ধামগড়ে দাম্ভিকতায় হেরে গেল নৌকা

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন। তিনি হারিয়ে দিয়েছেন নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুম আহমেদকে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণার পরেই এলাকাতে মিছিল বের হয়। এর আগের রাতে গত বুধবার জাঙ্গাল কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি শান্ত করে। এসময় প্রায় অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে পুলিশ। আহত হয় তিন পুলিশ সদস্য। জানা গেছে, বন্দরের সকলের নজর যখন কলাগাছিয়াতে তখন ধামগড়ে উত্তপ্ত পরিবেশ তৈরীর অভিযোগ উঠে বর্তমান চেয়ারম্যান মাসুম আহম্মেদের বিরুদ্ধে। স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ৩ বারের চেয়ারম্যান আয়নাল হোসেনের ছেলে কামাল হোসেন এই অভিযোগ তুলেন। ভোটের আগে তিনি বলেন তার পোস্টার ছেঁড়া, মাইক ভাঙচুর, গাড়ি ভাঙচুর, হামলা, মারধর, হুমকি ধামকি সহ নানান প্রতিবন্ধকতা তৈরী করছেন মাসুম আহম্মেদ। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করছেন বর্তমান চেয়ারম্যান। সম্প্রতি একটি প্রকাশিত ভিডিওতে দেখা যায় চেয়ারম্যান মাসুম আহম্মেদ তার উঠান বৈঠকে বক্তব্য প্রদানকালে বলছেন, নির্বাচনের পরেই তিনি আয়নাল চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করবেন। সেই পরিবারের এমন হাল করবেন যে আগামী ২০ বছর রাজনীতির নাম উচ্চারণ করতে পারবে না। এমন বক্তব্য জেলাজুড়ে আলোচনায় আসার পর এই ঘটনায় সাধারণ ডায়েরী দায়ের করেন প্রয়াত চেয়ারম্যান আয়নাল হকের ছেলে কামাল হোসেন।
Leave a Reply