Home » প্রথম পাতা » পদ্মা সেতু জাতির আরেক বিজয়

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

১৩ নভেম্বর, ২০২১ | ৮:৪৮ পূর্বাহ্ণ | ডান্ডিবার্তা | 67 Views

ডান্ডিবার্তা রিপোর্ট

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। গতকাল শুক্রবার সকালে শহরের চাষাঢা শহীদ মিনারের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। বিক্ষোভ মিছিলে অংশ নিতে সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন থানা উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা চাষাড়া শহীদ মিনার ও এর আশেপাশে এসে জড়ো হতে থাকে। খ- খ- মিছিল নিয়ে যুবদল নেতাকর্মীরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকে। সকাল সাড়ে ৯টায় জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সিনিয়র যুগ্ম-সম্পাদক শহিদুর রহমানের নেতৃত্বে চাষাড়া শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু, সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন চৌধুরীর সালামত, সিনিয়র যুগ্ম সম্পাদক সহিদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক ইসমাইল খান, রাসেল রানা, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, আড়াইহাজার উপজেলা যুবদলের আহবায়ক কবীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামালসহ নারায়ণগঞ্জ জেলা, থানা ও ওয়ার্ড থেকে আগত যুবদলের নেতাকর্মীরা।

Comment Heare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *