও জানাযায়, বিগত প্রায় ২ বছর পূর্বে আওয়ামীলীগ নেতা কাজিম উদ্দিনের ললাটে ভাতিজা চিহ্নিত গ্যাস চোর সুমন , হাজী মোহাম্মদ আলী, হাজী সোহেল, মঞ্জু মিয়া ও পিন্টু সিন্ডিকেট বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের প্রতন্তগ্রাম নিশং, নূরপদী, বাঘপাড়া, কুরিয়াভিটা ও সুচিয়ারবন্ধ গ্রাম এলাকায় আবাসিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার নামে প্রায় ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভয়াবহ সুমন বাহিনীর সিন্ডিকেটের ভয়ে কেহ প্রকাশ প্রতিবাদ করতে সাহস পায়নি। চিহ্নিত এই গ্যাস চোর সিন্ডিকেটের কালো হাত নিয়ন্ত্রণ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান। বৃহতর কলাগাছিয়া ইউনিয়নবাসি নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই চিহ্নিত গ্যাস চোর সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
Leave a Reply