দল চাইলে নির্বাচন করবো: আইভী

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি আজকে দলীয় মনোনয়ন ফরম কিনেছি। আমার পক্ষ থেকে আওয়ামী লীগের তিনজন নেতা ফরম কিনেছেন। দু-একদিনের মধ্যে ফরম পূরণ করে জমা দেবো। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে নিশ্চয়ই আমি নির্বাচন করবো। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসবো। আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের পাশে থেকে সেবা করতে পারি। আপনাদের নিয়েই যেন নারায়ণগঞ্জে এইসব কর্মকান্ড অব্যাহত থাকে, সেই দোয়া চাই।’ গতকাল সোমবার বিকেলে ডিআইটির আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে নারীদের সেলাই কাজের প্রশিক্ষণ প্রদান করা হয়। এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান সিটি মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর দলীয় কার্যালয় থকে আইভীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের নেতারা। মেয়র আইভীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির, আদীনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সালে আওয়ামী লীগের সমর্থনে নির্বাচনে অংশ নিয়ে প্রথম নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১১ সালে সিটি কর্পোরেশনের নির্বাচনে দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০১৬ সালে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে ধানের শীষের প্রার্থীকে লক্ষাধিক ভোটে হারান। গত ১৮ বছর ধরে নগরমাতা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সৎ ও কর্মীবান্ধব নেত্রী হিসেবে পরিচিত ডা. আইভীই মনোনয়ন পাবেন বলে মনে করছেন আওয়ামী লীগ নেতাদের বড় একটি অংশ। নগরবাসীরও সমর্থন রয়েছে তার প্রতি।
Leave a Reply