দেলোয়ার প্রধানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগে করা একটি মামলার চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। চার্জশিটে দুর্নীতির সকল অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করেছে দুদক। অভিযুক্ত দেলোয়ার হোসেন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য কলাগাছিয়া ইউপি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী। দুদক সূত্রে জানা যায়, কলাগাছিয়া ইউপি নির্বাচনে লাঙ্গলের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন, নামে-বেনামে জ্ঞাত বহির্ভূত আয়, মানি লন্ডারিংয়ের বিভিন্ন অভিযোগ পায় দুদক। অভিযোগের তদন্তে নেমে প্রাথমিক সত্যতাও পায় সংস্থাটি। পরে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর দেলোয়ার প্রধানের বিরুদ্ধে মামলা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১। প্রায় দুই বছর দীর্ঘ তদন্ত শেষে এই মামলার চার্জশিট দিয়েছে দুদক। চলতি বছরের ৭ সেপ্টেম্বর দেলোয়ার প্রধানের বিরুদ্ধে করা এই মামলার চার্জশিট প্রদানের অনুমোদন দেয় দুদক। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মানসী বিশ্বাস। দুদক সূত্র জানায়, গত ১০ বছর কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান। দীর্ঘ এই সময়ে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন উপায়ে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন করেছেন দেলোয়ার হোসেন। মানি লন্ডারিংয়ের সাথেও সম্পৃক্ত তিনি। এসব বিষয়ে দেলোয়ার প্রধানের কাছে তথ্য চাইলে তিনি তথ্য গোপন করেন। তদন্তে অভিযোগের প্রমাণ পেয়ে আসামি দেলোয়ার প্রধানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট দিয়েছে দুদক। ধারা অনুযায়ী আদালতেও তার বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছর ও সর্বনি¤œ ৩ বছরের কারাদন্ডপ্রাপ্ত হবেন আসামি। একই সাথে অবৈধ উপায়ে অর্জিত সম্পদও বাজেয়াপ্ত করা হবে।
Leave a Reply