তৈমুর-কালাম-গিয়াসউদ্দিনের সমর্থন চান কামাল

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল। এসময় তিনি বলেন, আমি নারায়ণগঞ্জে আমার দলের যারা সিনিয়র নেতা আমাদের জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সাথে কথা বলেছি, মহানগরের সভাপতি আবুল কালামের সাথেও কথা বলেছি গিয়াসউদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমি এই তিন জনেরই অনুমতি চাই, সহযোগিতা চাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি নির্বাচন করতে দলের কোন বাধা না থাকে এবং তাদের যদি আমার প্রতি সমর্থন থাকে তাহলে নির্বাচন করবো। গতকাল রোববার দুপুরে মনোনয়নপত্র কেনার পরে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন কালাম। তিনি বলেন, আমি সিটি নির্বাচনের মনোনয়ন ফ্রম সংগ্রহ করেছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে। যেহেতু আমাদের দল নির্বাচনে না যাওয়ার একটা ঘোষণা দিয়েছে। তবে আমাদের মহা সচিব সাংবাদিকদের কাছে একটি অনুষ্ঠানে বলেছেন কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হতে চায় তাহলে দলের কোন আপত্তি থাকবে না। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে বিএনপির বিশাল ভোট ব্যাংক আছে। বিএনপির দূর্গ হিসেবেই নারায়ণগঞ্জ পরিচিত। বিগত নির্বাচনে যেহেতু ভোটাররা ভোট দিতে পারেনি তাদের মনে কষ্ট রয়েছে। তারা যদি তাদের ভোট প্রয়োগ করতে পারে জয়পরাজয় আল্লাহর হাতে। তবে একটি উৎসবমুখর পরিবেশে সবার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যদি নির্বাচন হয় আমি মনে করবো আমরা বিজয়ী হয়েছি। এটাই আমার মূল উদ্দেশ্য।
Leave a Reply